Web bengali.cri.cn   
শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সবে দেশি-বিদেশী মঞ্চ শিল্পের উত্কৃষ্ট কর্ম প্রদর্শিত হয়েছে
  2009-11-18 17:06:37  cri

১৯৯৯ সালে চীনের শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সব শুরু হয়। এ পর্যন্ত সুষ্ঠুভাবে ১০ম শিল্প উত্সব অনুষ্ঠিত হয়েছে। এবারের সাংস্কৃতিক উত্সবের প্রধান প্রতিপাদ্য হচ্ছে " শিল্প আপনার মনের জানালা"।

একমাস'ব্যাপী এ উত্সবে দেশ-বিদেশের মোট ৫৫টি বিখ্যাত অপেরা পরিবেশিত হয়েছে। শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সব নিয়মিত আয়োজনের উদ্দেশ্য হচ্ছে উত্কৃষ্ট শিল্প কর্ম প্রদর্শন এবং সৃজনশীলতা অনুসন্ধান করা। এ সম্পর্কে এবারের শিল্প উত্সবের ব্যবস্থাপক ছেন শেং লাই বলেন: " এবারের শিল্প উত্সব দেশ-বিদেশের অনেক বিখ্যাত অভিনেতাদের আকর্ষণ করেছে। এটি এবারের সাংস্কৃতিক উত্সবের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের পটভূমিতে চীনা সংস্কৃতি যেন চীনের অর্থনীতির মতোই আরও সুষ্ঠুভাবে বিশ্বের বড় পরিবারের সাথে মিলে-মিশে বলতে সক্ষম হয়েছে। এভাবেই চীনা সংস্কৃতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে আরও সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছে।"

যুক্তরাষ্ট্রে " রাষ্ট্রীয় পর্যায়ের শিল্প মুক্তা" এ সুনাম রয়েছে মার্কিন হার্লেম তরুণ-তরুণী সঙ্গীত দল প্রথমবারের মত এবারের শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সবে অংশ নেয়। এমন কি, এ দল শাং হাই সমবেত সঙ্গীত উত্সবে চীনের জাতীয় গান গেয়ে সকল দর্শকের আন্তরিক প্রশংসা অর্জন করেছে। এবারের শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সবে তারা আরও চীনের বেশ প্রচলিত গান " বিশ্বে শুধু মা ভাল"নামক গান পরিবেশন করেছেন। এ সম্পর্কে এ দলের প্রধান এবং পরিচালক টের্রান্সি ওরিগট বলেন: " খুবই চমত্কার। এখানে পরিবেশন করতে পেরে আমার অনেক আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশের শিল্প অনুরাগীরা আমাদের সঙ্গে পরিবেশন করেছেন। তারা হচ্ছে জার্মানি, চীন, পোল্যান্ড এবং ইতালির সংগীত অনুরাগী। চীনে আমি চীনা সংস্কৃতিকে অনুভব করেছি। অনেক চীনারা আমাদের সংগীত এতো পছন্দ করেন, এটি আমার অনেক আনন্দের ব্যাপার। এবার হচ্ছে আমাদের প্রথমবার চীন সফর। আশা করি, ২০১০ সালে শাং হাই বিশ্ব মেলার সময় আবারও শাং হাই-এ আসতে পারবো। সবাই এর প্রতিক্ষায় রয়েছি।"

শাং হাই আন্তর্জাতিক শিল্প উত্সব ইতোমধ্যেই শিল্পপতি ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশনা বিনিময়ের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রতি বছরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবেশনা সংক্রান্ত বাণিজ্যিক সম্মেলনে বেশ অনেক পুঁজি বিনিয়োগকারী সংস্থা আকর্ষিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জাপান এবং সুইডেনসহ ৩০টিরও বেশি দেশের পরিবেশন সংস্থা। কানাডার একটি পরিবেশন কোম্পানির কর্মকর্তা পল টাঙ্গে তৃতীয়বারের মতো এবারের শিল্প উত্সবের বাণিজ্যিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেন: " শাং হাই শিল্প উত্সব খুবই মজাদার। যা আমার দেশ--কানাডার সাথে পুরোপুরি এক নয়। এখানে অনেক নতুন শিল্পপতিকে আমরা আবিষ্কার করেছি । পাশাপাশি আরও অনেক উত্কৃষ্ট অপেরাও দেখেছি।"

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040