Web bengali.cri.cn   
বিশ্বের মঞ্চে চীনের এ্যানিমেশন চরিত্র
  2009-11-25 20:14:21  cri
২৬ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চীনের প্রথম এ্যানিমেশন প্রদর্শনী চীনের আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে বিখ্যাত শিল্পীদের ৩০০টিরও বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে। এ সব শিল্পকর্ম ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর ৬০ বছরে প্রথমবারের মত এ্যানিমেশন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সাফল্য। এ্যানিমেশন মহলের লোকজন মনে করেন এটি হচ্ছে চীনের এ্যানিমেশন উন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলক।

চীনের এ্যানিমেশনের দীর্ঘ ও গভীর ভিত্তি আছে। বেশ কয়েক জেনারেশন এ্যানিমেশন ও কার্টুনিস্টরা অনেক শ্রেষ্ঠ শিল্পকর্ম সৃষ্টি করেছে। বিশেষ করে গত শতাব্দির ৫০ দশকে "সু উ খোং"সহ অনেক বিখ্যাত চারুশিল্পী নতুন নতুন ধারা সৃষ্টি করেছে। যা ছিল চীনের এ্যানিমেশন শিল্পের নতুন সূচনা। ফলে চীনের বৈশিষ্টময় এ্যানিমেশনে পরিণত হয়েছে এবং বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু চীনের দশ কোটিরও বেশি যুবকের চাহিদার তুলনায় চীনের এ্যানিমেশন শিল্পের বাজার এখনো কম। ২০০৬ সাল থেকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ দশটিরও বেশি মন্ত্রণালয় যৌথভাবে "এ্যানিমেশন শিল্পের উন্নয়নে যৌথ কমিটি গঠন করেছ। ফলে গত তিন বছর ধরে চীনের এ্যানিমেশন শিল্প দ্রুত উন্নয়নের যুগে প্রবেশ করেছে।

এ প্রেক্ষাপটে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়সহ দশটিরও বেশি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চীনের প্রথম এ্যানিমেশন শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সংস্কৃতি উপমন্ত্রী ও ইয়াং চিয়ান বলেছেন, "আমরা এখানে চীনের প্রথম এ্যানিমেশন শিল্প প্রদর্শনীর আয়োজন করেছি। যাতে এ্যানিমেশনকে কেন্দ্র করে চারুশিল্প, চলচ্চিত্র ও বিভিন্ন পরিবেশনাসহ বেশি কয়েকটি শিল্পকলার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হয়। আর্ট গ্যালারীতে ছবি প্রদর্শনী, ভিডিও, চলচ্চিত্রসহ বিভিন্ন পদ্ধতিতে নয়া চীন প্রতিষ্ঠার পর চীনের এ্যানিমেশন ক্ষেত্রের সাফল্য তুলে ধরা হবে। সকল এ্যানিমেশন প্রস্তুতকারী আগের মতোই আরও ভালো এ্যানিমেশন তৈরী করবে বলে আমি আশা করি।

এ প্রদর্শনীতে প্রথমবারের মতো যৌথভাবে মুলভূভাগ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শ্রেষ্ঠ এ্যানিমেশন প্রদর্শন করা হয়। তাতে বিখ্যাত ব্যক্তিদের তিনশও বেশি এ্যানিমেশন ছবি প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিরাজমান জনপ্রিয় "সি ইয়াং ইয়াং ও হুই থাই লাং এবং চীনের হংকং অঞ্চলের "উ লং বাগান"সহ বিভিন্ন এ্যানিমেশন। যা তরুণদের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছে।

এ প্রদর্শনীতে নতুন দশকে এ্যানিমেশনের বৈচিত্র্য দেখা দিয়েছে। চীনের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানি ও গবেষণা কেন্দ্র প্রদর্শনীতে এ্যানিমেশন তৈরীর প্রক্রিয়া প্রদর্শন করেছে। হান ওয়াং প্রযুক্তিগত কোম্পানি লিমিটেডের উদ্ভাবিত ছবি আঁকা লিকুয়িড ক্রিস্টাল বক্স প্রদর্শকের আগ্রহ সৃষ্টি করেছে। হান ওয়াং কোম্পানির একজন কর্মকর্তা তুয়ান পিং সিয়া বলেছেন, "এটি হচ্ছে ২০০৮ সালের নতুন পণ্য। তার বৈচিত্র্য হচ্ছে ছবি আঁকার বোর্ড ও লিকুয়িড ক্রিস্টাল বক্স সংযুক্ত করা। এর আগে সবাই কম্পিউটারের বোর্ডে ছবি আঁকতেন। কিন্তু চোখকে লিকুয়িড ক্রিস্টাল বক্সে রাখতে হয়। কিন্তু নতুন টাইপের বোর্ড এ দুটো সংযুক্ত করেছে। সেজন্য আমাদের ডিজাইনারদের অনেক সুবিধা হয়েছে।

চীনের প্রথম এ্যানিমেশন প্রদর্শনী ছবির প্রদর্শনিসহ আরও রয়েছে কার্টুন প্রদর্শনী ও আলোচনা সভা। চীনের আর্ট গ্যালারীর মহাপরিচালক ফান ডি আন বলেছেন, "এ এ্যানিমেশন প্রদর্শনী সারা চীনে এ্যানিমেশন শিল্প উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ প্রদর্শনীর ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে চীনের এ্যানিমেশনের নতুন দিকের সূচনা করেছে। এবারের প্রদর্শনীর মাধ্যমে এ্যানিমেশনের ভূবনে খাত আসবে এবং সাধারণ লোকজন চীনের এ্যানিমেশনের ওপর আরও বেশি আগ্রহী হবে বলে আমরা আশা করি।

চীনের দশটি মন্ত্রণালয় মনে করে, এ্যানিমেশন শিল্পকর্মের জন্য এতো গুরুত্বপূর্ণ প্রদর্শনী এ্যানিমেশন মহলকে উত্সাহিত করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040