Web bengali.cri.cn   
চীনের " লাল সুর" চলচ্চিত্র অনেক তরুণ-তরুণী দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে
  2009-11-04 16:27:56  cri

বন্ধুরা, বর্তমানে চীনের টেলিভিশন অনুষ্ঠান এবং সিনেমা হলের পর্দা আরো সরব হয়ে উঠেছে। এর মধ্যে একটি বড় পরিবর্তন হচ্ছে বীরত্বপূর্ণ ব্যক্তি ও বিপ্লবী সংগ্রাম সংক্রান্ত " লাল সুর"-এর চলচ্চিত্র বেশি প্রদর্শন । এমন কি, এ সংশ্লিষ্ট চলচ্চিত্রের মধ্যে সব সুন্দর তরুণ-তরুণী অভিনেতা বা অভিনেত্রী সংশ্লিষ্ট বীরের চরিত্রে অভিনয় করেছেন। এ বিশেষ পদ্ধতি সুষ্ঠুভাবে যুব দর্শকের আকর্ষণ করেছে। গত দু'বছরে " লাল সুর" চলচ্চিত্র ইতোমধ্যেই একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে। বন্ধুরা, " আজকের সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

আপনারা এখন শুনছেন সম্প্রতি চীনে খুবই বিখ্যাত চলচ্চিত্র " নয়া চীন প্রতিষ্ঠার মহানব্রত"-এর সংগীত। এ চলচ্চিত্র নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী স্মরণে নির্মাণ করা হয়েছে। যা কল্পনাতীত সাফল্য অর্জন করেছে। গত সেপ্টেম্বর থেকে এ চলচ্চিত্র আনুষ্ঠানিকভাবে সবার সামনে চালু হওয়ার পর, শুধু এক মাসের একটু বেশি সময়ে এ চলচ্চিত্র শিল্প থেকে আয় হয়েছে ৪০ কোটি ইউয়ান। এ পরিমান চীনের চলচ্চিত্র বাজারে একটি সর্বোচ্চ স্থান দখল করেছে। এ ছাড়াও, এ চলচ্চিত্রটি হংকং এবং তাইওয়ানেও প্রদর্শিত হয়েছে। এর অর্জিত আয়ের পরিমান তার একই সময়ের বহু হলিউডের ছবিকেও বড় ছাড়িয়ে গেছে।

আগে চীনের তৈরী চলচ্চিত্র , শিল্পে আয়ের পরিমান এবং দর্শকের সংখ্যা খুবই কম ছিল। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ যোগ্য যে প্রবীণ যোদ্ধাদের বিপ্লবী সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনের ওপর নির্মিত " লাল সুর" চলচ্চিত্রটিও লাভজনক ছিল না। তবে " নয়া চীন প্রতিষ্ঠার মহানব্রত" চলচ্চিত্রে ব্যাপক তরুণ-তরুণী সুপারস্টারের অংশগ্রহণ এ চলচ্চিত্রের মত একই রকমের অন্যান্য চলচ্চিত্রও বেশ সাফল্য অর্জন করেছে। মোট ১৩৫ মিনিটের এ চলচ্চিত্রে ১৭০ জনেরও বেশি বিখ্যাত তরুণ-তরুণী সুপারস্টার ও ইতিহাসের সব বিখ্যাত অভিনেতারা অভিনয় করেছেন। এটি খুবই আনন্দের যে, অনেক তরুণ-তরুণীই দর্শকের প্রশংসা পেয়েছে। এ সম্পর্কে দর্শক লিউ লান থিং বলেন:

" নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ' নয়া চীন প্রতিষ্ঠার মহানব্রত' চলচ্চিত্রটি দেখে অনেক অভিভুত হয়েছি। এ চলচ্চিত্রে প্রচুর সুপারস্টারের সমাবেশ ঘটেছে । সুতরাং, আমি আবারও দেখতে চাই যে, তারা কীভাবে বীর চরিত্র রূপায়ন এবং মহানেতার ভূমিকায় অভিনয় করেছেন।"

চীনের চলচ্চিত্র ও শিল্প গবেষণা কেন্দ্রের উপপরিচালক হুয়াং ফু ই ছুয়ান মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের চলচ্চিত্র ও টেলিভিশন মহল বিশেষ করে চলচ্চিত্র মহল সবসময় কীভাবে বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ এবং এ শিল্পকে লাভজনক করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন:

" তরুণ-তরুণীদের চিন্তাভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ' লাল সুর' চলচ্চিত্রের ধারা কীভাবে ব্যাখ্যা করা যায়? এ সম্পর্কে আমাদের বেশ লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। আসলে এর শুরুর দিকে সবার উদ্বেগ ছিল যে, সুপারস্টাররা একজন বীরের ভূমিকায় এবং মহানেতার চরিত্রে অভিনয় করতে পারে কী না। বাস্তবে প্রমাণিত হয়েছে যে, তারা এ কাজে পুরোপুরি সক্ষম"।

অবশ্যই, একটি ভাল চলচ্চিত্রের জন্য তার গল্প খুবই গুরুত্বপূর্ণ। তা এ চলচ্চিত্র শিল্প থেকে আয় অর্জনের সঙ্গে সম্পর্কিত। " নয়া চীন প্রতিষ্ঠার মহানব্রত" চলচ্চিত্রের মধ্য দিয়ে নয়া চীন প্রতিষ্ঠার আগে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যদের একটি গণতান্ত্রিক ,স্বাধীন এবং সমৃদ্ধ নয়া চীন প্রতিষ্ঠার লক্ষ্যে যথাসাধ্য প্রচেষ্টার প্রক্রিয়াকে তুলে ধরা হয়েছে। হুয়াং ফু ই ছুয়ান মনে করেন, চলচ্চিত্রের গল্প বর্ণনার ও পদ্ধতির পরিবর্তন হচ্ছে ' নয়া চীন প্রতিষ্ঠার মহানব্রত'ও " লাল সুর"সহ অন্যান্য চলচ্চিত্র হল ব্যাপক দর্শকের স্বাগত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে হুয়াং ফু ই ছুয়ান বলেন:

" সৃজনশীলতার দিক থেকে চলচ্চিত্রের গল্প রূপায়নের পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ। একটি ভাল গল্পের মধ্যে দেশপ্রেমের মনোভাব তুলে ধরলে তা আরও বেশি দর্শককে আকর্ষণ করতে পারবে"।

খাং হুং লেই হচ্ছেন চীনের একজন বিখ্যাত পরিচালক । তিনি মনে করেন, টেলিভিশন অনুষ্ঠান এবং চলচ্চিত্রে বীর এবং তাদের বিপ্লবী সংগ্রামের বর্ণনার মাধ্যমে সৃজনশীলতা সৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দর্শক সব সময় একই ধরণের চলচ্চিত্র দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না। এ সম্পর্কে খাং হুং লেই বলেন:

" এখন আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি ব্যাপার হচ্ছে সৃজনশীলতার আন্বষণ এবং সৃজনশীল শিল্প সৃষ্টি করা। এ কথা ঠিক যে, সৃজনশীলতা সৃষ্টির ক্ষেত্রে নিশ্চয়ই অনেক ঝুঁকি রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, আমরা এ সব ঝামেলা অতিক্রম করতে পারবো"।

বাস্তবে প্রমাণিত হয়েছে যে, পরিচালক খাং হুং লেই'র মত চলচ্চিত্রে সৃজনশীলতা সৃষ্টি করা অন্যান্য পরিচালকদের প্রচেষ্টা বাজার ও দর্শকের দ্বৈত স্বীকৃতি পেয়েছে। এ বছর কয়েকটি টেলিভিশন কেন্দ্র কয়েকটি নতুন চলচ্চিত্র প্রদর্শনের অধিকার কিনেছে। অবশ্যই , এ সব চলচ্চিত্র শিল্প থেকে আয়ের পরিমানও অনেক বেশি হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040