Web bengali.cri.cn   
চীনের ইউয়ান রাজবংশের শাসনকালে রাজধানীর ধ্বংসাবশেষ
  2012-09-10 09:34:46  cri

গত ২৯ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ৩৬তম বিশ্ব ঐতিহ্য সম্মেলনে চীনের ইউয়ান রাজবংশের শাসনকালে রাজধানীর ধ্বংসাবশেষকে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এটা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত চীনের ৪২তম নিদর্শন এবং চীনের অন্তর্মোঙ্গলিয়ার প্রথম নিদর্শন। ইউয়ান রাজবংশের সময়ে রাজধানীর ধ্বংসাবশেষ ইতালির প্রাচীন পোমপেই শহরের ধ্বংসাবশেষের সমতুল্য বলে ঐতিহাসিকরা মনে করেন। মঙ্গোলীয় জাতি ও হান জাতির সংস্কৃতির মিলন এক সময়ে ঘটেছিল এ রাজধানীতে। সেখানে বিধৃত হয়েছে মানবজাতির ইতিহাসে সভ্যতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়পর্ব।

ইউয়ান রাজবংশের শাসনকালে রাজধানীর ধ্বংসাবশেষ অন্তর্মোঙ্গলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিলিনকেলে বিভাগের চেনলান জেলার বিশাল তৃণভূমিতে অবস্থিত। ইউয়ান রাজবংশ ১২৫৬ সালে সেখানে বিশ্বের বৃহত্তম রাজধানী স্থাপন করে। এটা যেমন ইউয়ান রাজবংশের তেমনি ইউয়ান রাজবংশের রাজত্বকালে মোঙ্গলীয় জাতির সংস্কৃতির উত্পত্তিস্থল। কুবলাই খান সেখানে সিংহাসনে আরোহণ করেন এবং ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠিত হয়। ইউয়ান রাজবংশের ১১জন সম্রাটের মধ্যে ৬ জনই সেখানে সিংহাসনে অধিষ্ঠিত হন। তাই এই রাজধানীই যে ইউয়ান রাজত্বের অর্ধেক ইতিহাসের নিদর্শন - এ কথা নিশ্চয়ই বলা যায়। বৌদ্ধদের খ্যাতনামা বৃহত্ বিতর্কসভা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। প্রদেশ পর্যায়ের শাসনব্যবস্থা চালুর সিদ্ধান্তও সেখানেই নেওয়া হয়িছিল। কিন্তু এই রাজধানী অবশেষে কৃষকদের যুদ্ধাগ্নিতে ভস্মীভূত হয়। এখন সেখানে গিয়ে যা চোখে পড়ে তা শুধু কয়েক শ' বছরের ঝড়-ঝঞ্ঝায় ক্ষয়প্রাপ্ত টালি ও ইটের স্তুপ। বিস্তীর্ণ তৃণভূমিতে রাজধানীর ধ্বংসাবশেষ কেবল অতীত সমৃদ্ধির স্মৃতি বহন করছে। পথনির্দেশকের বর্ণনায় রাজধানীর মিলিয়ে যাওয়া বিরাট অট্টালিকা যেন পর্যটকদের চোখের সামনে ভেসে ওঠে।

একজন গাইড বলেন: "এতক্ষণ আপনারা যে তা আন ভবন দেখলেন তা আসলে ইউয়ান বংশের রাজপ্রাসাদ। সম্রাট সেখানে আদেশ দিতেন, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন, বিদেশি দূতদের সাক্ষত্কার দিতেন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করতেন। মার্কপলো এই রাজপ্রাসাদেই সম্রাট কুবলাই খানের সংগে দেখা করেছিলেন।"

চীনের জাতীয় পুরাকীর্তি সংরক্ষণ ব্যুরোর উপমহাপরিচালক তংমিনখাং এ প্রসংগে বলেন: "ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষের রয়েছে তৃণভূমির আমেজ। এখানে যাযাবর পশুপালক ও কৃষকদের সংস্কৃতির মিলন এক সময়ে পাশ্চাত্যের সংগীত, নৃত্য, নাটক ও স্থাপত্যের ওপর প্রভাব বিস্তার করেছিল।"

বিগত ১৯৯৬ সাল থেকে ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানানো শুরু হয়। বিশেষজ্ঞদের অভাবই ছিল গত ১৬ বছরে এ স্বীকৃতি লাভের প্রধান অন্তরায়। ধ্বংসাবশেষের চারপাশে স্থানীয় অধিবাসীদের প্রাত্যহিক জীবনের কোলাহল এবং পর্যটনজনিত চাপও ছিল দুটো সমস্যা।

সিলিনকেলে বিভাগের উপ-প্রসাশক ছিছিকে এই প্রসংগে বলেন:"জাতীয় গবেষণা সংস্থার বিশেষজ্ঞদের সাহায্যের ওপর নির্ভর করার পাশাপাশি আমরা একদল স্থানীয় বিশেষজ্ঞ গড়ে তুলেছি। বস্তুত স্থানীয় বিশেষজ্ঞদের তৈরি করা একটি কঠিন কাজ। তবে আমরা এ ব্যাপারে আশাবাদী। কারণ বিশেষজ্ঞদের তৈরির অনুকূল কতকগুলো নীতি প্রণীত হয়েছে।"

ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন হলো একটি তীব্র দ্বন্দ্বের দুই দিক। ২০০৫ সাল স্থানীয় সরকার ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও পর্যটন সেবার একটি পুর্নাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করে। ২০১০ সালে সিলিনকেলে বিভাগের প্রণীত ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রকাশিত হয়।

চেনলান জেলার পার্টির কমিটির সম্পাদক সাংবাদিকদের বলেন, "ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ এলাকায় আগে যে ২৩০টি পরিবার থাকত তারা সবাই স্থানান্তরিত হয়েছে। ভিডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে ধ্বংসাবশেষকে নজরে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানকার সবকিছুই এখন পরিস্কারভাবে দেখা যায়। আপনারা দেখুন, সেখানে তারের একটা থামও নেই। আগেকার ২ হাজার একর আবাদি কৃষিজমিতে পুনরায় ঘাস লাগানো হয়েছে।"

২০০৩ সালের মার্চ থেকে ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষের ভিতরে প্রত্নতাত্ত্বিক খননকার্য অতি সাবধানে শুরু হয়।

অন্তর্মোঙ্গলিয়ার যাদুঘরের পরিচালক টালা বলেন, "খননে যে সব নিদর্শন পাওয়া গেছে তা বিশ্লেষণ করে জানা যায়, অতীতে এ রাজধানীতে কত রকম বাড়িঘর ছিল এবং কী রকমের রাজপ্রসাদ ছিল।"

ইউয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়ার পর স্থানীয় পর্যটন শিল্পের যে দ্রুত প্রসার হবে তাতে কোনো সন্দেহ নেই। এতে ধ্বংসাবশেষটির ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তরে সিলিনকেলে বিভাগের উপ-প্রসাশক ছিছিকে বলেন,

"আমরা নিষ্ঠার সংগে ইউনেস্কোর আন্তর্জাতিক ঐতিহ্য চুক্তি মেনে চলব এবং ধ্বংসাবশেষটি সংরক্ষণে আরো কার্যকর ব্যবস্থা নেব।"

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040