Web bengali.cri.cn   
ছুয়ান চিয়াং হাও চি
  2009-11-26 21:41:05  cri
চীনের বৃহত্তম নদী ইয়াংশি নদীর সি ছুয়ান, ছোং ছিং ও হু পেই প্রদেশের তিন গিরিখাতের অংশকে ছুয়ান চিয়াং বলা হয়। ছুয়াং চিয়াং'র দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার। অতিতকালে এ নদী দিয়ে মালামাল পরিবহন করা হতো। সে সময় কাঠের তৈরী জাহাজে মাল পরিবহণ করা হতো। যাতায়াতের সময় যখন খরস্রোতের প্রতিকূলে যেতে হতো। তখন নৌ শ্রমিকরা দড়ির গুণ টেনে জাহাজ সামনে নিয়ে যেতো। সবাইকে উত্সাহিত করার জন্য তারা হাও চি'র সুরে সুরে গুণ টানতো। সময়ের গতির সাথে তাল রেখে ছুয়ান চিয়াং নদীর দু'তীরে বিশেষ সংগীত- ছুয়ান চিয়াং হাও চি'র সৃষ্টি হয়েছে। ২০০৫ সালে ছুয়ান চিয়াং হাও চি চীনের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা ছুয়ান চিয়াং হাও চি'র মধুর সুর আপনাদের শুনাবো।

এইমাত্র আপনারা যা শুনেছেন, তা হলো হচ্ছে ছুয়ান হাও চি। এ সংগীত শিল্পীর গায়কের নাম থাও পেং। তার বয়স এখন ৮০ বছর। থাও পেং ছুয়ান চিয়াং নদীর তীরের এক মাঝির পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ছুয়ান চিয়াং হাও চি শুনেছেন এবং ছুয়ান চিয়াং হাও চি তাকে খুব আকর্ষণ ও মুগ্ধ করতো।

১৯৪৯ সালের সেপ্টেম্বর মাস থাও, ফেং, ছোং ছিং অপেরা ইন্সিটিটিউটে ভর্তি হন। তার শিক্ষক ওয়াং ইয়ু ছুয়ান চিয়াং হাও চি পরিবেশন করার জন্য তাকে অনেক উত্সাহিত করেছে। তিনি বলেছেন, পরিশ্রমী জনগণকে গান গাইতে হয়। সেজন্য থাও ফেং ছুয়ান চিয়াংয়ে মাঝিদের হাও চি সংগীত দল গঠন করে পরিবেশন করেছেন।

প্রযুক্তিগত বিজ্ঞান উন্নয়নের কারণে কাঠ দিয়ে তৈরী পরিবহণ জাহাজ ইতোমধ্যেই ছুয়ান চিয়াংয়ে এখন আর দেখা যায় না। ছুয়ান চিয়াং হাও চি গাইতে পারে এমন লোকও বলতে গেলে কমে গেছে। সে প্রেক্ষাপটে ছুয়ান চিয়াং হাও চি রক্ষা ও সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন। এ সম্পর্কে থাও ফেং বলেন,

"বর্তমানে আমাদের মধ্যে বেঁচে থাকা প্রবীন মাঝির সংখ্যা খুব কম। বিশেষ করে ছুয়ান চিয়াং হাও চি'র বৈশিষ্ট্যময় মনোভাবের শিল্পী খুবই কম। সারা চীনে তাদের সংখ্যা মাত্র দশজনের মত। ছোং ছিংয়ে ও সি ছুয়ানে কয়েকজন এবং হু পেইয়ে তাদের সংখ্যা আরও কম। তাদের বয়স এখন অনেক বেশি। সবচেয়ে বৃদ্ধ লোকের বয়স ৯৭ বছর এবং কম বয়সী হলে ৬০ বছর।

৯৩ বছর বয়সী ছেন পাং কুই মাঝি পরিবারে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স ১৩ বছর, তখন থেকে তিনিই একজন মাঝি। তিনি হচ্ছেন ছুয়ান চিয়াং হাও চি চীনের লোক সংগীতের শ্রেষ্ঠ প্রতিনিধি। যখন তিনি ছুয়ান চিয়াং হাও চি গাইতে শুরু করেন, তখন তাঁকে দেখতে খুব উত্ফু্ল্ল দেখায়।

২০০৭ সালে ছোং ছিং শহরের থোং লিয়াং জেলার মাঝি ওউ চু রুং ছুয়ান চিয়াং হাও চি সম্প্রসারণের জন্য একটি পরিবহন জাহাজ তৈরী করেছেন। তিনি ২ লাখ ইউয়ান দিয়ে ইয়াংচি নদীর বৃহত্তম কাঠের জাহাজটি তৈরী করেছেন। ওউ চু রুং'র বাবা আগে একজন মাঝি ছিলেন। তার এ জাহাজটি তৈরীর এক মাত্র লক্ষ্য হচ্ছে ছুয়ান চিযাং হাও চি'র জন্য একটি প্রদর্শনী প্ল্যাটফর্ম সংরক্ষণ করা। যাতে এর মাধ্যমে আরও বেশি লোক ছুয়ান চিয়াং হাও চি শিখা এবং আরও বেশি লোক এ সম্পর্ক জানতে পারে।

কাঠের জাহাজ তৈরী সম্পন্ন হওয়ার পর থেকে থাও ফেং ও বেশ কয়েকজন প্রাবীন মাঝির সঙ্গে ছোং ছিং ছুয়ান চিয়াং হাও চি সমিতি ও ছোং ছিং ছুয়ান চিয়াং হাও চি শিল্পী দল গড়ে তুলেছেন। এ দুটি সংস্থার লক্ষ্য হবে কী ভাবে ছুয়ান চিয়াং হাও চি রক্ষা ও সম্প্রসারণ করা যায়, কিভাবে ছুয়ান চিয়াং হাও চি ও পর্যটনের সঙ্গে সংযুক্ত করা যায়। এবং কীভাবে উত্তরাধিকারীদের লালন করা যায়। থাও ফেং যেটা প্রথমে করছেন, তা হলো হচ্ছে বেঁচে থাকা ছুয়ান চিয়াং হাও চি শিল্পীদের খুঁজে বের করা। সেসব শিল্পীরা যৌথভাবে ছুয়ান চিয়াং হাও চি রক্ষা করার জন্য নিজের অবদান রাখতে পারবে বলে তিনি আশা করেন।

তাদের প্রচেষ্টায় অনেক যুবক ছুয়ান চিয়াং হাও চি শিখতে আসছে। তাদের বয়স ৩০ বছরের কাছাকাছি। ধীরে ধীরে তারা ছুয়াং চিয়াং হাও চি'র ওপর আগ্রহী হয়ে উঠছে। একজন শিক্ষার্থী বলেছেন,

ছুয়াং চিয়াং হাও চি চীনের গুরুত্বপূর্ণ অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার। ইয়াং শি নদীর তীরে বড় হয়েছি বলে আমি মনে করি, আমাদের পূর্বপুরুষদের শ্রেষ্ঠ সাংস্কৃতিক সম্পদ রক্ষা করতে হবে। এবং এ সংস্কৃতি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

২০০৫ সালের শেষ দিকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ছুয়ান চিয়াং হাও চিকে চীনের প্রথম অবৈষয়িক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ছোং ছিং মহানগরের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংক্রান্ত গবেষণা কেন্দ্র ছুয়াং চিয়াং হাও চি উত্তরাধিকারীদের গাওয়া ও শব্দের সুর সংস্কার করে ১৭ লাখ শব্দের ছুয়াং চিয়াং হাও চি ধারাবাহিক বই প্রকাশ করেছে এবং এখও বেঁচে থাকা সাত আট জন প্রবীণদের ছুয়াং চিয়াং হাও চি'র পরিবেশনা ভিডিও করে তা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে।

ছোং ছিং মহানগরের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা কেন্দ্রের উপ-পরিচালক থাং সিয়াও পিং বলেছেন,

"ছুয়াং চিয়াং হাও চি উদ্ধার ও সংরক্ষণের কাজ এখন শেষ হয়েছে। এখন আমদের উচিত একে রক্ষা ও সম্প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা। দুইঃ বাজার অনুযায়ী ছোং ছিং অশোধিত ছুয়াং চিয়াং হাও চি পরিবেশন করা। তিনঃ পর্যটনের সঙ্গে একে সংযুক্ত করা। যাতে ছুয়ান চিয়াং হাও চি'কে সুষ্ঠু উন্নয়নের পথে এগিয়ে নেযা সম্ভব হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040