Web bengali.cri.cn   
জাপানের আইসিন কোম্পানীর শাখা প্রধানের চীনের জীবন
  2009-11-02 20:38:33  cri
সাম্প্রতিক বছরগুলোতে চীনার পরিবারে মোটর গাড়ি প্রবেশের গতি আরো দ্রুত হয়েছে । বিভিন্ন মোটর গাড়ি ব্রান্ডের মধ্যে ব্যাপক হারে বাজারে দখল করছে জাপানের টয়োটা গাড়ি । টয়োটার কথা উল্লেখ করলে অনেকেই জানেন যে তা হল একটি বিশ্ব বিখ্যাত ব্রান্ড মোটর গাড়ি শিল্প প্রতিষ্ঠান । তবে টয়োটার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আইসিন কোম্পানী সাধারণ ক্রেতাদের কাছে অপরিচিত । গাড়ির যন্ত্রাংশের একটি উত্পাদনকারী কোম্পানী হিসেবে জাপানের আইসিন অটোমোবাইল যন্ত্রাংশ কোম্পানী বিশ্বের ৫ শ' সবচেয়ে শক্তিশালী কোম্পানীর অন্যতম । মেশিন শিল্পে এ শিল্প প্রতিষ্ঠান খুবই বিখ্যাত । দু'বছর আগে জাপানের আইসিন কোম্পানী চীনের থাং শান শহরে তাদের শাখা প্রতিষ্ঠা করে । আমাদের সংবাদদাতা সম্প্রতি থাং শানের হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকায় গিয়ে এ কোম্পানীর প্রধান ম্যানেজার হিরোশি চোনোর সাক্ষাত্কার নিয়েছেন ।

থাং শান শহরের হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকা ১৯৯২ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয় । এটা হলো হো পেই প্রদেশের আটটি প্রধান উন্নত এলাকার অন্যতম । ভূভাগীয় সুবিধা ও বৈজ্ঞানিক উন্নয়ন পরিকল্পনার কারণে থাং শান হাইটেক প্রযুক্তি এলাকার সুষ্ঠু ও দ্রুত উন্নয়ন নিশ্চিত হয়েছে ।

২০০৫ সালে জাপানের আইসিন কোম্পানী ৯.৯৫ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে থাং শান আইসিন মোটর গাড়ি যন্ত্রাংশ উত্পাদন কোম্পানী প্রতিষ্ঠা করে । এ কোম্পানী হলো বর্তমানে হো পেই প্রদেশে একবারে সবচেয়ে বেশি বিনিয়োগ করা বৈদেশিক পুঁজির শিল্প প্রতিষ্ঠান । এ কোম্পানীতে ২০০৬ সালে উত্পাদন শুরু হয় । এ কোম্পানী প্রধানত টয়োটা গাড়ির ইন্জিন ও ট্রান্সমিশন উত্পাদন করে । এখন প্রতিটি টয়োটা গাড়ির ক্রাউন সিরিজের গাড়ি উত্পাদনের জন্য থাং শান আইসিন কোম্পানীর ৪ বা ৫টি যন্ত্রাংশ ব্যবহার করা হয় ।

আইসিন কোম্পানী থাং শানে শাখা প্রতিষ্ঠার কারণ সম্পর্কে প্রধান ম্যানেজার হিরোশি চোনো ব্যাখ্যা করে বলেন ;

প্রধান কারণ হল : মানব সম্পদ বাছাইয়ের ক্ষেত্রে থাং শান অনেক সহজ । দ্বিতীয় কারণ হল : থাং শান শহরের হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকার উত্তরে ২০ কিলোমিটার দূরে থাং শান আইসিন গীয়ার কোম্পানী রয়েছে । এটা হলো জাপানের আইসিন কোম্পানী থাং শানে প্রতিষ্ঠা করা প্রথম কারখানা । এ কোম্পানীর থেকে আমরা থাং শানে পুঁজি বিনিয়োগের সুবিধাজনক নীতি সম্পর্কে ভালোভাবে জেনেছি । তৃতীয় কারণ হল , থাং শান সরকার ও হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকার বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা আমাদের পুঁজি বিনিয়োগের প্রক্রিয়ায় অনেক সাহায্য করেছেন । তাই অবশেষে আমরা থাং শান শহরকে বাছাই করেছি ।

ঠিক হিরোশি চোনোর কথার মত , একটি নতুন অর্থনৈতিক উন্নয়ন এলাকা হিসেবে থাং শানে বৈদেশিক পুঁজি বিনিয়োগ করা শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৭ শ'রও বেশি । তবে থাং শানের কাছাকাছি শহর থিয়েন চিনে এ সংখ্যা ১৫ শ'রও বেশি । তাই থাং শানের জন্য মানব সম্পদ অনেক বেশি । শ্রমিকের খরচ থিয়েন চিন শহরের চেয়েও কম । এ ছাড়া থাং শান সরকার হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকায় প্রতিষ্ঠিত বিদেশি শিল্প প্রতিষ্ঠানের জন্য অনেক ধারাবাহিক সুবিধা দিয়েছে । এসব ব্যবস্থা অনেক বিদেশি শিল্প প্রতিষ্ঠানের থাং শানে আসার ক্ষেত্রে আকর্ষণ করেছে ।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের গাড়ি শিল্প প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়নের পাশাপাশি থাং শান আইসিন মোটরগাড়ি যন্ত্রাংশ উত্পাদন কোম্পানীরও দ্রুত উন্নতি হচ্ছে । মাত্র এক বছরের মধ্যে কোম্পানীর আকার ৫ গুণ বেড়েছে । চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত কোম্পানীর বিক্রির পরিমাণ ৩ কোটি ইউয়ানে এসে দাঁড়িয়েছে ।

তবে উত্পাদন দ্রুত বৃদ্ধির পাশাপাশি আইসিন কোম্পানী পরিবেশ রক্ষার কাজ কখনো উপেক্ষা করে নি । থাং শান আইসিন কোম্পানীর প্রকাশিত এক "পরিবেশ নীতি"তে কোম্পানী প্রতিশ্রুতি দিয়েছে যে , উত্পাদনের ক্ষেত্রে জ্বালানী সাশ্রয় এবং জ্বালানীর পুনব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হবে । ক্রমাগতভাবে দূষণ নির্গমন মাত্রা কমানো ও পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ কাচা মাল ব্যবহার করা ইত্যাদি । এ নীতি প্রণয়নের কারণ সম্পর্কে হিরোশি বলেন , এক দিকে কোম্পানী থাং শান সরকারের পরিবেশ রক্ষার আহ্বানকে সমর্থন করে , অন্য দিকে এটা আইসিন কোম্পানীর বরাবরের নীতি । তিনি বলেন :

আইসিন কোম্পানীর একটি নীতি হল কীভাবে উত্পাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা করা যায় । এটা খুব গুরুত্বপূর্ণ একটি নীতি । এ নীতির ভিত্তিতে আমরা এ পরিবেশ রক্ষা নীতি প্রণয়ন করেছি । এখন বিশ্বে জাপানের আইসিন কোম্পানী ৩৫ থেকে ৪০টি শাখা প্রতিষ্ঠা করেছে । আইসিনের শাখা হিসেবে আমরাও কোম্পানীর আহ্বানে সাড়া দিয়েছি ।

পরিবেশ রক্ষা নীতি প্রনয়ণের পর কোম্পানী তাকে নেম কার্ডের মত বড় একটি কার্ড তৈরি করে প্রতিটি কর্মীর মাঝে বিতরণ করেছে । যাতে সবাই পরিবেশ রক্ষার নীতি উপলব্ধি করতে পারে ।

বিশেষ পরিবেশ রক্ষা নীতি প্রণয়ন করা ছাড়া আইসিন কোম্পানী টেকসই উন্নয়নকে নীতি হিসেবে মেনে চলে । শিল্প প্রতিষ্ঠানের সংস্কৃতিতে সমাজ ও প্রাকৃতিক সুষম উন্নয়নের প্রতিফলন করা যায় । হিরোশি ব্যাখ্যা করে বলেন :

সমাজ ও প্রাকৃতিক সুষম ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়ার তাত্পর্য হল , উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রকৃতি থেকে পাওয়া অনেক কাচা মাল ব্যবহারের জন্য উত্পাদন করি । এর ফলে নিশ্চয়ই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে । যখন আমরা পণ্য উত্পাদন করার পর বাজারে পাঠাই তখন সমাজ ও কর্মীদের জীবনযাপনের মান উন্নয়নের পর আমরা প্রকৃতি রক্ষা করতে পারি ।

হিরোশি বলেন , আইসিন কোম্পানী চীন সরকারের উত্থাপন করা "জ্বালানী সাশ্রয় ও দূষণ নির্গমন কমানো" , "পুনব্যবহার্য অর্থনীতি" ও "টেকসই উন্নয়ন" সহ বিভিন্ন নীতি অনুসরণ করে। তিনিও লক্ষ্য করেছেন এসব নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের দৃঢ়তা এবং এর ফলে চীনের বিভিন্ন ক্ষেত্রে , বিশেষ করে থাং শানের ধারাবাহিক পরিবর্তন । তিনি মনে করেন , টেকসই উন্নয়নের ব্যাপারে ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি সমঝোতা হয়েছে । শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হয়েছে একই ধরনের সমঝোতা । তিনি বলেন ;

আমি ১৯৭২ সালে জাপান আইসিন কোম্পানীতে যোগদান করেছি । ৩০ বছরেরও বেশি সময় ধরে এ কোম্পানীতে কাজ করে যাচ্ছি । আমি গভীরভাবে উপলব্ধি করেছি যে কোম্পানীর টেকসই উন্নয়ন কর্মীদের জন্যও অতি গুরুত্বপূর্ণ । এ কোম্পানীতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার প্রধান কারণ হল এ কোম্পানী পরিবেশ রক্ষা , প্রাকৃতিক ও সমাজের সমন্বয়ের ওপর গুরুত্ব দেয় । কোম্পানীর টেকসই উন্নয়নের দু'টি দিক আছে , এক দিকে জনগণের জন্য গ্রহণযোগ্য পণ্যদ্রব্য উত্পাদন করতে পারে , অন্য দিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে টেকসই উন্নয়ন বজায় রাখছে । একজন প্রধান ম্যানেজার হিসেবে কর্মীদের স্বার্থ বিবেচনা করে কোম্পানীর উন্নয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ।

শিল্প প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন বাস্তবায়িত হলেই কেবল সমাজের জন্য অবদান রাখা এবং কর্মীদের সুন্দর জীবনযাপন নিশ্চিত করআ সম্ভব । সমাজ ও প্রাকৃতিক সুষম উন্নয়ন বাস্তবায়িত হলেই কেবল সত্যিকারভাবে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করা যাবে । এ চিন্তাধারা আইসিন কোম্পানীর সব কর্মীর স্বীকৃতি পেয়েছে । আইসিন কোম্পানীর কর্মী ফেং ইয়ান ইং বলেন :

আমাদের কোম্পানী হাইটেক প্রযুক্তি উন্নয়ন এলাকায় অবস্থিত । প্রযুক্তি ক্ষেত্রে আমাদের কোম্পানীর উজ্জ্বল ভবিষ্যত রয়েছে । একজন কর্মী হিসেবে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের উন্নয়নের সুযোগ বিরাট , তা গল্প না করে পারবো না ।

হিরোশি চোনো মনে করেন , থাং শান হাই টেক প্রযুক্তি উন্নয়ন এলাকার উন্নয়নের পাশাপাশি থাং শানের ভবিষ্যত্ও আরো উজ্জ্বল হয়েছে । তিনি আশা করেন আইসিন কোম্পানী থাং শানের সঙ্গে উন্নয়ন করতে পারবে এবং সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করতে পারবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040