|
নিমন্ত্রণকর্তা কথাগুলো শুনলেও সকথা সে মনে রাখেনি। আর কোন উদ্যোগও গ্রহণ করেন নি ।
কিছু দিন পরে এ নিমন্ত্রণকর্তার বাড়ীতে সত্যি সত্যি আগুণ ধরে যায়। অনেক প্রতিবেশীর যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নিমন্ত্রণকর্তা গরু জবাই করে প্রতিবেশীদের খাওয়ায়। যারা আগুণ নেভানোর সময় আহত হয়, তাদেরকে তিনি প্রধান অতিথির আসনে বসিয়ে দেন। তিনি অন্যান্যদেরকেও বিশেষ আসনে বসিয়ে দেন। শুধু যিনি তাকে সুপরামর্শ দিয়েছিলেন, তাকে তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান নি।
খাওয়ার সময় একজন অতিথি নিমন্ত্রণকর্তাকে বলেন, "শুরুতেই আপনি যদি সেদিনের সেই অতিথির কথা শুনতেন তাহলেতো আপনার ঘরে আগুণ লাগতো না। আজকে আপনি সবাইকে আমন্ত্রণ করেছেন। অথচ সে অতিথিকে আমন্ত্রণ জানাতে ভুল যাওয়া ঠিক হয় নি । আমার মনে হয়, যিনি আপনাকে সুপরামর্শ দিয়েছিলেন, আপনার উচিত ছিল তাকে প্রধান অতিথির আসনে বসানো ।
নিমন্ত্রণকর্তা এ কথা শুনে তার ভুল বুঝতে পারেন। তিনি সে অতিথিকে আমন্ত্রণের জন্য কাজের লোক পাঠান এবং অতিথিকে প্রধান অতিথির আসনে বসিয়ে দেন।
শ্রোতাবন্ধুরা, এ গল্প থেকে আপনারা কী শিখলেন? আসলে এ গল্প থেকে আমরা শিখতে পেরেছি যে, দূঘটনার সময় উদ্ধার কাজ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও সময় থাকতে প্রতিরোধের কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য অভিঞ্জ ও বুদ্ধিমান লোকের কথা আমাদের অবশ্যই শোনা এবং পালন করা উচিত। তাই না ?
শ্রোতাবন্ধুরা, আজকের সংস্কৃতি সম্ভার অনুষ্ঠান এখানে শেষ হলো। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |