Web bengali.cri.cn   
ষষ্ঠ চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বিষয়ক শীর্ষ সম্মেলন শুরু
  2009-10-21 11:58:50  cri
    ষষ্ঠ চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বিষয়ক শীর্ষ সম্মেলন ২০শে অক্টোবর চীনের কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নান নিংয়ে শুরু হয়েছে । চীনের উপ প্রধানমন্ত্রী লি খে ছিয়াং , লাওসের প্রধানমন্ত্রী বোয়াসোন বোকাভান ও আসিয়ানের মহাসচিব সুরিন পিতসুওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    এবারের শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয় হল "চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল ও আসিয়ানের একীকরণ: সহযোগিতা ও যৌথ উন্নয়ন" । চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন এবং নেতা ও শিল্প প্রতিষ্ঠানের সি ই ও'র গোল টেবিল সংলাপ , বিশেষ ফোরাম ও সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং আর্থিক সংকট মোকাবিলা ও বাজার উন্মুক্তকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040