|
ওয়াং রুওলিন চীনের নতুন প্রজন্মের একজন বিখ্যাত গায়িকা। ১৯৮৮ সালে চীনের তাইওয়ানে জন্ম গ্রহন করেন তিনি । তাঁর বাবা একজন বিখ্যাত সংগীত বিশেষজ্ঞ, তাই উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ওয়াং রুওলিন আর শিক্ষা গ্রহন করেননি। তিনি তাঁর বাবার ব্রত চালিয়ে গিয়েছেন। তিনি পিয়ানো বাজাতে পছন্দ করেন, তিনি গিটার বাজাতে পছন্দ করেন এবং তিনি গান গাইতে সবচেয়ে পছন্দ করেন। এ ছাড়া, তিনি নিজেও গান লিখতে পারেন। তাঁর গানের রীতি হলো জাজ তাই তাঁর সুরে রয়েছে কিছু অলসতা। তাঁর গান শুনলে আপনারা বাড়ির সোফার উপরে সূর্যালোকের উষ্ণতা অনুভব করতে পারবেন। তাই আজকের সংগীতনুষ্ঠান সুরের ধারায় আমার সংগে ওয়াং রুওলিনের কয়েকটি প্রতিনিধিত্বশীল গান শুনবেন। প্রথমে শুনুন 'লাভ ইউ' এবং ' কান্ট টেক মাই আইজ অফ ইউ' নামক দুটি গান।
প্রিয় বন্ধুরা, এ দুটি গান শোনার পর আপনারা নিশ্চয়ই এখন ওয়াং রুওলিন সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছেন? তাঁর গানে অলসতার পাশাপাশি রয়েছে আস্থা ও আশার বাণী। তিনি একজন একরোখা ও স্বাধীন মেয়ে। আশা করি আপনারা তাঁকে পছন্দ করবেন। এখন আপনারা শুনবেন তাঁর আরো দুটি গান। গানের নাম হলো লেটস স্টার্ট ফ্রম হিয়ার এবং মাই লাভ ।
সুপ্রিয় শ্রোতা আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো ওয়াং রুওলিনের জাজ সংগীত। এখন পর্যন্ত আমরা তাঁর কয়েকটি সুন্দর গান শুনেছি। কেমন লাগল বন্ধুরা? ওয়াং রুওলিন শুধু গান লেখেন না, তিনি অন্য গায়ক অথবা গায়িকার গানও নতুন রীতি নিয়ে নিজের সুরে আবার গান। তাই আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনাদের শোনাবো ওয়াং রুওলিনের আরও দুটি গান। গানের নাম হলো 'তিনজনের সান্ধ্যভোজ' ও 'ভিনসেন্ট'। আশা করি আপনারা এ দুটি গানও পছন্দ করবেন।
আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/শান্তা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |