Web bengali.cri.cn   
খ্যাতিমান এ্যাক্রোবেটিক শিল্পী ডেং পাও চিন
  2009-12-09 20:35:17  cri

৫১ বছর বয়সী ডেং চিন পাও দেশ-বিদেশের এ্যাক্রোবেটিক মঞ্চে ৩০ বছর ধরে এ্যাক্রোবেটিক কলাকৌশল পরিবেশন করেছেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি চীনের আজীবন এ্যাক্রোবেটিক পুরস্কার ও পেয়েছেন। একটানা তিনবার চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং তিনি চীনের রাষ্ট্রীয় পরিষদের বিশেষ সুবিধা উপভোগ করেন। তিনি চীনের এ্যাক্রোবেটিক সমিতির ভাইস চেয়ারম্যান ও শান তুং প্রদেশের চি নান এ্যাক্রোবেটিক দলের নেতা। তিনি নতুন কৌশল উদ্ভাবন, পরিচালনার পদ্ধতি এবং চীনের ঐতিহাসিক এ্যাক্রোবেটিক পরিবেশনার ক্ষেত্রে নতুন ধারা সংযোজন করেছেন।

ডেং পাও চিন এ শিল্পের আদি ধারার লোক। তার বয়স যখন ১৩ বছর, তখন থেকেই তিনি এ্যাক্রোবেটিক চর্চা শুরু করেন। দলেরও নেতা হওয়া আগে পর্যন্ত তিনি এ্যাক্রোবেটিক পরিবেশন করতেন। কারণ তিনি এ্যাক্রোবেটিক পরিবেশনাকে ভালোবাসেন। এ সম্পর্কে তিনি বলেনঃ "পরিবেশনার সময় আমি প্রধান ভূমিকা পালন করতাম। গত বিশ বছরে আমি চল্লিশ থেকে পঞ্চশটি দেশে গিয়েছি। আমি এ্যাক্রোবেটিক খুব পছন্দ করি। পরিবেশনার সময় আমি বিভিন্ন চরিত্র নিয়ে গবেষণা করি। এ সব চীনের এ্যাক্রোবেটিক মহলসহ সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলেছে।"

আসলে ছোটবেলায় ডেং পাও চিন এ্যাক্রোবেটিক চর্চার আগে শরীর চর্চা করতেন। শরীরের কারণে তিনি ঠিকমত চর্চা করতে পারতেন না। ঠিক সে সময় এ্যাক্রোবেটিক দল তাদের সদস্য বাড়াতে চায়। ডেং পাও চিনের কয়েকটি এ্যাকশন এ্যাক্রোবেটিক দলের নেতার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। ১৩ বছর বয়সী ডেং পাও চিন সুযোগ পেয়েই এ্যাক্রোবেটিক চর্চা শুরু করে দেন পুরো উদ্দেশ্য। "আমার বয়স একটু বড় হয়ে উঠেছে। সে সময় শিক্ষক আমাকে বলেছেন, তোমার বয়স একটু বাড়লে তোমাকে অন্যদের চেয়ে আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে। সেজন্য প্রতিদিন আমি অন্যদের চেয়ে কয়েক ঘণ্টা বেশি চর্চা করতাম। আমি মঞ্চে অনেক বছর ছিলাম। আমি নিজেই দশটিরও বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং দেশের বেশ কয়েকটি উত্সব ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

চীনে একটি প্রবাদ আছে। সাফল্য অর্জনের লক্ষ্যে আগেভাগেই অনেক চেষ্টা চালাতে হবে। ডেং পাও চিন বরাবরী এ কথার ভক্ত। তিনি খুব পরিশ্রম করতে। যখন তার বয়স ১৮ বছর, তখন তিনি চীনের জাতীয় এ্যাক্রোবেটিক পরিবেশনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। এরপর তিনি পরপর বৃটেন, ফ্রান্স ও উত্তর কোরিয়ায় তিনটি প্রতিযোগিতায় স্বর্ণ পুরস্কার পেয়েছেন। ফলে তিনি এ্যাক্রোবেটিক মহলে সুপারস্টার হয়ে উঠেছেন।

১৯৯২ সাল ডেং পাও চিন চীনের এ্যাক্রোবেটিক মহলের আজীবনী পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেতে চাইলে নিরলস চেষ্টা করতে হবে। গত দশ বছরের চর্চা ও পরিবেশনার ফলে ডেং পাও চিনের শরীরের বেশ কয়েকটি জায়গায় ব্যথা হয়। তবুও তিনি ব্ল্যাক কফি চুমুক দিয়ে ব্যথাকে উপেক্ষা করেন। তিনি বলেন, "পছন্দমত অনেক কাজই ও শক্তির মধ্য দিয়ে করতে হয়। আমি ব্যথা পেয়েছিলাম। আমার শরীরে অনেক জায়গায় এখনও ব্যথা করে। খুবই ব্যথা করে। কিন্তু যদি আপনি ব্যথা সহ্য করতে পারেন, এমন কী ব্ল্যাক কফির মতো ব্যথাটা পছন্দ করেন। তাহলে আপনি ব্যথা মনে করতেন না।

ডেং পাও চিন একজন লোক যিনি বেশি চিন্তা করেন। এ্যাক্রোবেটিক মঞ্চ ছেড়ে দেয়ার পর ২০০০ সালে তিনি চিন নান এ্যাক্রোবেটিক দলের নেতা নির্বাচিত হন। এ দিন থেকেই তিনি নিজের দক্ষতার মাধ্যমে এ্যাক্রোবেটিক পরিবেশনার ক্ষেত্রে জন্য নতুন চালিকাশক্তি যোগানোর জন্য চিন্তা করেন। পরে তিনি অন্য শিল্পীর সঙ্গে চীনের ঐতিহাসিক এ্যাক্রোবেটিক অনুষ্ঠান "ড্রাগনের উত্তরাধিকার" আয়োজন করছেন। শান তোং প্রদেশের লোকক উপাদান ও আধুনিক মিডিয়ার প্রযুক্তি সংযুক্ত করে এ অনুষ্ঠান বিদেশী দর্শনদের ভূয়সী প্রশংসা পেয়েছে।

ডেং পাও চিন অতিরিক্ত সময় গান নাচ খুব পছন্দ করেন। বর্তমানে তিনি পরিচালনার বিষয় শিখতে পছন্দ করেছেন। তিনি বলেন, বহু বছর আগে এ্যাক্রোবেটিকের দক্ষতা শেখার সময়ের মত তিনি নানা সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞাপন ও বিক্রির জ্ঞান অর্জন করবেন। তিনি বলেন, আমরা নিজেদের পরিচয় করিয়ে দেয়া জরুরী প্রয়োজনে। তাঁর ব্লগে অনেক বিজ্ঞাপন রয়েছে। তার মধ্যে রয়েছে চি নান এ্যাক্রোবেটিক দল ও তার নতুন প্রান্তিকে অনুষ্ঠানমালা। এ সম্পর্কে তিনি বলেন,

"আমি মনে করি, শিল্পী হওয়া সহজ কিন্তু নেতা হওয়া কঠিন। বর্তমান দলের নেতা হতে হলে আরও কঠিন। কারণ দলের নেতার জন্য বাজার বিবেচনা সংক্রান্ত চিন্তাধারণার দক্ষতা থাকা উচিত। আমার নিজের বিষয় ও শিল্পকলার সম্পর্কে ধারণা ছিল। কারণ আমি এ কাজ ৪০ বছর ধরে করেছি। কিন্তু বাজার সংক্রান্ত আমার কোনো ধারণা নেই। আমি অনেক শিল্পপতি সঙ্গে যোগাযোগও করেছি। তাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। যেমন কীভাবে সুযোগকে কাজে লাগিয়ে বাজারে প্রবেশ করা যায়, তা এখন আমাদের অর্থাভাবের কারণে ব্যাপক বিজ্ঞাপন দিতে পারছি না। কিন্তু আমি যে কোনো সুযোগে আমার দলের সম্পর্কে সবাইকে জানিয়ে দেই। নিজের যথাসাধ্য শক্তি দিয়ে আমি এ কাজ করে যাচ্ছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040