Web bengali.cri.cn   
আতশকাচ ও দূরবীন
  2012-08-21 21:52:49  cri
একজন মানব সম্পর্ক সংক্রান্ত বিশেষজ্ঞ ভাল মানব সম্পর্কের প্রতিষ্ঠা প্রসঙ্গে একটি প্রাণবন্ত উদাহরণ দিয়ে বললেন, এক জন সুন্দরী নারী যত সুন্দরী হোক না কেন, যদি বিউটিশিয়ান পাঁচ শো গুণ অর্ধিত আতশকাচ দিয়ে এই নারীর মুখ পরীক্ষা করে দেখেন তাহলে তিনি অবশ্যই দেখতে পাবেন এই নারীর অসমতল মুখ এবং মুখের মোটা মোটা লোম। যে কোন লোক এ ধরনের মুখ দেখলে নি:সন্দেহে হতাশ হয়ে পড়ে। যদি আমরা দূরবীন দিয়ে দূরের দৃশ্য দেখি তাহলে দূরবীন দিয়ে দেখা দৃশ্য অত্যন্ত সুন্দর মনে হয়। দূরবীন দিয়ে যে দৃশ্য দেখা হয় সে সব দৃশ্য একদম ছবির মতো ।

এ থেকে প্রতিপন্ন হয় যে, যদি তুমি সব সময় আতশকাচ দিয়ে অন্য একজন লোককে দেখো তাহলে সেই লোকের মুখ সব সময় কুতসিত দেখায়। মনে হয় তার কোন সদগুণ নেই। তা ছাড়া, তুমি কখনো তাকে বিশ্বাসও করতে পার না এবং কোন দিন তার সঙ্গে বন্ধুত্ব করতে চাও না। যদি তুমি দূরবীন দিয়ে কাউকে দেখ তাহলে তুমি সব সময় অন্য লোকের সদগুণ দেখতে পার। তুমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও।

একই কথা হল, যদি তুমি সব সময় আতশকাচ দিয়ে নিজেকে দেখ অন্যকে নয় , সব সময় অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত হও এবং নিজেকে কঠোরভাবে পরিমাপ কর তাহলে আতশকাচ ও দূরবীনের ভূমিকা একই সঙ্গে সবচেয়ে বড় ও কার্যকর হতে পারে।

যদি একজন লোক সব সময় অন্য কারো ত্রুটির দিকে তাকায় তাহলে সে একজন বিফল লোক। যদি একজন লোক সব সময় অন্য কারো সদগুণ দেখতে পারে তাহলে সে একজন অর্ধেক সফল মানুষ। যদি একজন লোক নিজের ত্রুটি উপলব্ধি করার পাশাপাশি অন্যদের সদগুণ দেখতে পারে তাহলে সে একজন সফল মানুষ। যদি একজন লোক কেবল অন্যদের সদগুণ দেখতে পারে নিজের সদগুণ দেখতে পারে না তাহলে সে একজন অসহায় লোক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040