Web bengali.cri.cn   
চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেস আসন্ন
  2012-09-05 22:18:07  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, পাঁচ বছর পর পর অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেস আগামী কয়ের মাসের মধ্যে চীনের রাজধানী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ কংগ্রেসে অংশ নেয়া ২ হাজার ২৭০জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ১৪ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগের উপমহাপরিচালক ওয়াং চিং ছিং বলেন, সারা দেশের ৮ কোটিরও বেশি পার্টি সদস্যদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছেন চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের শ্রেষ্ঠ ব্যক্তি। তাদের রাজনৈতিক স্বভাব উত্কৃষ্ট এবং কৃতিত্ব উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, চীনের সংস্কার ও উন্মুক্ততার নীতি চালু হওয়ার পর চীনা কমিউনিস্ট পার্টিতে অংশ নেয়া সদস্যরা এবারের কংগ্রেসের প্রতিনিধির প্রধান সত্তায় পরিণত হয়েছেন। তাদের অনুপাত মোট প্রতিনিধিদের ৭২.২ শতাংশ। এখন শুনুন এ সম্পর্কিত একটি প্রতিবেদন।

গত বছরের অক্টোবর মাস থেকে পার্টির জাতীয় কংগ্রেসে অংশ নেয়ার প্রতিনিধিদের নির্বাচনের কাজ শুরু হয়। এ বছরের জুলাই মাসে এ কাজ শেষ হয়। ২ হাজার ২৭০জন প্রতিনিধি চীনের বিভিন্ন স্থানের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, প্রতিরক্ষা, আইন ও বিচার, শিক্ষা, প্রচার, সংস্কৃতি ,স্বাস্থ্যরক্ষা, ক্রীড়া ও সামাজিক ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্র থেকে নির্বাচিত হন। আসন্ন জাতীয় কংগ্রেসে এসব প্রতিনিধি যেমন চীনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবেন, তেমনি চীনা কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় সংস্থা, অর্থাত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃংখলা তত্ত্বাবধান কমিটি নির্বাচন করবেন। বলা যায়, এসব প্রতিনিধি যেমন চীনের ক্ষমতাসীন পার্টির ভবিষ্যত দিকস্থিতি নির্ধারণ করবেন, তেমনি চীনের ভবিষ্যত অর্থনৈতিক ও সামাজিক বিকাশের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবেন।

১৪ আগস্ট সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপপরিচালাক ওয়াং চিং ছিং জোর দিয়ে বলেন, এবারের কংগ্রেসে অংশ নেয়া প্রতিনিধিদের গঠনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, উত্পাদন ও কাজকর্মের তৃণমূলের পার্টি সদস্যদের সংখ্যা বেড়েছে। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তৃণমূলের পার্টি সদস্যদের সংখ্যার অনুপাত মোট প্রতিনিধিদের ৩০.৫ শতাংশ। বিভিন্ন প্রদেশ,স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তাদের সংখ্যার অনুপাত মোট প্রতিনিধিদের ৩৪.৪ শতাংশ। তার মধ্যে শ্রমিক পার্টি সদস্যদের সংখ্যা সপ্তদশ জাতীয় কংগ্রসের ৫১জন থেকে বেড়ে ১৬৯জনে উন্নীত হয়েছে। তাদের মধ্যে ২৬জন কৃষি শ্রমিকও রয়েছেন। এ পরিবর্তন সম্পর্কে ওয়াং চিং ছিং বলেন,

চীনা কমিউনিস্ট পার্টির সংবিধানে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে চীনের শ্রমিক শ্রেণীর অগ্রণী দল ও চীনা জনগণ ও চীনা জাতির অগ্রণী দল। এবার চীনা কমিউনিস্ট পার্টি অষ্টাদশ জাতীয় কংগ্রেসে অংশ নেয়া প্রতিনিধিদের নির্বাচনের সময় তৃণমূলের পার্টি সদস্যদের , বিশেষ করে বিপুল মাত্রায় শ্রমিক পার্টি সদস্যদের অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। আমাদের পার্টির শ্রেণীগত ভিত্তি জোরদার এবং আমাদের পার্টির গণভিত্তি সম্প্রসারণের জন্য এ পদক্ষেপের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

জানা গেছে, এবার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে মেয়েদের প্রতিনিধি ও সংখ্যালঘু জাতির পার্টি সদস্যদের সংখ্যাও বেড়েছে। পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের গড়পরতা বয়স ৫২ বছর। তার মধ্যে তরুণ পার্টি সদস্যদের প্রতিনিধিদের সংখ্যা বেড়েছে। যাদের বয়স ৩৫ বছর অথবা তার চেয়ে কম, তাদের সংখ্যা মোট প্রতিনিধিদের ৫ শতাংশ।

প্রতিনিধিদের নির্বাচনের প্রক্রিয়ায় প্রণালীগত সমস্যা ও গণতন্ত্রের সমস্যাও সবার দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখযোগ্য যে, এবারের প্রতিনিধিদের নির্বাচনের কাজকর্ম পুরোপুরিভাবে নিয়মতান্তান্ত্রিক ও নিধিসম্মত হয়েছে এবং পার্টির ভেতরকার গণতন্ত্র প্রসারিত করার মনোভাব প্রতিনিধিদের নির্বাচনের গোটা প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কাও সিন মিন বরাবরই এবারের কাংগ্রেসের প্রতিনিধিদের নির্বাচনের কাজের ওপর মনোযোগ দিয়ে আসছেন।তিনি এবারের নির্বাচনের ব্যাপক অংশীদারিত্ব ও কড়াকড়ি প্রণালীকরণের উচ্চ মূল্যায়ন করেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040