Web bengali.cri.cn   
অ্যাপল স্টোরের ডাউনলোডে চীনাদের অংশগ্রহণ ১৮ শতাংশ 
  2012-08-16 19:31:17  cri

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল স্টোর থেকে যে পরিমাণ সফটওয়্যার ডাউনলোড হয়েছে তার ১৯ শতাংশই করেছে চীনারা। কিন্তু ডাউনলোড থেকে মোট আয়ে চীনাদের অবদান মাত্র ৩ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল স্টোরের মোট সফটওয়্যার ডাউনলোডের ২৮ শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে ডাউনলোড থেকে মোট আয়ে দেশটির অবদান ৪২ শতাংশ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্টেনভল স্কোয়েলড প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীন থেকে অ্যাপল স্টোরের আয় হয় ৩৭০ লাখ মার্কিন ডলার। এ অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১০৫ শতাংশ বেশি। গোটা বছরের আয় গত বছরের তুলনায় ৯৮ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

ডাউনলোডের পরিমাণ অনুযায়ী, চীন অ্যাপলের দ্বিতীয় বাজার। কিন্তু চীনের ব্যবহারকারী বিনা পয়সায় সফটওয়্যার ডাউনলোড করে বলে এ থেকে অ্যাপলের আয়ে চীনের অবস্থান বিশ্বের গড় আয়ের চেয়ে কম।

তবে চীনে গুগল প্লে'র চেয়ে অ্যাপলের অবস্থা ভালো। বর্তমানে চীনের বাজারে পেই করা ডনলড থাকে না।

গত বছর চীন বিশ্বের বৃহত্তম স্মার্ট মোবাইল ফোন বাজারে পরিণত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৩৮ কোটি ৮০ লাখে পৌঁছেছে।

স্টেনভল স্কোয়েলড-এর প্রতিবদেন থেকে আরও জানা গেছে, চীনের আইফোন ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ১০ হাজারে পৌঁছেছে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040