Web bengali.cri.cn   
উ ছিয়াও আন্তর্জাতিক দড়াবাজি উত্সবে ঐতিহাসিক আবার দড়াবাজি উজ্জ্বল হয়ে উঠেছে
  2009-12-09 20:35:22  cri

চীনের উ চিয়াও দ্বাদশ আন্তর্জাতিক দড়াবাজি উত্সব চীনের দড়াবাজির সুতিকাগার-হো পেই প্রদেশের উ ছিয়াং শহরে শেষ হয়েছে। এবারের উত্সবে দেশ বিদেশের দু'শ জন দড়াবাজকারী তাদের বিশেষ দক্ষতা ও মজার মজার আইটেম পরিবেশন করেছে। উল্লেখ্য যে দু'হাজার বছরের ইতিহাসম্পন্ন ও সারা বিশ্বে বিখ্যাত দড়াবাজির উদ্ভাবন ও উদ্যোগ গ্রহণ করছে। যা ব্যবসায়ী বাজারের পরিবেশনাকে সফল করেছে। আজকের এ অনুষ্ঠানে আমরা উ ছিয়াও দড়াবাজি সম্পর্কে কিছু তথ্য জানাবো। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পরি থেকে উ ছিয়াও আন্তর্জাতিক দড়াবাজি উত্সব বিশ্বের বিখ্যাত দড়াবাজকারীদের মধ্য অন্যতম। প্রতি দু'বছর অন্তর একবার করে এ উত্সব অনুষ্ঠিত হয়। এ উত্সবে প্রতি বছর বিশ্বের বিখ্যাত দড়াবাজিসহ বিভিন্ন দল তাদের গৌরবময় আইটেম পরিবেশন করে। তারা দড়াবাজির সর্বোচ্চ পুরস্কার "স্বণ সিংহ পুরস্কার পেয়েছে। গত ২২ বছর ধরে মোট চারশ'রও বেশি অনুষ্ঠান পরিবেশন করে এ পুরস্কারের প্রতিযোগিতায় সফল হয়েছে।

হো পেই প্রদেশ চীনের দড়াবাজির উত্স স্থানের মধ্যে অন্যতম। চীনা লোকজন দড়াবাজি পরিবেশনাকে পছন্দ করে। প্রতি বছর দড়াবাজি উত্সব চলাকালে টিকিট বিক্রি দ্রুত শেষ হয়ে যায়। দর্শকরা বিশ্বের শ্রেষ্ঠ দলের পরিবেশনা দেখতে চায়। মিঃ উ বেশ কয়েকবার এ প্রতিযোগিতা দেখেছেন। তিনি বলেছেন, "এটি হয় দ্বাদশ দড়াবাজি উত্সব। আমি বলতে গেলে পাঁচটি উত্সব দেখেছি। সুযোগ পেলেই আমি এ উত্সব উপভোগ করতে আসি। এখানে বিশ্বের শ্রেষ্ঠ পরিবেশনা দেখা যায়। আমি এবং আমার স্ত্রী পরিবেশনা দেখে খুব আনন্দ পাই।

উ সাহেবের মতো অনেকেই এ বছরের প্রতিযোগিতায় সন্তুষ্ট। তাঁরা ২২টি দেশ ও অঞ্চলের ২৭টি দড়াবাজি দলের ৩২টি অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন। সবশেষে তিনটি অনুষ্ঠান 'স্বর্ণ সিংহ' পুরস্কার পেয়েছে। চীনের দড়াবাজি দলের "শেং তৌ তি ছুয়ান" এবং উত্তর কোরিয়ার জাতীয় দড়াবাজি দলের শুন্যে দুটি পরিবেশনা- আকাশে দক্ষতা ও আকাশে অস্থায়ী সেতুর মাধ্যমে মানুষের উড়ে বেগানোর জন্য পুরস্কার পেয়েছে।

তাছাড়া এবারের উত্সব দেশ বিদেশের ৯জন কৌতুক শিলপী এবং ৫জন বিদেশের ব্যালুন ভাস্কর্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মজার মজার পরিবেশনা দেখে দর্শকরা খুবই আনন্দিত।

ক্যানাডার ব্যালুন ভাস্কর্য পল বেল্যাঙ্গারকে একটি বিশেষ নাম দেয়া হয়েছে। সবাই তাকে ব্যালুন পল বলে ডাকেন। তিনি এ নামটা খুব পছন্দ করেছেন। এবারে তারা ছ'বস্ক নানা ধরণের ব্যালুন নিয়ে এসেছেন। এর মধ্যে সবচেয়ে লম্বা ব্যালুনের দৈর্ঘ্য তিন মিটার। ব্যালুন দিয়ে তারা কার্টুন চরিত্র বানাতে পারেন। পল বলেছেন, হে পেই প্রদেশের একজন বিখ্যাত ব্যালুন ভাস্কর্য শিল্পী তাদের দলে যোগ দিয়েছেন বলে তিনি খুব খুশি। চীনে একটি ব্যালুন ভাষ্কর্য স্টুডিও স্থাপন করার ব্যাপারে তিনি আশাবাদী। তাহলেআরও বেশি লোক এ আনন্দ উপভোগ করতে পারবেন।

তিনি বলেন, "আমার একটি স্বপ্ন আছে। সারা চীনে দক্ষতার সঙ্গে ব্যালুন পরিবেশনা সম্প্রসারণ করতে পারবো বলে আমি আশা করি। সেজন্য প্রতিটি শহরে গিয়ে আমি লোকজনকে দড়াবাজির কিছু কৌশল শেখাচ্ছি। ধীরে ধীরে আরও বেশি শহরে ব্যালুন পরিবেশনা করতে লোকজন সক্ষম হবে। যখন আমি সে শহরটি থেকে চলে যাই, তখন সে শহরের লোক অব্যাহত ব্যালুন পরিবেশনা করতে থাকে। তা দেখে আমার খুব ভালো লাগে। যদি আরও বেশি লোক শিখতে চায়, তারা কৌশল শেখার জন্য আমাকে আমন্ত্রণ করলে আমি খুব খুশি হবো এবং সাথে সাথে আমার নিজেরও উন্নতি হবে।"

উজবেকিস্তানের আলিমজান তাশকেনবায়েভ তার দল নিয়ে চীনে পরিবেশনা করেছেন। আলিমজান একটি দড়াবাজি পরিবারে জন্ম গ্রহণ করেন। তারা ছয়টি রাজবংশের সময় দড়াবাজির কাজ করেছেন। এবার তিনি প্রথম চীনে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি বলেন, "আমাদের চীনে আসার লক্ষ্য হচ্ছে এবারের উত্সবের মাধ্যমে অংশীদার খোঁজা। এর মাধ্যমে আমাদের মধ্যে আদান-প্রদান ব্যবস্থা স্থাপিত হবে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। আমাদের দড়াবাজি অনুষ্ঠান চীনে পরিবেশন করতে চাই। আমরা নিজেদের দক্ষতার উন্নয়ন করে বাজারে নিজেদের স্থানকে পাকা পোক্ত করতে পারবোবলে আশা করি।

অনেকেই বেশ কয়েকবার এ উত্সবে অনুষ্ঠান পরিবেশন করেছেন। তারা মনে করেন, এবারের দড়াবাজি উত্সবে চীনের দড়াবাজি শিল্পকলার সংস্কার দেখা দিয়েছে।

তাইওয়ানের প্রতিনিধি দলের প্রধান লিন মিং সিয়ান বলেছেন, দশ বছর আগে তৃতীয় দড়াবাজি প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় তিনি ছিলেন একজন পরিবেশক। তিনি বলেছেন, "অনেক পরিবর্তন হয়েছে। আগের তৃতীয় উত্সবে কর্মসূচী অনুযায়ী ধাপে ধাপে পরিবেশিত হতো। বর্তমানে পুরো উত্সবে নৃত্য, সংগীত ও লাইটিং সংযুক্ত হয়েছে। এখন দড়াবাজি পরিবেশনা আগের মতো শুধু কৌশলই দেখায় তা নয়। বর্তমান পরিবেশনা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তার উন্নয়নের মধ্য দিয়ে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040