চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ছাও শুই ২০ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন এবং ফিলিপাইনে রাষ্ট্রীয় সফর করবেন।
তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ২৭ অক্টোবর ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে ইয়াং চিয়ে ছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষ চীন ও ভারতের সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও অঞ্চলের বিষয় নিয়ে ব্যাপক মত বিনিময় করবেন। তিনি আরো বলেছেন, আগামী বছর চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দু'পক্ষ এ সুযোগের মাধ্যমে "দু'দেশের উত্সব"সহ কয়েকটি উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করবে। যাতে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়।(লিলু)