Web bengali.cri.cn   
একটি ফুলকাহীন মাছ
  2009-11-20 23:09:43  cri
পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে একজন তরুণ খুব কম লেখাপড়া করে শহরে গিয়ে একটি কাজের জন্য অনেক চেষ্টা করেছেন। তবে তিনি বুঝতে পেরেছেন যে, শহরের মানুষ তাঁকে অবহেলা করে। কারণ, তাঁর লেখাপড়ার কোন সার্টিফিকেট নেই। কোন উপায় না দেখে এ তরুণ এ শহর থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে তিনি স্থানীয় অঞ্চলের একটি বিখ্যাত ব্যাংকের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লেখেছেন যে, " যদি আপনি আমাকে আর্থিক সাহায্য করতে পারেন, তাহলে আমি প্রথমেই স্কুলে লেখাপড়া করবো। তারপর নিশ্চই একটি ভাল কাজ পেতে সক্ষম হবো"।

একদিন তিনি তার মালপত্র নিয়ে জন্মস্থানে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় তিনি একটি চিঠি পেলেন। এ চিঠিটি হচ্ছে তার কাছে ঐ ব্যাংকের প্রধানের লেখা চিঠি। চিঠিতে এ তরুণের সম্পর্কে কোন সহানুভুতির কথা লেখা হয়নি। বরং একটি গল্প লেখা রয়েছে।

ব্যাংকের প্রধান চিঠিতে বলেন, বিশাল সমুদ্রে অনেক মাছ বেঁচে থাকতো। তিমি মাছ ছাড়া সে সব মাছের গায়ে সব ফুলকা রয়েছে। সাধারণত ফুলকাহীন তিমি মাছ নিশ্চয় সমুদ্রে বেঁচে থাকতে পারে না। কারণ তার চলাচলে অনেক অসুবিধা এবং সহজভাবেই সমুদ্রের নিচে পড়ে থাকে। বেঁচে থাকার জন্য তিমি মাছকে অবিরাম চর্চা করতে হয়। কয়েক বছর পর, তিমি মাছ দেখতে সুস্থ এবং শক্তিশালী হয়ে ওঠে। এমন কি তিমি মাছ একই রকমের মাছগুলোর মধ্যেও একটি সবচেয়ে বিশাল মাছেও পরিণত হয়ে যায়। এ সম্পর্কে ব্যাংকের এ প্রধান বলেন, এ শহর যেন একটি বড় সমুদ্র। লেখাপড়া ক্ষেত্রে অনেকেই উচ্চ পর্যায়ের সার্টিফিকেট পেয়েছে। তবে কাজকর্মে সত্যিকারভাবে সাফল্য লাভকারী ব্যক্তির সংখ্যা এতো কম যে বলাই যায় না। বর্তমানে আপনি যেন একটি ফুলকাহীন তিমি মাছ, কীভাবে বেঁচে থাকবেন এ সম্পর্কে আপনি নিশ্চয় বুঝতে চেষ্টা করবেন এবং ব্যবস্থা নেবেন।

এ তরুণ ব্যাংকের প্রধানের চিঠি পেয়ে হঠাত্ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। দ্বিতীয় দিন তিনি একটি রেস্তোরাঁর মালিককে বলেন, ' আমাকে খাবার দিলে আমি বিনা বেতনে এখানে সেবা দিতে পারি'। এ কথা শুনে মালিক তাঁকে গ্রহণ করেন। মাত্র ১০ বছরর পর তিনি যুক্তরাষ্ট্রের ঈর্ষণীয় ধনী ব্যক্তি সেই ব্যাংকের প্রধানের মেয়েকেই বিয়ে করতে সক্ষম হন।

বন্ধুরা, এ গল্প থেকে আমরা বুঝতে পেরেছি যে, যদি কেউ নিজের স্বাধীন সামর্থ্যকে ব্যবহার করে, তাহলে তাঁর সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। অন্যদের ওপর নির্ভর করলে ,তা কখনই জীবন ক্ষেত্রে বড় হওয়ার জন্য সহায়ক হবে না।–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040