Web bengali.cri.cn   
পেইচিংয়ে বিশ্বের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের সম্মিলন
  2009-12-30 20:03:06  cri
সৃজনশীল সাংস্কৃতিক শিল্প ইতোমধ্যেই চীনের সৃজনশীল শিল্পের একটি নতুন বিষয়ে পরিণত হয়েছে। সবেমাত্র সম্পন্ন চতুর্থ চীনের পেইচিং আন্তর্জাতিক সৃজনশীল সাংস্কৃতিক শিল্প সংক্রান্ত প্রদর্শনীতে মাত্র পাঁচদিনের মধ্যেই চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের প্রদর্শনী সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানীসহ বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চলের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিবর্গ পেইচিংয়ে মিলিত হয়ে চীন সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক যোগাযোগ করেছেন। তারা সাংস্কৃতিক ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

এবারের সাংস্কৃতিক প্রদর্শনীর প্রধান প্রতিপাদ্য ছিল "সৃজনশীল সাংস্কৃতিক শক্তির তেজীয়ান হঠে উঠা এবং অর্থনীতির অবিরাম বৃদ্ধি ত্বরান্বিত করা" । এর মধ্যে প্রদর্শনী, ফোরাম শীর্ষ সম্মেলন, উন্নয়ন ও বিনিময়, সৃজনশীল তত্পরতা এবং সাংস্কৃতিক পরিবেশনাসহ পাঁচটি ধারাবাহিক অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে চীনের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের দ্রুত উন্নয়নের পথে চলার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

আগের তিনটির চেয়ে চতুর্থ চীনের পেইচিং আন্তর্জাতিক সাংস্কৃতিক সৃজনশীল শিল্প সংক্রান্ত প্রদর্শনীর ক্ষেত্র অনেক সম্প্রসারিত হয়েছে। যা সাংস্কৃতিক ক্ষেত্রের সৃজনশীল মহল এবং সংশ্লিষ্ট সব দেশি-বিদেশী এক হাজার পাঁচ শ'রও বেশি ব্যবসায়ীর আকর্ষণ করেছে। এর মধ্যে দেশের গুরুত্বপূর্ণ উন্নয়নের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের অনেক ক্ষেত্রও অন্তর্ভূক্ত হয়েছে। এবারের সাংস্কৃতিক প্রদর্শনীর সাংগঠনিক কমিটির উপ-পরিচালক এবং পেইচিং বাণিজ্য উন্নয়ন সমিতির উপ-পরিচালক ছু সিয়াং ইন বলেন:

( রে১)

" চলতি বছরের সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য থেকে আমরা পেরেছি যে, সাংস্কৃতিক সৃজনশীল শিল্পের প্রক্রিয়া দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। কিছু কিছু ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে সাংস্কৃতিক শিল্প ক্ষেত্রে অর্থ প্রদান করেছে। যা সাংস্কৃতিক শিল্পের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, স্বাক্ষরিত চুক্তির মধ্যে ৩৩২টি খাত অন্তর্ভূক্ত হয়েছে এবং এ সব চুক্তির মোট মূল দাঁড়িয়েছে ৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার"।

সাংস্কৃতিক সৃজনশীল শিল্প উন্নয়ন হচ্ছে এবারের সাংস্কৃতিক প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। অংশগ্রহণকারী চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের নিজেদের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক শিল্প ও পণ্য রয়েছে। পেইচিং ছাও ইয়াং জেলার সৃজনশীল সাংস্কৃতিক শিল্প উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক ফেং ছুন ছিউ পেইচিং ছাও ইয়াং জেলার এক প্রদর্শনীতে অংশ নেয়ার সময় বলেছেন:

( রে২)

" এবারের সাংস্কৃতিক প্রদর্শনীতে ছাও ইয়াং জেলার অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৬। এর মধ্যে এ জেলার ৯টি খাত অন্তর্ভূক্ত হয়েছে। ২২ হাজারেরও বেশি সৃজনশীল সাংস্কৃতিক শিল্প উন্নয়নের সাফল্য কেবল যে গত পাঁচ বছরে ছাও ইয়াং জেলার সৃজনশীল সাংস্কৃতিক শিল্প উন্নয়নের ফলাফল প্রতিফলিত হয়েছে তা নয়, তা ছাও ইয়াং জেলার সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের নতুন বৈশিষ্ট্য , সুবিধা এবং সুযোগও সৃষ্টি করেছে।"

উল্লেখযোগ্য, এবারের সাংস্কৃতিক প্রদর্শনীতে তাইওয়ানের ৭৩টি সাংস্কৃতিক সৃজনশীল শিল্পপ্রতিষ্ঠানকে নিয়ে গঠিত " থাই পেই সৃজনশীল কেন্দ্র" দেখা দিয়েছে। যাতে পুরোপুরিভাবে থাই পেই সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের যোগ্যতা প্রদর্শিত হয়েছে। সবশেষে এবারের সাংস্কৃতিক প্রদর্শনীতে মোট চুক্তি হয়েছে ২২ কোটি ২০ লাখ ইউয়ানের।

এ সম্পর্কে থাই পেই শহরের উপ-মেয়র লি ইয়ুং পিং বলেছেন, এটি হচ্ছে তাইওয়ানের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের পরপর তিন বারের মত সাংস্কৃতিক প্রদর্শনীতে অংশগ্রহণের একটি সর্বোচ্চ দিক। থাই পেই জাদুঘরের কর্মকর্তা হে ছুন শি বলেন:

( রে ৩)

" গত বছর সাংস্কৃতিক প্রদর্শনীতে অংশগ্রহণের পর, আমরা দেখেছি যে, মূলভূভাগের পর্যটক তাইওয়ানে পর্যটন করলে থাই পেই জাতীয় জাদুঘর নিশ্চয় তাদের বিষয়টিকে সর্বাগ্রে বাছাই করেছেন।"

আগের সাংস্কৃতিক প্রদর্শনীর চেয়ে এবারের সাংস্কৃতিক প্রদর্শনীর উচ্চ পর্যায়ের ফোরাম খুবই বৈশিষ্ট্যসম্পন্ন। প্রধান ফোরাম " চীনের সৃজনশীল সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম" দেশি-বিদেশী সৃজনশীল সাংস্কৃতিক মহলের উচ্চপদস্থ কর্মকর্তাদের আকর্ষণ করেছে। তারা সৃজনশীল সাংস্কৃতিক শিল্প ও অর্থনীতির অবিরাম বৃদ্ধি এবং অর্থ বাজার ও সৃজনশীল সাংস্কৃতিক শিল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে তারা সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের ওপর আরো বেশি গুরুত্ব আরোপ করেছেন। চীনের সঙ্গে সহযোগিতার ব্যাপারে তারা আশাবাদী। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা হচ্ছে এর মধ্যে অন্যতম একটি সংস্থা। বর্তমানে এ সংস্থার ৩০টি সদস্য দেশ রয়েছে। তবে এর মধ্যে চীন অন্তর্ভূক্ত করেনি। অর্থনৈতিক সহযোগিতা সংস্থার উপ-সচিব ম্যারিও আমানো বলেন :

( রে৪)

" অর্থনৈতিক সহযোগিতা সংস্থা মনে করে যে, চীন একটি খুবই গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারি দেশ। চীনের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছি। এর শুরুর দিকে আমরা চীনকে আমাদের সংস্থায় যোগ দেয়ার আমন্ত্রণ জানাই। আমরা মনে করি, এটি চীনের অর্থনৈতিক উন্নয়নের জন্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয়।"

গত সেপ্টেম্বর মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদ " সাংস্কৃতিক শিল্পের তেজীয়ান হয়ে উঠার কর্মসূচী" কার্যকর করেছে। সাংস্কৃতিক শিল্প ইতোমধ্যেই চীনের জাতীয় অর্থনৈতিক উন্নয়নের একটি কৌশলগত শিল্পে পরিণত হয়েছে। এর মধ্যে ফ্ল্যাশ শিল্প হচ্ছে বর্তমানে চীনের উচ্চ গতির উন্নয়নশীল একটি সাংস্কৃতিক শিল্প। এবারের সাংস্কৃতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্ল্যাশ শিল্প সকল অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রশংসা পেয়েছে। এমন কি, অনেক বিদেশী ফ্ল্যাশ তৈরীকারীও চীনের সঙ্গে ফ্ল্যাশ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেছেন।

বিশ্বের ফ্ল্যাশ সমিতির একজন কর্মকর্তা চীনের ফ্ল্যাশ উন্নয়নের ওপর বেশ গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রতি বছর চীনের চে চিয়াং প্রদেশের রাজধানি হাং চৌয়ে আয়োজিত আন্তর্জাতিক ফ্ল্যাশ উত্সবে অংশ নেন। এ সম্পর্কে তিনি বলেন:

( রে৫)

" এ বছর হাং চৌয়ে আয়োজিত ফ্ল্যাশ উত্সবে আমি চীনের সর্বশেষ ফ্ল্যাশ কর্ম দেখেছি। এটি আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। বিশেষ করে চীনা ছাত্রছাত্রীদের কর্ম খুবই চমত্কার। চীনের ফ্ল্যাশ উন্নয়ন ও অগ্রগতিতে আমি বেশ আনন্দ বোধ করি। চীনের বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতি থেকে ফ্ল্যাশ পর্যন্ত সব ধরণের উন্নয়ন একটানা চলছে।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040