|
আপনারা যে গানটি শুনছেন , তা হল রেউই এ্যালের জন্মের শত বর্ষ পূর্তির বিশেষ স্মৃতি গান । তিনি ১৮৯৭ সালের ২ ডিসেম্বর নিউজিল্যান্ডের কানটারবারী অঞ্চলের স্প্রিংফিল্ড থানায় জন্মগ্রহণ করেন । দশ বারো বছর আগে স্থানীয় লোকজনরা তার জন্মের শততম বার্ষিকী স্মরণের জন্য বিশেষ করে একটি রেউই এ্যালে স্মৃতি বাগান নির্মাণ করে । এ স্মৃতি বাগানের লোকজন যে শুধু এ স্মরণ সঙ্গীতটিই শুনতে পারে তা নয় , বরং তার বর্ণাঢ্য জীবনের পরিচয় এবং চীনা জনগণের মুক্তি কাজ ও চীন ও নিউজিল্যান্ডের মৈত্রী বাড়ানোর ক্ষেত্রে তার অবদানকেও উপলব্ধি করতে পারেন । তার মূর্তির কাছে একটি ফলক রয়েছে , সেখানে লেখা আছে : রেউই এ্যালে , চীনা জগনণের অকৃত্তিমে বন্ধু , চীনা জনগণ ও নিউজিল্যান্ডের জনগণ কোন দিন তাঁকে ভুলবে না ।
১৯২৭ সালে রেউই এ্যালে একাই চীনে এসেছেন । তখন তার পরিকল্পণা ছিল এ প্রাচীন দেশকে দেখা এবং কয়েক মাস পর দেশে ফিরে যাবেন । তবে তখন চীনাদের কঠিন ও দরিদ্র জীবন দেখে এ্যালে চীনে থাকা এবং চীনা জনগণকে সাহায্য করার জন্য মনস্থির করেন । তিনি কখনো কল্পনাও করতে পারেন নি যে , চীনে তার থাকার সময় ৬০ বছর স্থায়ী হবে । এ্যালের আত্মীয় ডেভিড বলেন , এ্যালের জীবন পূর্বাহ্নেই স্থিরীকৃত অসাধারণ হবে । তিনি বলেন :
এ্যালের পরিবার জীবনকে অত্যন্ত কঠোর বলে মনে করতো । তাদের জন্য জীবন একটি কঠিন ব্রত । মন দিয়ে জীবন কাটাতে হবে । আপনার উচিত কঠোর পরিশ্রম করে জীবনকে গড়ে তোলা এবং অন্যকে সাহায্য করা ।
এ্যালের মা ক্লারা এ্যালে নিউজিল্যান্ডের বিখ্যাত নারী জাগরণবাগী , পারিবারিক প্রভাবে ছোট বেলা থেকেই এ্যালের শক্তিশালি চরিত্র গড়ে উঠেছে ।
১৯৩৭ সালে চীনের ওপর জাপানের আক্রমণ সার্বিকভাবে শুরু হয় । চীনের শিল্প প্রায় ধ্বংস হয়ে গেছে । বাজারে পণ্য সামগ্রীর অভাব গুরুতর । পণ্যের দাম অনেক চড়া , কর্মসংস্থানেরও অভাব , চীনা জগনণের জীবন অনেক কঠিন । এ্যালে মনে করেন , চাকরিহারা কর্মী ও শরণার্থীদের নিয়ে সম্মিলিতভাবে উত্পাদন করে নিজেদের জীবনকে সমৃদ্ধ উদ্ধার করতে হবে । তিনি ও এডগার স্নো'র যৌথ আহ্বানে চীনের শিল্প পুনরুদ্ধার ও উন্নয়ন , চীনের কর্মীদের নিজেদের জীবন পুনরুদ্ধারের উদ্দেশ্যে "শিল্প সহযোগিতা আন্দোলন" সংস্থা ১৯৩৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । এ্যালে হলেন এ সংস্থার মহাসচিব এবং এ সংস্থার বিভিন্ন কাজের জন্য তিনি ব্যস্ত থাকতেন ।
১৯৪২ সালে চীনের সান সি প্রদেশে এ্যালে ব্যাইলি স্কুল স্থাপন করেন , এ স্কুল বিশেষ করে শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া । পরে জাপানের বোমাহামলা এড়ানোর জন্য স্কুলটি সান সি প্রদেশ থেকে আরো দূরে কান সু প্রদেশের সান তান জেলার পাহাড়ী এলাকায় স্থানান্তর করা হয়েছে । এ স্কুল হল বিখ্যাত সান তান ব্যাইলি স্কুল । এ স্কুল নয়া চীনের জন্য অনেক প্রযুক্তি সমৃদ্ধ মানব সম্পদ তৈরি করার কাজে প্রশিক্ষণ দিয়েছে ।এখন পর্যন্ত এ স্কুলটি স্থানীয় লোকজনের প্রশিক্ষণের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে । সান তান ব্যাইলি স্কুলের উপ প্রধান লিউ কুও চুং বলেন :
সান তানে রেউই এ্যালের নাম উল্লেকখ করলে সবাই তাকে একনামে চেনেন এবং জানেন । সবাই তাঁর প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করেন । গ্রাম বা শহরে এ্যালের কথা বললে সবাই জানে , আর তা হল তাঁর প্রতিষ্ঠিত ব্যাইলি স্কুল ।
নয়া চীন প্রতিষ্ঠার পর পশ্চিমা দেশগুলোর বৈরী মনোভাব ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কারণে নিউজিল্যান্ড সরকার চীনকে সমর্থনকারী রেউই এ্যালেকে রাষ্ট্রদ্রোহী হিসেবে মনে করতো । তবে নিউজিল্যান্ডে এ্যালের আত্মীয়স্বজনরা তাকে পরিত্যাগ করে নি । তারা "নিউজিল্যান্ড-চীন মৈত্রী সমিতি" প্রতিষ্ঠা করে । সমিতির বর্তমান চেয়ারম্যান এ্যরিক লিভিংস্টোন বলেন , একমাত্র রেউই এ্যালের কারণে নিউজিল্যান্ড ও চীনের সম্পর্ক এত ঘনিষ্ঠ হয়েছে । তিনি বলেন :
আমরা খুব গর্বিত । চীনের নেতারা ইউরোপ সফরের আগে আমরা চীনের প্রধান নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি । আমার মনে হয় , চীন আমাদের দু'দেশের মৈত্রীর জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে । তিনি আমাদের নিউজিল্যান্ডের মহান বীর ।
লিভিংস্টোনের স্ত্রী জুডি লিভিংস্টোনও সমিতির প্রধান । যদিও তারা দু'জন এখন অবসর নিয়েছেন , তবুও এখনো তারা স্বেচ্ছাসেবক হিসেবে এ সমিতির কাজ করছেন । তিনি বলেন :
কারণ আমরা চীনাদের পছন্দ করি । রেউই এ্যালের মর্ম আমাদের উত্সাহিত করছে । আমরা আশা করি দু'দেশের জনগণের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে ।
১৯৮৭ সালে রেউই এ্যালে পেইচিংয়ে মৃত্যু বরণ করেন । এখনো নিউজিল্যান্ড বা চীনে লোকেরা বিভিন্ন পদ্ধতিতে এ মহান বীরের স্মরণ করছে । তাঁর জন্মস্থানের হোয়ারেনুই স্কুল তার নামে একটি চীনা ভাষা স্কুল প্রতিষ্ঠা করেছে । স্কুলের প্রধান লুই চি হুং বলেন , স্কুলকে রেউই এ্যালের নাম দিয়েছে । ঠিক এ কারণে স্কুল যে শুধু চীনা ভাষা শেখার কাজ করে তাই নয় , বরং রেউই এ্যালের মর্মবাণী জনপ্রিয় করার জন্যও কাজ করে ।তিনি বলেন :
আমাদের স্কুলে এখানে ১০ বছর আছি । রেউই এ্যালে , চীনের সংস্কৃতি ও এ স্কুলের বিশেষ সম্পর্কের কারণে আমরা এখানে ক্রমাগতভাবে উন্নয়ন করতে পারি । তাই আমরাও রেউই এ্যালের মর্মবাণী জনপ্রিয় করার জন্য নিয়োজিত ।
চীন আন্তর্জাতিক বেতারের আয়োজিত দশ জন বিশেষ বিদেশি বন্ধু নির্বাচনে রেউই এ্যালে নির্বাচিত হওয়ার খবর শুনে তার আত্মীয় ফিলিপা খুব গর্বিত । তিনি বলেন :
হ্যাঁ , আমি তাঁর জন্য গর্ব বোধ করি । তার সাফল্যের জন্য গর্ব বোধ করি । তিনি একজন মহান বীর ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |