Web bengali.cri.cn   
পিকিং ও তিনহুয়া বিশ্ববিদ্যালয়সহ চীনের ন'টি বিশ্ববিদ্যালয় সি.৯ শিক্ষা ব্রান্ড সৃষ্টি করবে
  2009-10-15 21:45:14  cri
পিকিং ও তিনহুয়া বিশ্ববিদ্যালয়সহ চীনের ন'টি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গ্রীস্মকালীন স্কুল বা সি.৯ শিক্ষা ব্রান্ড সৃষ্টি করার জন্য চেষ্টা চালাবে।

এ ন'টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়, তিনহুয়া বিশ্ববিদ্যালয়, চেচিয়াং বিশ্ববিদ্যালয়, ফুতান বিশ্ববিদ্যালয়, সাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয়, নান চিন বিশ্ববিদ্যালয়, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হারবিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সি আন চিয়াও থোং বিশ্ববিদ্যালয়। ৯ ও ১০ অক্টোবর এ দশটি বিশ্ববিদ্যালয় সি আনে এক আলোচনা সভায় "শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের জনশক্তি লালন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেছে। দেশ বিদেশের নিম্ন স্নাতক, স্নাতক ও জুনিয়র পন্ডিতদের জন্য বিশেষ ক্লাস চালু করার জন্য এ চুক্তি অনুযায়ী ৯টি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক-শিক্ষিকা ও প্রধান বিষয়সহ বিভিন্ন সম্পদ যথাযথ ব্যবহার করে যৌথভাবে গ্রীস্মকালীন ক্লাস আয়োজন করবে। তাছাড়া নয়টি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের আভি লীগ, অস্ট্রেলিয়ার জি.৮সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদার করবে। যাতে সি.৯'র আন্তর্জাতিক প্রভাব বাড়ানো সম্ভব হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040