Web bengali.cri.cn   
শুধু উজ্জ্বল মুক্তা চোখ ধাধিয়ে দেয়
  2009-11-13 20:23:29  cri
একজন ছাত্রের লেখাপড়ার মান খুবই চমত্কার। তবে লেখাপড়ার পর তিনি কর্মসংস্থানের সুযোগ পাননি। এ জন্য তাঁর অনেক দুঃখ । সমাজের ওপর তিনি খুব হত্যাশা প্রকাশ করেন।

অনেক দুঃখ পেয়ে তিনি সমুদ্রে এসে নিজের জীবন শেষ করে দিতে চান। সমুদ্রের পানিতে তাকে ডুবে যাওয়ার আগে একজন বুড়ি তাকে উদ্ধার করেন। বুড়ি তাকে জিজ্ঞেস করেন: " কেন বেঁচে থাকতে চাও না?"। এ সে উত্তর দিয়েছে যে, ' আমার সামর্থ্য এ সমাজের স্বীকৃতি পায়নি। কেউ আমাকে প্রশংসা করেনি। সুতরাং, আমি মনে করি, আমার জীবনের কোন তাত্পর্য নেই।

এ কথা শুনে এ বুড়ি সৈকত থেকে একটি ছোট্ট বালি নিয়ে তাকে দেখানোর পর আবারও মাটিতে ফেলে দেন। বুড়ি তাকে বলেন, " তুমি কি মাত্র ঐ বালিটিআ মাটি থেকে নিতে পারবে?" সে উত্তরে বললো " এটা অসম্ভব"। এ কথা শুনে বুড়ি কিছুই বললো না, বুড়ি নিজের পকেট থেকে একটি উজ্জ্বল মুক্তা বের করলো। সঙ্গে সঙ্গে তিনি এ মুক্তা ও সৈকতে ফেলে দেন। তার পর তিনি তাকে জিজ্ঞেস করেন " এখন তুমি কি সে মাটি থেকে এ মুক্তাটি নিতে পারবে?" " অব্যশই!" সে উত্তর দিলো। এ সময় বুড়ি হাসতে হাসতে বললো, " তাহলে এখন তুমি কি বুঝতে পেরেছো?" হ্যাঁ , আমরা বুঝতে পারি, উজ্জ্বল মুক্তা চোখ ধাধিয়ে দেয়। যদি তুমি একটি উজ্জ্বল মুক্তা হতে পারো। তাহলেই সবাই নিশ্চয়ই তোমাকে দেখতে পারবে এবং গ্রহণ করবে। নিজেকেই একটি উজ্জ্বল মুক্তায় পরিণত করার জন্য তোমার যথাসাধ্য প্রচেষ্টা চালানো জরুরি। বুড়ির কথা শুনে সে অনেক চিন্তাভাবনা ও চেষ্টা করা শুরু করে দিল।

বন্ধুরা, এ গল্প থেকে আমরা বুঝেছি যে, মাঝে মাঝে আমাদের জানা দরকার যে, নিজেরাই শুধু মাত্র একটি সাধারণ বালির মত । মূলবান মুক্তা নয়। নিজে বড় হতে চাইলে ব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের সামথ্যের উন্নতি ঘটলে সবাই নিশ্চয়ই ছুটে আসবে দেখতে । --ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040