|
চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি উরুমচি শহরের " নান হু" মহাচত্বরে অবস্থিত একটি শহুর ভাষ্কর্য পার্ক । এখানে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রায় ৬০টিরও বেশি প্রতিমূর্তি রয়েছে। এর মধ্যে " এ উ" স্ববৈশিষ্ট্যসম্পন্ন একটি ভাষ্কর্য কর্ম অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ কর্মের নির্মানকারী হচ্ছেন সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাষ্কর্য সমিতির মহাপরিচালক চাং সিন মিন। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা চাং সিন মিনের গল্প নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো।
১৯৩২ সালে চীনের শান' সি প্রদেশের সি আন শহরের একটি সাধারণ পরিবারে ভাষ্কর্য শিল্পী চাং সিন মিনের জন্ম হয়। তাঁর মা একজন বিখ্যাত বেসরকারী পেপার কাটিং শিল্পী। যিনি সাধারণতঃ কাগজ নিখুঁতভাবে কেটে শিল্প চর্চা করে থাকেন। ছোটবেলা থেকে হয়তো মার প্রভাবে চাং সিন মিন ছবি আঁকাতে বেশ আগ্রহী।
১৯৫৫ সালে চাং সিন মিন উত্তর-পশ্চিম শিল্প কলেজের ভাষ্কর্য বিভাগের লেখাপড়া শেষ করেন। ২৩ বছর বয়সী চাং সিন মিন নিজস্বভাবে সিন চিয়াংয়ে গিয়ে সিন চিয়াং বিশ্ববিদ্যালয়ের শিল্প বিভাগে কাজ করেন। একজন শিক্ষক হিসেবে চাং সিন মিন তাঁর ৩০ বছরেরও বেশি শিক্ষাদান জীবনে বেশ অনেক শ্রেষ্ঠ ছাত্রছাত্রী প্রশিক্ষণ করেছেন।
গত শতাব্দীর ৮০ দশকে সিন চিয়াংয়ের কয়েকজন বিখ্যাত ভাষ্কর্য শিল্পীর যথাসাধ্য যৌথ প্রচেষ্টায় অনেক উচ্চ গুণগত মানের শিল্প-কর্ম সৃষ্টি হয়েছে। পাশাপাশি সিন চিয়াংয়ের ভাষ্কর্য শিল্পও একটি দ্রুত উন্নয়নের যুগে প্রবেশ করেছে। বহু বছরে ভাষ্কর্য শিল্প সিন চিয়াংয়ের পর্যটন এবং শহর স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ অনেক অবদান রেখেছে। বর্তমানে সিন চিয়াংয়ের অলি-গলি রাস্তায় রাস্তায় স্থানীয় স্ববৈশিষ্ট্যসম্পন্ন ভাষ্কর্য শিল্প-কর্ম সব দেখা যায়। এ সম্পর্কে চাং সিন মিন বলেন:
" অর্থনৈতিক গঠনকাজ সাংস্কৃতিক গঠনকাজকে ত্বরান্বিত করেছে। সুতরাং, সাংস্কৃতিক গঠনকাজ গত শতাব্দীর ৮০ দশকে দ্রুত উন্নয়ন পেয়েছে"।
একই সঙ্গে সিন চিয়াংয়ের ভাষ্কর্য শিল্প-কর্মের সমৃদ্ধ উন্নয়নের যুগ চলে এসেছে। ভাষ্কর্য শিল্প-কর্মের প্রদর্শনীও বেশি দেখা দিয়েছে। ২০০৮ সালে উরুমচির আর্ট ভবনে ৩০জনেরও বেশি স্থানীয় ভাষ্কর্য শিল্পীর ৬০টিরও বেশি শিল্প-কর্ম অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি স্মরণের লক্ষ্যে সকল দর্শকরা ভাষ্কর্য শিল্প-কর্মের সামনে ছবি তুলেছে।
২০০৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম উপলক্ষে সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি উরুমচিতে আন্তর্জাতিক শহরের ভাষ্কর্য শিল্প-কর্ম সৃজনশীলতা সংক্রান্ত তত্পরতা অনুষ্ঠিত হয়। যা অব্যাহতভাবে সিন চিয়াংয়ের ভাষ্কর্য শিল্পকে এগিয়ে নেয়া যায়। এবারের তত্পরতা সিন চিয়াংয়ের পূর্ণাঙ্গ প্রতিমূর্তি এবং সাংস্কৃতিক যোগত্যা প্রদর্শিত হয়েছে । এ সব ভাষ্কর্য শিল্প-কর্ম ইতোমধ্যেই " ভাষ্কর্য পার্ক"-এ রয়েছে। এ প্রক্রিয়ায় চাং সিন মিন অনেক প্রচেষ্টা চালিয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:
" এর প্রস্তুতি কাজ বেশ অনেক সময় লেগেছে। এখন অনেক তরুণ-তরুণী বেশি কাজ করেন। আমার দায়িত্ব হচ্ছে প্ল্যাটফর্ম তৈরী করা। তাদের জন্য যোগাযোগের কাজ সুষ্ঠুভাবে কাজে লাগানো"।
ভাষ্কর্য শিল্প আলোচনাকালে চান সিন মিন বেশ তেজীয়ান হয়ে উঠেছেন। তাঁর সারা জীবন ভাষ্কর্য শিল্পের শেখা, গবেষণা এবং পালন-পালনে প্রদান করেছে। সিন চিয়াংয়ের ভাষ্কর্য শিল্পের উন্নয়ন সংক্রান্ত আলোচনায় চাং সিন মিন বলেন:
" আমাদের সিন চিয়াংয়ের সকল ভাষ্কর্য শিল্পী জাতিয় বৈশিষ্ট্য উন্নয়নের ওপর বেশ গুরুত্ব আরোপ করেছেন। কারন, ভাষ্কর্য শিল্প ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হলে, জাতীয় বৈশিষ্ট্য ছাড়া, আপনার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয় ব্যর্থ হয়ে যায়"।
চাং সিন মিনের এ বক্তব্য সিন চিয়াংয়ের ভাষ্কর্য শিল্প সমিতির সকল সদস্যদের রাজি পেয়েছে। এ সম্পর্কে সদস্য লি মান চুং বলেন:
" সাম্প্রতিক বছরগুলোতে মূলভূভাগে আমি অনেকেই ভাষ্কর্য শিল্পীর শিল্প-কর্ম দেখেছি। এ থেকে আমি বুঝতে পেরেছি য়ে, ভাষ্কর্য শিল্পের মধ্যে অনেক জাতীয় সাংস্কৃতিক বিষয় রয়েছে। এ ব্যাপারে আমাদের আরও অব্যাহত প্রচেষ্টা চালানো দরকার"।---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |