Web bengali.cri.cn   
বাংলাদেশের চারুশিল্পীদের সাক্ষাত্কার
  2012-08-21 21:50:29  cri

 চীনের চারুকলা শিল্পের বৃহত্তম উত্সব --- ১৫তম পেইচিং আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত পেইচিং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ছিল বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনসহ বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চল এবং শিল্পকলা সংস্থার ৯০টিরও বেশি গ্যালারি। ৫০০০-এরও বেশি শিল্পকর্ম এসময় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনীতে 'কারুশিল্প কর্মের আর্থিকায়ন, যুগের সৌন্দর্য প্রদর্শনের প্রবণতা ও বিনিয়োগের কৌশল' শিরোনামে ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক চারুশিল্প প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হয় ১৮ আগস্ট । পাঁচ জন শিল্পী 'সবচেয়ে প্রভাবশালী শিল্পী'র খেতাব অর্জন করেন। বাংলাদেশের বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসসহ মোট পাঁচটি গ্যালারি 'সবচেয়ে প্রভাবশালী গ্যালারি' পুরস্কার অর্জন করে।

১৯ আগস্ট চীনে বাংলাদেশ দূতাবাসে আমি এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বেঙ্গল গ্যালারী অব ফাইন আর্টসের পরিচালক সুবির চৌধুরি, শিল্পী কণকচাপা চাকমা, মাকসুদা চৌধুরী নিপা, বিশ্বজিত গোস্বামীর সঙ্গে দেখা করি। সেখানে তাদের সঙ্গে ১৫তম পেইচিং আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণের অভিজ্ঞতা আর বাংলাদেশের চারুকলা শিল্পের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

বন্ধুরা, এখন শুনুন বাংলাদেশের শিল্পীদের দেওয়া সাক্ষাত্কারের ধারণ-করা অংশ।  (ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040