Web bengali.cri.cn   
ক্যালিগ্রাফিষ্ট চাং ইয়ুং লে'র গল্প
  2009-12-30 20:09:20  cri

এবারের " সাংস্কৃতিক সভার "অনুষ্ঠানে রয়েছে " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" , " সাংস্কৃতিক ঘটনা" , " চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি" এবং " আপনাদের প্রিয় গল্পের ঝুলি " । প্রথমে শুনুন " সাংস্কৃতিক ব্যক্তিত্ব "অনুষ্ঠান

চীনের মধ্যাঞ্চলের হে নান প্রদেশে ক্যালিগ্রাফিষ্ট চাং ইয়ুং লে'র জন্ম । ছোটবেলা থেকেই তিনি চিনের কালিগ্রাফির ওপর গবেষণা করতে আগ্রহী। বিশেষ করে তিনি ' লি সুর' ওপর গবেষণার অনেক চেষ্টা করেছেন। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা ক্যালিগ্রাফিষ্ট চাং ইয়ুং লে'র গল্প নিয়ে আপনাদেরকে শোনাবো এবং তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো।

১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে চীনের হে নান প্রদেশের ইয়ুং ছেং জেলার একটি গ্রামে ক্যালিগ্রাফিষ্ট চাং ইয়ুং লে জন্মগ্রহণ করেন। স্কুলে লেখাপড়ার সময় তাঁর ব্যাগের ভেতরে থাকতো চীনা ব্রাশ ও রঙ। সময় পেলেই তিনি নিশ্চয় চীনা ব্রাশ ও রঙ দিয়ে লেখা চর্চা করতেন। মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি আনুষ্ঠানিকভাবে ক্যালিগ্রাফি শেখার কাজ শুরু করেন।

লেখাপড়া শেষে, ১৯৮১ সালে হে নান প্রদেশে আয়োজিত এক " ক্যালিগ্রাফি প্রতিযোগিতায়" অংশগ্রহণ করেন। তিনি চীনের বিখ্যাত ক্যালিগ্রাফিষ্ট অধ্যাপক লি ছুয়ান চৌ অভিনয় দেখে অনেক কিছু শিখিয়ে পেয়েছি। এ সম্পর্কে চাং ইয়ুং লে বলেন:

" আমি দেখি, উনি কীভাবে চীনা ব্রাশ ব্যবহার করেন এবং কোথায় বেশি শক্তি দিয়ে লেখা যায়। সেদিন থেকে হয়তো আমার ক্যালিগ্রাফি ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন ঘটেছে বলে আমি মনে করি"।

চার বছর পর, চাং ইয়ুং লে " চীনের প্রথম টেলিভিশন ক্যালিগ্রাফি প্রতিযোগিতার" খবর পান। দেরি না করে তিনি এবারের প্রতিযোগিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। সে সময় চাং ইয়ুং লে চীনের ইউয়ান রাজবংশের একজন কবির একটি ছোট্ট কবিতার ক্যালিগ্রাফি করেছেন। সেবার তিনি দ্বিতীয় পুরুস্কার পেয়েছেন। এবার প্রতিযোগিতা থেকে চাং ইয়ুং লে ক্যালিগ্রাফি মহলে আস্তে আস্তে বড় হয়ে উঠেছেন।  

' লি সু' ভালভাবে লেখার জন্য চাং ইয়ুং লে ক্যালিগ্রাফি ক্ষেত্রে বেশ অনেক চেষ্টা করেছেন। তিনি যে কেবল বেশি ক্যালিগ্রাফি করেছেন তা নয় । তিনি এর ওপর বেশি গবেষণাও করেছেন।

২০০২ সালে চীন প্রথমবারের মত ক্যালিগ্রাফি ক্ষেত্রের সর্বোচ্চ প্রতিযোগিতা—' লান থিং' প্রতিযোগিতার আয়োজন করে। প্রথমবারের মত আয়োজনের কারণে এ শিল্প-কর্মের আওতা অনেক বেড়েছে। এতে ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পরের সকল ক্যালিগ্রাফিষ্টের শিল্প-কর্ম রয়েছে। এটি চাং ইয়ুং লে'র জন্য নিঃসন্দেহ একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কারণ সারা দেশের সকল অংশগ্রহণকারী ক্যালিগ্রাফিষ্টের শিল্প-কর্মগুলোর মধ্যে শুধু মাত্র ৩০টি শিল্প-কর্ম নির্বাচিত হয়। তবে চাং ইয়ুং লে এবারো ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে তিনি সাফল্যের সঙ্গে " লান থিং" পুরস্কার অর্জন করেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040