Web bengali.cri.cn   
থান রাজবংশ আমলের কবি হুয়াং বো
  2012-09-04 13:45:05  cri

হুয়াং বো চীনের থান রাজবংশ আমলের বিখ্যাত কবি। তিনি জন্ম গ্রহণ করেন বতর্মান সেনসি প্রদেশের হোচিন জেলায়। ছোটবেলায় তার মেধা অসাধারণ ছিল। তিনি বই পড়তে খুব পছন্দ করতেন। যখন তার বয়স ছয় তখন তিনি কবিতা লিখতে শুরু করেন। ন'বছর বয়সে তিনি বই লিখতে শুরু করেন। যখন তার বয়স ১৫ বছর তখন তাকে রাজদরবারের একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। তার লেখা 'থাংহুয়াগোশিয়ু' বই হাজার হাজার বছর ধরে জনসাধারণের জনপ্রিয় বই। চীনের সাহিত্য ইতিহাসে হুয়াং বোর অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য।

হু্‌য়াং বো একটি অভিজাত পরিবারের ছেলে। তার দাদা ও চাচা সিয়ে ও থান রাজবংশ আমলের বিখ্যাত পন্ডিত ছিলেন। তার বাবাও একজন পন্ডিত

ছিলেন। পরিবারের প্রভাবে হুয়াং বো খুব অল্প বয়সে বই পড়তে শুরু করেন। যখন অন্যান্য ছেলে বাইরে আমোদ-প্রমোদে মেতে উঠত তখন তিনি ঘরে বসে বসে বই পড়ায় ডুবে যেতেন।

বই পড়ার ক্ষেত্রে হুয়াং বোর একটি ভাল অভ্যস ছিল । সেটা হল তিনি কোন বই পড়ার পাশাপাশি চিন্তা করতে পছন্দ করতেন। তা ছাড়া বই পড়ার সঙ্গে সঙ্গে তার নোট লেখার অভ্যস ছিল। জানা গেছে , তার দশ বারোটা নোটবুক ছিল। এ সব নোটবুকে তিনি তার মন্তব্য লিখে রাখতেন। পরে তিনি বিক্ষিপ্ত নোটগুলো সাজিয়ে একটি মোটা বই লিখেছেন। তখন তার বয়স মাত্র উনিশ। তার কৃতিত্ব জনসাধারণের মধ্যে আলোড়নের সৃষ্টি করত।

এক দিন রাজদরবারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হুয়াং বোর জন্মস্থান পরিদর্শন করতে আসেন। এই কর্মকর্তা আগে হুয়াং বোর নাম শুনেছিলেন। অন্যরা তাকে বলেছিলেন , হুয়াং বো একজন অত্যন্ত মেধাবি ছেলে। সুতরাং তিনি হুয়াং বোকে ডেকে পাঠালেন। তিনি হুয়াং বোকে অনেক প্রশ্ন করেন। তা ছাড়া তিনি হুয়াং বোর লেখা কবিতা দেখতে চেয়েছেন। হুয়াং বো তার লেখা সকল কবিতা এই কর্মকর্তাকে দেখিয়েছেন। হুয়াং বোর কবিতাগুলো পড়ে এই উচ্চ পদস্থ কর্মকর্তা উত্তেজনার সঙ্গে বললেন, ' সাবাস, তুমি সত্যিই একজন প্রতিভাবান ছেলে'। এই উচ্চ পদস্থ কর্মকর্তা হুয়াং বোকে তখনকার রাজধানী ছাংআনে নিয়ে রাজদরবারের একটি বিশেষ পরীক্ষায় অংশ নেয়ার জন্য বলেন। হুয়াং বো সাফল্যের সঙ্গে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন তার বয়স মাত্র চোদ্দ বছর। তিনি সঙ্গে সঙ্গে রাজদরবারের একজন কর্মকর্তা হয়ে গেলেন। রাজদরবারের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা হুয়াং বোর গল্প শুনে তাকে কবিতা লেখার অনুরোধ করেন। হুয়াং বোও তাদের অনুরোধ রক্ষা করলেন।

প্রতি বার কোন একটি কবিতা রচনা করার আগে হুয়াং বো অনেক ভাবনা চিন্তা করেন। মনে মনে একটি কবিতা সম্পন্ন হওয়ার পরই তিনি তাড়াহুড়া করে কবিতাটি কাগজে লিখতেন না। তিনি সাধারনত ধীরে ধীরে অনেক মদ পান করতেন। নেশাগ্রস্থ হওয়ার পর তিনি ভাল করে ঘুমাতে যান। নেশা চলে যাওয়ার পর তিনি কলম ও কাগজ নিয়ে তার কবিতা শেষ করেন। সাধারণত কবিতার একটি শব্দও সংশোধনের প্রয়োজন ছিল না। রাজদরবারের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা হুয়াং বোর কবিতা পড়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন । আস্তে আস্তে রাজদরবারের তার খ্যাতি বেড়ে যায়।

থান রাজবংশ আমলে বতর্মান চীনের চিয়াংসি প্রদেশের রাজধানী নানছাং হংতু প্রাসাদে বাস করতো। গানচিয়াং নদী এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারপর গানচিয়াং নদীর পানি ইয়াংসি নদীর সঙ্গে মিশে যায়। থান রাজবংশের গাওজু রাজার ছেলে লি ইয়ান ইং এক সময় হংতু প্রসাদের গর্ভনর ছিলেন। তার নির্দেশে গানচিয়াং নদীর তীরে একটি উচ্চ অট্টালিকা নির্মাণ করা হল। তখনকার পন্ডিতরা মাঝে মাঝে এই উচ্চ ভবনের উপর আরোহন করে চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতেন। তারা এখানে কবিতা রচনা করতে আসতেন। তখন থেকে লোকেরা এই ভবনকে থাংহুয়া ভবন বলে ডাকতো।

থান রাজবংশে গাওজংয়ের শাসনামলে হংতুর গর্ভনরের নাম ছিল ইয়েংডে। তিনি মাঝে মাঝে স্থানীয় কবিদেরকে ঠাংহুয়া ভবনে আমন্ত্রণ করতেন কবিতা রচনার জন্য। এক শরত্কালে হুয়াং বো হংতু হয়ে তার বাবাকে দেখতে যাচ্ছিলেন। হুয়াং বোও আমন্ত্রণে এই কবিতা রচনার আসরে অংশ নেন। ভোজসভায় এই গর্ভনর দাঁড়িয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বললেন 'থাংহুয়া ভবন হংতুর বিখ্যাত দর্শনীয় স্থান। এই ভবনের ওপর একটি নিবন্ধ লেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। এই নিবন্ধে ভবনটির সৌন্দর্য ব্যক্ত করা উচিত। আশা করি, আপনারা এই নিবন্ধ লিখতে ইতস্তত: করবেন না।'

আসলে এই গর্ভনর আন্তরিকভাবে নিবন্ধ সংগ্রহ করতে চাননি । তার জামাই একজন পন্ডিত ছিলেন। তার জামাইয়ের খ্যাতি বাড়ানোর জন্য তিনি এই উপলক্ষ্যে তার জামাইকে একটি ভাল নিবন্ধ লেখার সুযোগ দিতে চেয়েছিলেন। বাস্তবে সে দিন উপস্থিত সকলই জানতেন এই গর্ভনরের প্রকৃত উদ্দেশ্য। সুতরাং এই গর্ভনরের ওপর আঘাত না হানার জন্য তারা সবাই অপারগতা প্রকাশ করতে শুরু করেন। কেবল যুব হুয়াং বো এর আসল ঘটনা জানতেন না। তিনি সবাইয়ের সামনে নিবন্ধ লিখতে শুরু করেন।

গভর্নর হুয়াং বোর আচরণ দেখে খুশি হননি। কিন্তু তিনি সরাসরি তার অসন্তোষ প্রকাশ করতে পারলেন না। তিনি পোশাক পরিবর্তনের অজুহাতে সেখান থেকে চলে গেলেন। তবে তিনি অন্য একজনকে হুয়াং বোকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিলেন। যখন হুয়াং বো কয়েকটি বাক্য শেষ করেন তখন এক জন লোক গর্ভনরকে অবহিত করেন। শুনতে শুনতে এই গর্ভনর হুয়াং বোর সুন্দর বাক্যগুলোতে অভিভূত হন। তিনি বললেন,এই যুবক কি দেবতার সাহায্য পেয়েছে? তারপর তিনি হুয়াং বোর সামনে এসে পড়লেন। তিনি বলেন, 'তুমি সত্যিই একজন প্রতিভাবান ছেলে!' গর্ভনর হুয়াং বোর লেখা নিবন্ধটি উপস্থিত অতিথিদেরকে দেখতে দিলেন। সবাই এই নিবন্ধের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, গোটা নিবন্ধে একটি শব্দও সংশোধনের দরকার নেই।

কিন্তু অতিথিদের মধ্যে কেউ কেউ হুয়াং বোর মেধাকে স্বীকার করেননি । তারা মনে করেন , হুয়াং বো আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। সুতরাং তারা হুয়াং বোকে কবিতা লিখতে অনুরোধ করলেন। তারা দেখতে চান, হুয়াং বোর সত্যিই মেধা আছে কি না। তাদের কথা শুনে হুয়াং বো আস্তে আস্তে উঠে দাঁড়ান।তিনি থাংহুয়া ভবনের তাকিয়ে কলম হাতে নিয়ে কবিতা লিখতে শুরু করলেন। কিছুক্ষণ পর দশ লাইনের একটি কবিতা সম্পন্ন হল। তার এই কবিতায় হংতুর সুন্দর দৃশ্য এবং এই ভোজসভার চিত্র বর্ননা করা হয়। কবিতার শেষ অংশে থাংহুয়া ভবনের সৌন্দর্যও ব্যক্ত করা হয়। কবিতায় বলা হয়, অতীতে লোকজনের উল্লাস ইতিহাস হয়ে গেছে। কেবল সামনের ইয়াংসি নদীর পানি চিরকাল পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এ নদী ইতিহাসের সাক্ষীতে পরিণত হবে।

থাংহুয়া ভবন প্রসঙ্গে হুয়াং বোর লেখা নিবন্ধ হাজার হাজার বছর ধরে চীনা জনগণের মুখে প্রচালিত রয়েছে। হুয়াং বো সম্পর্কে ইতিহাসের বইগুলোতে আরও অনেক বর্ননা আছে। তিনি চীনের থান রাজবংশ আমলের একজন গুরুত্বপূর্ণ লেখক ও কবি। তিনি অল্প বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৭ বছর। কিন্তু চীনের সাহিত্যের উন্নয়নে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। চীনের মাধ্যমিক স্কুলের চীনা ভাষা পাঠ্যপুস্তকে হুয়াং বোর কবিতা লিপিবদ্ধ রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040