সপ্তম ম্যাকাও মাজু সংস্কৃতি ও পর্যটন উত্সব গত ২৬ অক্টোবর ম্যাকাওতে শুরু হয়েছে। এ অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে রয়েছে মাজু প্রার্থনা এবং মাজু ভোক্তদের শোভাযাত্রা। তাছাড়া এ বছর অনুষ্ঠানের কর্তৃপক্ষ হো নান প্রদেশের সঙ্গে সহযোগিতা করে শাও লিন উ গোং ও সিন সিয়াং এ্যাক্রোবেটিক প্রদর্শনীকেও ও পর্যটন উত্সবে অন্তর্ভুক্ত করেছে। যা এ উত্সবের জন্য নতুন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
মাজু সংস্কৃতি ও পর্যটন উত্সব ২০০৩ সাল থেকে শুরু হয়। এর লক্ষ্য হচ্ছে ম্যাকাও ও মুলভূভাগ, তাইওয়ান ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও পর্যটন সহযোগিতা জোরদার করা।