১২ অক্টোবর চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি বিভাগ জানিয়েছে, ২০০৯ সালের চীন-আসিয়ান সাংস্কৃতিক শিল্প ফোরাম ২৮থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নান নিংয়ে অনুষ্ঠিত হবে। সে সময় চীন ও আসিয়ান দেশগুলোর ৯০জন প্রতিনিধি এতে অংশ গ্রহণ করবেন।
এবারের ফোরামের মূল বিষয় "সাংস্কৃতিক শিল্প ও সামাজিক উন্নয়ন"। অংশগ্রহণকারীরা চীন ও আসিয়ান দেশসমুহের সাংস্কৃতিক শিল্পের সুযোগ ও চ্যালেঞ্জের বিষয় নিয়ে আলোচনা করবেন।
তাছাড়া চারদিনব্যাপী ফোরামে কর্তৃপক্ষ একদিনের জন্য কৌশলগত সংলাপের আয়োজন করবে। চীন ও আসিয়ান দেশসমুহের সংস্কৃতি ক্ষেত্রের অনেক বিশেষজ্ঞ, পন্ডিত ও শিল্পপতির মধ্যে সংলাপ চালানো হবে।