চীনের আন্তর্জতাকি শিক্ষা মেলা-২০০৯ আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। সে সময় ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় চীনের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ দেয়ার জন্য চীনে আসবে।
জানা গেছে, চীনের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ মেলা হবে চীনের আন্তর্জাতিক পর্যায়ের বৃহত্তম শিক্ষা মেলা। এবারের মেলার প্রধান অতিথি দেশ যুক্তরাষ্ট্রের ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এ মেলায় অংশ নেবে।
জানা গেছে, ২০০৮ সালে চীনের এক লাখ ৮০ হাজার ছাত্রছাত্রী বিদেশে লেখাপড়া করতে গেছে। এর মধ্যে নিজের খরচে বিদেশে লেখাপড়া করতে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা এক লাখ ৬০ হাজার। এ বছরের বিদেশে লেখাপড়ার জন্য যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ২ লাখে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।