Web bengali.cri.cn   
উরুমুচি'র ৫ জুলাই'র সহিংস ঘটনার তিনটি গুরুতর মামলার বিচার
  2010-12-03 17:01:51  cri
উত্তর-পশ্চিম চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি'র মধ্য গণআদালত ১৪ অক্টোবর উরুমুচির ৫ জুলাই'র সহিংস ঘটনার তিনটি গুরুতর মামলার বিচার করেছে। এ তিনটি মামলায় রয়েছে আহমাজান মোমিংসহ ১৪জন আসামী। তারা হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ বেশ কয়েকটি অপরাধ করেছে।

বিচারের সময় এটর্নি আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত নিহতদের সম্পদ, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, লাশের পরীক্ষা ময়না তদন্ত, ঘটনাস্থলের পর্যবেক্ষণ রিপোর্টসহ বিভিন্ন তথ্য প্রমাণ প্রদর্শন করেছেন এবং মাল্টি মিডিয়ার মাধ্যমে ঘটনাস্থলের ভিডিওসহ বিভিন্ন দলিল দেখিয়েছেন। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040