Web bengali.cri.cn   
মশা থেকে নিজেকে রক্ষা করা কিছু টিপস
  2012-08-16 19:32:39  cri

মশাকে সবাই ঘৃণা করেন কি? এ প্রশ্নে হয়তো একই উত্তর পাবো বলে আমার বিশ্বাস। মশা মানুষকে কামড়ায় এবং সে কামড়ের মাধ্যমে রোগ ছড়ায়। কিভাবে মশা থেকে নিজেকে রক্ষা করা যায়। আজকের এ পর্বে আমি মশার কামড় থেকে রক্ষা পাওয়া সম্পর্কে কিছু টিপস জানিয়ে দেব আপনাদেরকে।

এক: বেশি করে ক্ষারীয় সবজি খান। আপনার শরীরে ও রক্তে ক্ষার থাকলে মশা আপনাকে কামড়তে পছন্দ করবে না। আর তারপরও যদি মশা আপনাকে কামড়ায়, তাহলে সেটা থেকে চুলকানি হবে না।

দুই: রসুনের খোসা ছাড়ান। তারপর মশা যেখানে কামড় দিয়েছে সেখানে সেটা লাগান। একটু পরে সেখানে আর চুলকানি হবে না।

তিন: বেশ কয়েকজন এক সাথে থাকার সময় মশা যদি কেবল আপনাকে কামড়ায়, তাহলে মশা যে গন্ধ অপছন্দ করে, আপনি সে গন্ধজাত খাবার বেশি করে খান। চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে বলা হয়েছে, ভিটামিন 'বি-এক' মশা থেকে আপনাকে রক্ষা করবে। অনুষ্ঠানে বলা হয়, আপনি যদি বাইরে ভ্রমণে যান, তাহলে যাওয়ার ৩ থেকে ৪ দিন আগে থেকে ভিটামিন 'বি-এক' খেতে থাকুন। ভিটামিন 'বি-এক' খাওয়ার পর নিজে কোনো পার্থক্য হয়তো বুঝতে পারবেন না। কিন্তু মশা ঠিকই এ গন্ধ ধরতে পারবে এবং আপনার থেকে দূরে থাকবে।

৪: ভিটামিন 'বি-এক' পানির মধ্যে মিশান। তারপর এ পানি দিয়ে গোসল করুন। তাহলে মশা আপনাকে কামড়াবে না। উল্লেখ, এ ধরনের ভিটামিন বেশি খেলেও শরীরের কোনো ক্ষতি হয় না। কারণ ভিটামিন 'এ' পানিতে দ্রবণীয় ভিটামিন। অতিরিক্ত পরিমাণ ভিটামিন ঘাম ও প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায়।

৫: মসলার মধ্যের রাশি মৌরি ও মৌরি দুটি করে গরম পানিতে রাখুন। এ পানি দিয়ে গোসল করলেও মশা থেকে রক্ষা পাওয়া যায়।

৬: ঘরে কমলার খোসা জ্বালান। এতে মশা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ঘরের দুগন্ধ দূর হবে।

৭: হালকা রঙের কাপড় পরুন। মশা কালো রং পছন্দ করে। সেজন্য গ্রীষ্মকালে হালকা রঙের কাপড় বেশি করে পরলে মশা থেকে রক্ষা পাবেন।

৮: মোজা পরুন। গ্রীষ্মকালে অনেকে মোজা পরতে পছন্দ করেন না। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, মোজা পরার পর মানুষের চামড়ার আর্দ্রতা ও নাজুকতা কমে বলে মশা কম কামড়ায়।

৯: মশার কামড়ের পর জায়গাটি চুলকায়। অনেকে তাত্ক্ষণিকভাবে চুলকানি কমানোর জন্য আঁচড় কাটেন। কিন্তু আঁচড় কাটার পর চামড়ার ভেতর থেকে তরল পদার্থ বের হয়ে আসে এবং জায়গায়টি ফুলে যায়। আর যত বেশি আঁচড় কাটা হয়, পরে তত বেশি চুলকায়। আপনি যদি আঁচড় না কাটেন, তাহলে ১০ থেকে ১৫ মিনিট পর জায়গাটি আর চুলকাবে না।

১০: সন্ধ্যায় মশা জানালার কাছাকাছি থাকে আবার রাতের বেলা ভারি রঙের জিনিসের ওপর থাকে। মশার এ আচরণ জানা থাকলে তাদেরকে মারা সহজ হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040