চীন ও রাশিয়ার সংগীত বিনিময় ত্বরান্বিত করার জন্য ২০০৯ সালে চীনের হারবিন-চীন ও রাশিয়ার সংগীত বিনিময়ের আন্তর্জাতিক আলোচন সভা ১০ অক্টোবর চীনের হারবিনে শুরু হয়েছে।
এবারের আলোচনা সভা হারবিন নর্মাল ইউনিভার্সিটির সংগীত ইন্সটিটিউটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। চীন ও রাশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের সংগীত মহলের প্রায় একশ বিশেষজ্ঞ ও পন্ডিত এ সভায় অংশ নিয়েছেন। চারদিনব্যাপী এ সভায় অংশগ্রহণকারীরা রাশিয়ার সংগীত ও সংস্কৃতি চীনের আধুনিক সংগীত উন্নয়নের প্রভাব, চীন ও রাশিয়ার সংগীত বিনিময় ইতিহাস ফিরে দেখা ও ভবিষ্যত, চীন ও রাশিয়ার সংগীত শিক্ষাদানের পার্থক্য সংক্রান্ত গবেষণা এবং চীন ও রাশিয়ার সংগীত বিনিময় উন্নয়নের প্রবণতাসহ ৪টি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করেছেন।
আলোচনা সভা চলাকালে হারবিন নর্মল ইউনিভার্সিটির সংগীত ইন্সটিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রীরা চীন ও রাশিয়ার সংগীত বিনিময় কনসার্ট সংগীত পরিবেশন করেছেন। এর মধ্যে রয়েছে অনেক আগে চীনে রুশ গীতিকারদের রচনার গান।