Web bengali.cri.cn   
বড় আকারের গীতিনাট্য " পুনরুত্থানের পথ" -এর পরিচালক চাং চি কাং
  2009-11-18 17:17:06  cri

আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা একজন সৈনিক, নর্তকী এবং একই সঙ্গে পরিচালক চাং চি কাংয়ের কথা আপনাদের শোনাবো ও তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাঁর হাতে নির্মিত বিভিন্ন কর্মের সংখ্যা ৩ শ'রও বেশি। তিনি পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এবং পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানেও নির্দেশনার কাজ করেছেন। নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সর্বশেষ কর্ম--" পুনরুত্থানের পথ"নামক গীতিনাট্য পরিবেশিত হয়েছে। যা আবারও সবার ভূয়সী প্রশংসা পেয়েছে। সম্প্রতি চাং চি কাং চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, তিনি এখনও তার সর্বশ্রেষ্ঠ কর্মটি সৃষ্টি করতে পারেন নি। নিজের উত্তম কর্ম নিশ্চয়ই পরের কর্ম।

বন্ধুরা, আপনারা এই মাত্র শুনেছেন চাং চি কাংয়ের সৃষ্ট কর্ম--"পীত-মাটি হলুদ" অর্থাত্ " হুয়াং থু হুয়াং" নামক নৃত্যানুষ্ঠানের শব্দ। ১৯৫৮ সালে চীনের শান সি প্রদেশের লিন ফেন গ্রামে চাং চি কাং জন্মগ্রহণ করেন। সে সময় ঠিক নয়া চীন প্রতিষ্ঠার নবম বছর। একই যুগের অধিকাংশ ছেলে-মেয়েদের মত চাং চি কাংয়ের বড় হওয়ার পরিবেশ ছিল খুবই কষ্টকর । তবে ভাগ্যের ব্যাপার যে, তাঁর বাবা একজন শিক্ষক ছিলেন। মাও একজন বুদ্ধিমান মাইলা, তিনি শান সি প্রদেশের স্থানীয় গান গাইতে এবং ঐতিহ্যবাহী অপেরাও পরিবেশনা করতে পারতেন। এটি চাং চি কাংয়ের মনে প্রগাঢ় ছাপ ফেলে। আসলে চাং চি কাংয়ের অনেক কর্মই জন্মস্থানের সঙ্গে সম্পর্কিত। এ সম্পর্কে তিনি বলেন: " আমি একজন শান সি প্রদেশের মানুষ। ছোটবেলার জীবন সেখানে কাটিয়েছে। হলুদ নদী তীরের একজন ছেলে হিসেবে আমি বেশি বুঝতে পারি যে, পীত-মাটির সংস্কৃতি প্রাচীণ চীনা সাংস্কৃতিক উন্নয়নে কত অবদান রেখেছে। একটি কথা , শান সি হচ্ছে প্রাচীণ চীনা সংস্কৃতি উন্নয়নের উত্স্য ছিল। অবশ্যই ,আমার কর্মে সেখানকার স্থানীয় রীতি-নীতির বিষয় প্রদর্শিত হয়।"

চাং চি কাংয়ের সাফল্যের পথ দেখতে মনে হয় সোজা । দশ বছরেরও বেশি বয়সী চাং চি কাং সুষ্ঠুভাবে শান সি প্রদেশের পেশাগত দলের একজন নৃতাভিনেতায় পরিণত হয়েছে। এ কারণে তিনি প্রতি মাসেই রাষ্ট্রীয় বেতন পাছেন। তবে কেউ জানেন না, এর পেছনে তিনি কত কষ্টকর পথ অতিক্রম করেছেন। চাং চি কাং হচ্ছেন চমত্কার জিনিস উপহার দিতে চান। যিতি এমন একজন মানুষ। নৃত্যাভিনেতা ছাড়াও তিনি পরিচালক হওয়ার চেষ্টা করেন। তিনি নিজের জীবন-যাত্রার মঞ্চ শান সি থেকে পেইচিং এবং আন্তর্জাতিক বাজারে স্থানান্তর করেছেন। গত ২০ বছরে তাঁর কর্ম বিশ্বের৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে পরিবেশিত হয়েছে। তিনি গোল্ডেন ক্লোন পদক এবং ফ্রান্সের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদকসহ দেশ-বিদেশের ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন।

চাং চি কাংয়ের সৃজনশীলতা শিল্প মহলের অনেক বেশি স্বীকৃতি পেয়েছে। কেউ কেউ বলেন, তাঁর কর্ম আপনাকে তেজীয়ান করে তুলতে পারে এবং আপনাকে মুগ্ধ করে কাঁদতেও পারে। এর মধ্যে বিশেষ করে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি বেশ ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। তিনি নিজের বর্ণনায় বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক।

হ্যাঁ, আপনারা মাত্র শুনেছেন পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সংগীত। পরিচালক চাং চি কাং পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের অর্ধমাংশ পরিচালনা করেছেন। তাঁর পরিচালনায় সবাই প্রাচীণ চীনের সম্মুজল সভ্যতার কথা অনুভব করেছেন। তিনি পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের কার্য-নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, তাঁর আন্তরিক উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বিশেষ করে চীনকে না জানা মানুষের কাছে চীনের চমত্কার ভাবমুর্তি তুলে ধরা। এ সম্পর্কে চাং চি কাং বলেন: " পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এবং পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের কাজ করার সময় আমার প্রধান চেতনা ছিল মাতৃভূমির গৌরব অর্জন। কারণ এটি একটি আন্তর্জাতিক ক্ষেত্রের ক্রীড়া মহাসম্মিলনী। অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মাধ্যমে প্রত্যেক চীনা জনগণ নিজের দেশ নিয়ে অহংকার ও গৌরব বোধ করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনগণও একটি বাস্তব ,সুন্দর এবং সত্যিকার চীনকে জানতে সক্ষম হয়েছে।"

গীতিনাট্য " পুনরুত্থানের পথ" হচ্ছে গত বছর পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানএবং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পর তাঁর নির্মিত আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ গীতিনাট্য আড়াই ঘন্টার মধ্যে ১৮৪০ থেকে এ পর্যন্ত মোট ১৬৯ বছরের চীনাদের কষ্ট ও সাফল্য প্রদর্শন করে চীনাদের অটল আত্মবিশ্বাস , গণতান্ত্রিক অনুসন্ধান এবং স্বাধীনতা অর্জনের মর্ম ব্যাখ্যা করতে হবে। এতে অংশগ্রহণকারী অভিনেতার সংখ্যা ছিল ৩ হাজার ২ শ'রও বেশি। এর মধ্যেও রয়েছেন অনেক বিখ্যাত অভিনেতা। এ সম্পর্কে চাং চি কাং বলেন: " আমরা আরও সৃজনশীল সৃষ্টি করতে পারবো কী না এবং আমরা কীভাবে নতুন জিনিস জনগণকে দেবো? আমার কর্মে নিশ্চয় অন্যদের রূপ থাকতে পারে না। যদি একই জিনিস থাকলে আমাকে পরিত্যাগ করতে হবে। আমার সব কষ্টকর ও আনন্দের কথা সব এ সৃজনশীল পথে জমেছে।"

গীতিনাট্য " পুনরুত্থানের পথ" অনেক দর্শকের মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। এটি হচ্ছে নয়া চীন প্রতিষ্ঠার পর চীনে তৃতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক তাত্পর্যসম্পন্ন বড় আকারের গীতিনাট্য । চাং চি কাং বলেন, " পুনরুত্থানের পথ" গীতিনাট্য পরিবেশিত হওয়ার পর, দশর্কদের প্রক্রিয়া দেখার পর আমার মনে বেশ উত্ফুল্লতার সৃষ্টি হয়েছে। তবে তিনি বলেন, তিনি এখনও তার সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম সৃষ্টি করেননি। সর্বশ্রেষ্ঠ কর্ম নিশ্চয় পরবর্তী পর্যায়ে হবে। এ সম্পর্কে তিনি বলেন: " আমার চোখে আমার কর্মের উদাহরণ দিলে বলতে যা এখনও সবচেয়ে উপযুক্ত হয়নি। " পুনরুত্থানের পথ" গীতিনাট্যও শ্রেষ্ঠ হবে না।"--ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040