|
বন্ধুরা, এবারের " সাংস্কৃতিক সম্ভার "অনুষ্ঠানে রয়েছে " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" , " সাংস্কৃতিক ঘটনা" এবং " আপনাদের প্রিয় গল্পের ঝুলি " । প্রথমে শুনুন " সাংস্কৃতিক ব্যক্তিত্ব "অনুষ্ঠান।
শ্রোতাবন্ধুরা, ইতালির ভেনিসে দু'বছর অন্তর একবার অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী হচ্ছে বিশ্বে শিল্পকলার একটি মহাসম্মিলন। এখানে বিশ্বের বিভিন্ন স্থানের ৩০জন বিখ্যাত শিল্পীরা একত্রিত হয়েছে। চীনা চিত্রশিল্পী তাদের মধ্যে অন্যতম একজন। তিনি হচ্ছেন দু'বছর অন্তর একবার আয়োজিত ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রথম চীনা চিত্রশিল্পী। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
এ বছরের জুন মাসের শুরুর দিকে লিউ চুং ইতালিতে নিজের একটি একক ছবি প্রদর্শনীর আয়োজন করেন। তাঁর এ ব্যক্তিগত কর্ম প্রদর্শনীও এবারের ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীর মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে। ইতালিতে চীনের দূতাবাসের কাউন্সিলার কুও শি চুং রাষ্ট্রদূত সুন ইয়ু সি'র পক্ষ থেকে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাউন্সিলার কুও শি চুং তাঁর ভাষণে বলেন:
" আমি রাষ্ট্রদূত সুন ইয়ু সি'র পক্ষ থেকে ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীর উদ্যোক্তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ উপলক্ষ্যে আমি রাষ্ট্রদূত সুন ইয়ু সি'র পক্ষ থেকেও চীনা চিত্রশিল্পী লিউ চুংকেও আন্তরিক অভিনন্দন জানাই। আজ তিনি ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীতে তাঁর ব্যক্তিগত ছবি প্রদর্শনীর আয়োজন করেছেন, এটি একটি খুবই আনন্দের ও সাফল্যজনক ব্যাপার।"
বিশ্বখ্যাত ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী ১৮৯৫ সালে শুরু হয়। যা দু'বছর অন্তর একবার আয়োজিত হয়। প্রত্যেক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ৩০জন শিল্পীকে আমন্ত্রণ করে তাঁদের ব্যক্তিগত ছবি প্রদর্শনীর আয়োজন করে। আগে চীনা চিত্রশিল্পী বেসরকারী চ্যানেলের মাধ্যমে ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীতে অংশ নিত। তবে একজন প্রথম চীনা চিত্রশিল্পী হিসেবে এবারের ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীতে অংশগ্রহণ সম্পর্কে লিউ চুং বলেন, তিনি প্রথমে ইতালির সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান এবং ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ভিনসেনজো সানফোকে ধন্যবাদ জানান। এ সম্পর্কে লিউ চুং বলেন:
" গত বছর পেইচিং অলিম্পিক গেমস চলাকালে অনুষ্ঠিত আমার ছবি প্রদর্শনীতে সানফো আমার শিল্প কর্ম দেখে অনেক আগ্রহী হয়ে ওঠে। সুতরাং, তিনি আমার কর্ম এবং আমাকে তার দেশে পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।এ কথা শুনে আমার অনেক ভালো লেগেছে।"
এবারের ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী শেষে, ইতালির সংবাদমাধ্যম লিউ চুংয়ের ব্যক্তিগত কর্মের ভূয়সী প্রশংসা করে। এ সম্পর্কে এবারের ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান সানফো বলেন:
" লিউ চুংয়ের ছবি আঁকার উত্কৃষ্ট প্রযুক্তি ইতালিসহ পশ্চিমা দেশগুলোর শিল্পকলা মহলে আমি কখনও দেখিনি। সুতরাং, তাঁর কর্ম আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। আমি তাকে অনেক অনেক পছন্দ করি।"
তবে লিউ চুং বলেন, এ সব সাফল্যজনক অভিজ্ঞতা শুধু তার গত ৩০ বছরের ছবি আঁকার সঙ্গে সম্পর্কিত। নিজের জন্য আরও একটি নতুন সূচনা সৃষ্টি করতে হবে। এ সম্পর্কে তিনি বলেন:
" আমি মনে করি, একটি নতুন সূচনা আসলে আমার জন্য সব শূন্য থেকে শুরু করা উচিত। এ থেকে আমাকে পুনরায় প্রস্তুতি নিতে হবে। কারণ, এবারের ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে আমি নিজের অপূর্ণতাকে দেখেছি। নিজের সৃজনশীলতার ক্ষেত্রে আরও নতুন উপলদ্ধি অর্জন করেছি। যা ভবিষ্যতে আমার ছবি আঁকার বিষয়টিকে ত্বরান্বিত করার পাশাপাশি ইতিবাচক ভূমিকা পালন করবে।"
চীনের ছবির জন্য ভেনিসের আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী কেবল যে খুবই ভাল প্ল্যাটফর্ম তা নয়, তা আরও একটি উচ্চ পর্যায়ের সূচনার সৃষ্টি করেছে। আগামি বছর হচ্ছে চীন ও ইতালির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। ইতালিতে চীনের দূতাবাসের কাউন্সিলার কুও শি চুং চিত্রশিল্পী লিউ চুংয়ের ব্যক্তিগত কর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তখন চীন ইতালিতে নানা ধরণের চীনা সাংস্কৃতিক তত্পরতার আয়োজন করবে। সেসময় আরও বেশি বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পকলা বিনিময় তত্পরতা তুলে ধরতে পারবেন বলে তিনি আশাবাদী।--ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |