|
আজকের গল্পের ঝুলি অনুষ্ঠানে আমরা আব্রাহাম লিংকনের একটি চিঠির কথা শোনাবো। লিংকনের একটি ছোট ভাই আছে, সে একবার লিংকনের কাছে টাকা ধার চেয়ে চিঠি লেখে। এখন আমরা লিংকন এ চিঠির উত্তর কীভাবে দিয়েছেন এ গল্পই আপনাদের জানাচ্ছি।
" প্রিয় ভাই
আমি মনি করি, তোমার ৮০ ইউয়ানের চাহিদা আমার হবে না। কারন, প্রতিবারই আমি তোমাকে ধার দেয়ার পর, তুমি আমাকে বলো ' এখন আমার অবস্থা ঠিক হয়েছে'। তবে মাত্র কয়েক মাস পর, তুমি আবারও আমাকে টাকা দেয়ার জন্য বলেছো। আমি জানি , তুমি একজন অলস মানুষ নয়। আমি ভেবে চিন্তে দেখেছি যে, গতবার আমার সাথে দেখা হওয়ার পর, তুমি সত্যিকারভাবেই সারা দিন কাজ করেছো তাই না। তুমি কাজ করাকে ঘৃণা করো না। তবে তুমি বেশি কাজ করতে পছন্দ করো না। আর এ কারনেই তুমি টাকাও সংগ্রহ করতে পারো না।
এটি তোমার দুর্বলতা এবং ক্ষতিকর। এমন কি, এটি তোমার ছেলে-মেয়েদের জন্যও যথেষ্ট নয়। তোমাকে এ অভ্যাস পরিবর্তন করতে হবে। কারণ শিশুদের আরও দীর্ঘদিনের পথ বাকী আছে। একটি ভাল অভাস গড়ে তোলা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি প্রথমে নিজের দোষ নিজেই পরিবর্তনের উদ্যোগ নাও, তাহলে সবাই তা বুঝতে পারবে ।
আমি আশা করি, তুমি এখন থেকে বেশি কাজ করার চেষ্টা করবে।
তোমার ভাই
আব্রাহাম লিংকন
১৮৪৮ সালের ২৪ ডিসেম্বর
বন্ধুরা, এ গল্প থেকে আমরা বুঝতে পেরেছি যে, একজন মানুষ অন্যের ওপর বেশি নির্ভর করে উন্নতি করতে পারে না। কারণ অন্যদের ওপর নির্ভর করা শুধু সাময়িকভাবে থাকতে পারে। নিজের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে সাফল্য হতে পারবে।---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |