Web bengali.cri.cn   
আবারও পরিবেশন করা হবে
  2009-12-11 21:14:30  cri
সুদূর অতিতে চীনের সোং রাজবংশে একজন কৃষক ছিলেন। তিনি সবসময় তার চাষবাসের কাজ ঠিকঠাকভাবে করেছে। পাশেই একটি গাছ আছে। একদিন একটি খরগোস দৌড় এসে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে খরগোসটি মারা যায়। মারা যাওয়ায় কৃষক খুব খুশি হলো। সে খরগোসটি নিয়ে বাড়ীতে ফিরে গেলো।

এর পর এ কৃষক আর কৃষি কাজ না করে প্রতিদিন গাছের নীচে অপেক্ষা করতে থাকে। প্রতিদিন কখন একটি খরগোস এসে গাছের সঙ্গে ধাক্কা খাবে আর মারা যাবে। তিনি সেই আশায় বসে থাকেন।

বেচারা আর কোনো দিনই দ্বিতীয় খরগোসের দেখা পায় নি। পাশাপাশি সে চাষবাসের কাজও ছেড়ে দিয়েছে। সোং রাজবংশের লোক তার এ কর্মকান্ড দেখে খুব মজা করছে।

বন্ধুরা এ গল্প থেকে আমরা কি শিখতে পেরেছে? আমরা শিখতে পেরেছি যে, অলস হওয়া ঠিক নয়। অভিজ্ঞতার ওপর নির্ভর করেও বসে থাকা যায় না। সোং রাজবংশের এ কৃষক ক্ষণস্থায়ী একটি ঘটনার ওপর নির্ভর করে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই সাফল্য অর্জন করতে চেয়েছিলেন। তা যুগিয়েছে সবার জন্য হাসির খোরক। কি তাই না?

শ্রোতাবন্ধুরা, আজকের সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানটি এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী আসরে আবার কথা হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040