২৮ অক্টোবর সকালে চীন ও রাশিয়ার নারীদের সপ্তাব্যাপী পঞ্চম সাংস্কৃতিক উত্সব পেইচিংয়ে শুরু হয়েছে।
চীন ও রাশিয়ার নারীদের সপ্তাব্যাপী পঞ্চম সাংস্কৃতিক উত্সব ২০০২ সাল থেকে সাফল্যের সঙ্গে চারবার অনুষ্ঠিত হয়েছে। যা দু'দেশের নারীদের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ বছরের অনুষ্ঠানের মূল বিষয় "নারীদের শিক্ষাদান ও যুবকদের উন্নয়ন। উত্সব চলাকালে চীন ও রাশিয়ার নারী শিল্পীদের আধুনিক চারুকলা প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ও চীনের জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান মাদাম ছেন চি লি উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন।