|
পাই ইন চা কান অন্তঃমর্ঙ্গোলিয়ার চি ফেং শহরের আলু কেরছিন ব্যানারের একজন সাধারণ পুশুপালক। বর্তমানে তাঁর বয়স ৭১ বছর। ২০০৯ সালের ১৩ জুন তাকে লে লে ছে গাড়ি তৈরী করার একমাত্র উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করেছেন। সম্প্রতি সি.আর.আই'র সংবাদদাতা তার বাড়ীতে যান। তখন পাই ইন চা কান তার বাড়ীর বাগানে একটি লে লে ছে গাড়ি পরীক্ষা করছিলেন। তিনি বলেন,
আগে গরু দিয়ে উত্পাদন ও জীবন-যাপনের সময় এ ধরণের লে লে ছে গাড়ি লাগত। এখন আর লাগে না। এখন শুধু মাত্র ভ্রমণ স্থান ও নাদাম সম্মেলনে প্রদর্শনের কাজে লাগে।
লে লে হচ্ছে পুশুপালকের পুশুকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরণের সূর। লে লে ছে গাড়ির নামকরণ সে সূরের জন্য করা হয়েছে। লে লে ছে গাড়ি চার মিটার লম্বা। প্রতিটি গাড়ির দু'টো চাকা আছে। গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে চাকা বড় কিন্তু গাড়ি ছোট। সহজে চালনা যায়। বিশেষ করে ঘাস, বরফ ও মরুভূমিতে সুষ্ঠুভাবে চালানো যায়। তার বহন ক্ষমতা বার কেজি থেকে শত কেজি পর্যন্ত। গরু, ঘোড়া বা উটের মধ্য দিয়ে চালান যায়।
পাই ইন চা কানের স্ত্রী ইতোমধ্যেই মারা গেছেন। তার দু'মেয়েও বিয়ে করে আলাদা থাকেন। সম্প্রতি বয়স্ক পাই ইন চা কান দু'জন যুবক শিক্ষার্থীকে লে লে ছে'র ঐতিহ্যিক পদ্ধতি শিখাচ্ছেন। যাতে এ ধরণের পদ্ধতি বিলুপ্ত না হয়।
"আমি গাছালি অঞ্চলে দু'জন শিক্ষার্থী খুঁজে পেয়েছি। এখন তারা এ পদ্ধতি শিখতে পেরেছেন এবং লে লে ছে গাড়ি তৈরী করতে পারেন। গত দু'দিন আগে তারা বনাঞ্চলে কাঠ খুঁজতে গেছেন।
অতীতে পুশুচালন অঞ্চলে লে লে ছে গাড়ি একটি নিত্যপ্রয়োজনীয় বষু ছিল। প্রত্যেক পরিবারে রই লে লে গাড়ি রয়েছে। পাই ইন চা কান ছোট বেলায় থেকে বাবা ও ভাইয়ের কাছে থেকে লে লে ছে গাড়ি তৈরীর পদ্ধতি শিখেছেন। গত ৫০ বছরে তাঁর মেরামত করা লে লে ছে গাড়ির সংখ্যা অসংখ্য। তাঁর তৈরী লে লে ছে গাড়ির সংখ্যাও তিনশরও বেশি। পাই ইন চা কানের তৈরী লে লে ছে গাড়ির সুষ্ঠু কাঠামো ও ভালো ধারণ ক্ষমতা রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন,
"যদি চাকা থাকে, তাহলে দু'দিনের মধ্যে একটি গাড়ি তৈরী করা যায়। যদি পুরোপুরি একটি গাড়ি তৈরী করতে চাই, তাহলে তিনদিন লাগবে।"
বর্তমানে তৃণভূমিতে পুশুপালকরা বিভিন্ন ধরণের মটোরগাড়ি ব্যবহার করেন এবং কেউই আর লে লে গাড়ি ব্যবহার করছেন না। লে লে ছে গাড়ি তৈরী করতে পারে এমন লোকও এখন অনেক কম। গত দু'বছরে পাই ইন চা কান ও তাঁর দু'জন শিক্ষার্থীর তেরী বিশটি লে লে ছে গাড়ির শিল্পকৌশল বিভিন্ন পর্যটন প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে। যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এমন কী অনেকেই এখন তাদের বাড়ীতে লে লে ছে গাড়ি সংগ্রহের জন্য আসছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |