Web bengali.cri.cn   
ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক প্রকাশনা ফোরাম অনুষ্ঠিত
  2009-12-28 20:49:00  cri

৬১তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই প্রদর্শনীতে প্রধান আমন্ত্রিত দেশ হিসেবে সম্প্রতি চীনের উদ্যোগে আন্তর্জাতিক প্রকাশনা ফোরাম ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন দেশের প্রকাশণা কোম্পানির প্রতিনিধিরা এ ফোরামে অংশ নিয়েছেন। ফোরামে বই প্রকাশনা ক্ষেত্রের নানা চ্যালেঞ্জ পর্যালোচনা করা হয়েছে এবং এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও ব্যবস্থা বিনিময় করা হয়েছে ।

গত কয়েক বছরে প্রকাশনা কোম্পানিগুলো প্রযুক্তি , বাজার , পুঁজি ও পাঠকের সংখ্যা হ্রাসসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে । বিশেষ করে ২০০৮ সালে বিভিন্ন দেশের বই প্রকাশনা কোম্পানির ওপর বিশ্ব আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে । চীনের তথ্য ও প্রকাশনা ব্যুরোর মহাপরিচালক লিউ পি চিয়ে বলেন , পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনে ২০০৮ সালে মোট দু' লাখ ৭৫ হাজার নতুন বই প্রকাশিত হয়েছে । এ সব বইয়ের ছাপার সংখ্যা ৭ শ' কোটি । ২০০৭ সালের তুলনায় বই প্রকাশের সংখ্যা ১১.০৩ শতাংশ আর বই ছাপার সংখ্যা ১০.২ শতাংশ বেশি ছিল । বিশ্বের প্রকাশনা ক্ষেত্রের একটি বড় দেশ হিসেবে চীন বই প্রকাশ , বিক্রি ও কাগজ ব্যবহারের পরিমানের ক্ষেত্রে অপেক্ষাকৃত দ্রুত প্রবৃদ্ধি বজায় রেখেছে ।

ঐতিহ্যিক কাগজের বই প্রকাশনা ছাড়াও চীনে ডিজিটাল বই প্রকাশনার ক্ষেত্রেও দ্রুত অগ্রগতি হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৮ সালের শেষ পর্যন্ত চীনের ৫৭৮টি প্রকাশনালয় ৯০ শতাংশ ডিজিটাল বই প্রকাশ করেছে , ডিজিটাল বইয়ের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে এবং এ থেকে আয় হয়েছে ৩০ কোটি ইউয়ান । এটা ২০০৭ সালের তুলনায় প্রায় অর্ধেক বেশি ।

লিউ পিন চিয়ে বলেন , ২০০৯ সালে চীনে ডিজিটাল বই প্রকাশনার মূল্য প্রথমবার কাগজের বই প্রকাশের মূল্যকে ছাড়িয়ে গেছে । তিনি বলেন , ২০০৯ সালে চীনের ডিজিটাল বই প্রকাশনার মূল্য ৭৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে এবং তা প্রথম বারের মত কাগজের বই প্রকাশনার মূল্যকে ছাড়িয়েছে । আগামী কয়েক বছরে ডিজিটাল বইয়ের পাঠক সংখ্যা প্রতিবছর ৩০ শতাংশ হারে বাড়বে বলে অনুমান করা হচ্ছে ।

চীনের প্রকাশনা ক্ষেত্রের দ্রুত সমৃদ্ধি সত্ত্বেও এর ওপর আর্ন্তজাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবও সুস্পষ্ট । চীনের প্রকাশনা গোষ্ঠীর উপমহাপরিচালক লি ফেং ই বলেন , আমরা চীনের প্রকাশনা শিল্পের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী । আন্তর্জাতিক প্রকাশনা উন্নয়নে চীনের প্রাধাণ্য হলো চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন বজায় রাখার কল্যাণে চীনের প্রকাশনা শিল্পের উন্নয়নও থামে নি । চীনের সাংস্কৃতিক ব্যবস্থার সংস্কার প্রকাশনা শিল্পের উন্নয়ন তরান্বিত করেছে ।

আন্তর্জাতিক আর্থিক সংকটেরর প্রেক্ষাপটে চীনের প্রকাশনা শিল্পের প্রবৃদ্ধি বিশ্বের প্রকাশনা ক্ষেত্রের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ হয়ে উঠেছে । চীনের বিরাট বাজার ও উন্নয়ন শক্তি তাদের কাছে আকর্ষণীয় । ফ্রান্সের হ্যাছেট লিভার প্রকাশনা গোষ্ঠীর প্রধান কার্যনির্বাহী অফিসার আর্নাউদ নওরী বলেন , ২০০৯ সালের এপ্রিল মাসে চীন সরকার আরো বাজারমুখী ও প্রতিদ্বন্দ্বী শক্তিসম্পন্ন প্রকাশনা শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা পেশ করেছে । হ্যাছেট লিভার প্রকাশনা গোষ্ঠী মনে করে এটা চীনের প্রকাশনা শিল্পে বিদেশী বিনিয়োগ আকর্ষণের ইংগিত । তিনি আরো বলেন , আমরা দৃঢভাবে বিশ্বাস করি , চীনের নীতির এই পরিবর্তন চীনের বাজারে বিদেশী প্রকাশনা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে । এটা বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশনা কোম্পানির জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি করবে এবং চীনের প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়নের ক্ষেত্রে মজবুত ভিত্তি স্থাপন করবে ।

২০০৯ সালে চীনের প্রকাশনা শিল্পের পুনরুদ্ধার প্রবণতা সুস্পষ্ট । চীনের তথ্য ও প্রকাশনা ব্যুরোর মহাপরিচালক লিউ পিং চিয়ে বলেন , যদিও বিশ্ব আর্থিক সংকট পুরোপুরি কাটে নি , কিন্তু আর্থিক সংকটের মধ্যেও সুযোগ থাকবে । চীনের প্রকাশনা শিল্পের অগ্রগতির প্রবণতার পরিবর্তন হবে না । কাজেই চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিলে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে । তিনি আরো বলেন , আমরা বিশ্বাস করি , প্রকাশনা শিল্পের বিশ্বায়ন তরান্বিত এবং চীনের প্রকাশনা শিল্পের সংস্কারের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রকাশনার ক্ষেত্রে এক নতুন পরিস্থিতি সৃষ্টি হবে , এ নতুন পরিস্থিতিতে বিভিন্ন দেশ পরস্পরকে সহযোগিতা করার পাশাপাশি পরস্পরের চাহিদা পূরণ করবে । আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংকটের সময়ও সুযোগ অন্বেষণের চেষ্টা করবো এবং মিলিতভাবে বিশ্ব প্রকাশনার উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করবো ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040