Web bengali.cri.cn   
মালটি ইগো
  2012-08-15 14:36:35  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা।

রেকর্ড ১

আপনারা পেইচিংয়ের একটি লাইভ হাউজের সংগীতনুষ্ঠানের সুর শুনছেন। একটি ব্যান্ড এখন মঞ্চে অনুষ্ঠান করছে। আজকের সংগীতনুষ্ঠানের থিম হলো এ ব্যান্ড। তাই প্রথমে আপনাদেরকে একজন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, এখন তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন।

রেকর্ড ২

মালটি ইগো হলো এ ব্যান্ডের নাম। ব্যান্ডের মুখপাত্র হিসেবে গায়ক জেক আপনাদেরকে শুভেচ্ছা জানান। তাই আজকের সুরের ধারায় আমি মালটি ইগো নামক এই ব্যান্ডের গল্প আপনাদের বলবো।

গায়ক জেক, দুজন গিটার বাদক ইয়ু ছেন ও লিউ জে, বেজ বাদক সিয়াও হাই এবং ড্রাম বাদক মিউ ওয়েই - এ ৫জন যুবক ২০০৯ সালে এপ্রিলে মালটি ইগো ব্যান্ড গঠন করেন। মালটি ইগো বহুমাত্রিক আত্ম চেতনা। এ নামের মধ্যে রয়েছে ব্যান্ডের সংগীত রীতি: ঐক্য ও দ্বন্দ্ব। জেক বলেন: জীবনের প্রতি আমাদের ঘৃণা ও ক্ষোভ রয়েছে, তবে ভবিষ্যতের জন্য আমাদের মন আশায় ভরে যায়। জীবনে অসংখ্য দ্বন্দ্ব আছে, তবে এ সব দ্বন্দ্বের মধ্যে রয়েছে অভিন্নতা, তাই আমাদের ব্যান্ডকে মালটি ইগো নাম দিয়েছি। কারণ, এ হলো আমাদের জীবনের প্রতীক। আচ্ছা, এখন আপনারা শুনবেন মালটি ইগো ব্যান্ডের প্রতিনিধিত্বশীল গান: এন্ড অব মি। মালটি ইগোর গানগুলো একটু গম্ভীর এবং কঠিন, হয়ত আপনাদের মধ্যে অনেকেই প্রথমবারের মত এ ধরণের গান শুনবেন। আশা করি আপনারা তাঁদের গান পছন্দ করবেন।

গান১

বন্ধুরা, একটি বড় আনন্দের খবর এসেছে: এশিয়ার বৃহত্তম সংগীত উত্সব সামার সনিক চলতি মাসের ১৮ ও ১৯ তারিখ জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে। চীনের রক ব্যান্ডের প্রতিনিধি হিসেবে মালটি ইগো এ সংগীত উত্সবে অংশ নেবে। টোকিওয়ে তাঁরা যুক্তরাষ্ট্রের গ্রিন ডে, রিহান্না সহ বিশ্বের শ্রেষ্ঠ ব্যান্ড ও তারকার সংগে পরিবেশন করবেন। এ হলো চীনের রক সংগীতের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে মালটি ইগোর এতো সাফল্যের পিছনে গোপন রয়েছে অনেক ব্যর্থতার অভিজ্ঞতা ও অশ্রু। মালটি ইগো ব্যান্ডের দল নেতা ইয়ু ছেন বলেন:

রেকর্ড ৩

ব্যান্ড প্রতিষ্ঠার প্রথমে আমাদের ড্রাম বাদক চলে যায়। আমাদের সদস্যদের জন্য এ ঘটনা ছিলো একটি বড় ঝামেলা, কারণ ব্যান্ডের জন্য ড্রাম বাদক খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের একজন নতুন ড্রাম বাদককে খুঁজতে হয়। আরেকটি ঘটনা হলো, ২০০৯ সালের মে মাসে আমরা একটি ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেই। তবে নাম তালিকাভুক্তির পরে আমাদের পূর্বসূরি গায়ক ব্যান্ড থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নেন। সে সময় আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। পরে বর্তমান গায়ক জেক আমাদের ব্যান্ডে অংশ নেন, পরে আমরা সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই।

গান ২

গুও ইন হলেন মালটি ইগোর সাফল্যের পথে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি । তাঁকে ছাড়া, হয়ত মালটি ইগোর পক্ষে বর্তমান সাফল্য অর্জন করা সম্ভব হতো না। গুও ইন হলেন মালটি ইগোর প্রচার এজেন্ট । প্রথমে তিনি মালটি ইগোর সম্ভাবনা বিবেচনা করেছেন এবং তাঁদের পরিবেশনার কাজে সুযোগ সৃষ্টি ও সাহায্য করেছেন। গুও ইনের একটি সংগীত কোম্পানি আছে, কোম্পানির নাম বিগ মাইক মানে বড় মাইক। তবে এ কোম্পানির একমাত্র ব্যক্তি গুও ইন । সংগীতনুষ্ঠান তৈরি করা, ব্যান্ডের নতুন অ্যালবাম প্রকাশ করাসহ সব কাজ তিনি এককভাবে করেন। তিনি বলেন:

রেকর্ড ৪

ব্যান্ড সম্পর্কিত অধিকাংশ আজ আমি এককভাবে করছি। আমার বন্ধুরা আমাকে সাহায্য করেন, তবে তাঁদের সাহায্যও সীমিত। চীনের রক সংগীতের বাজার খুবই সংকীর্ণ, আমাদের ব্যবহারযোগ্য সম্পদও কম। তাই সব সময় আমি এককভাবে সংগ্রাম করছি।

গান ৩

চীনের একটি ঐতিহ্যবাহী কথা আছে: ভারি বোঝা নিয়ে দীর্ঘ পথে যাত্রা করা ।মালটি ইগোর সংগীতের রাস্তা এতো লম্বা। এ রাস্তার সমাপ্তিরেখা কোথায়? আমরা জানি না।মালটি ইগোর গায়ক জেক বলেন:

রেকর্ড ৫

এ পর্যন্ত আমরা দূরের পথ পাড়ি দিয়েছি। আমরা প্রথমে আমাদের কাছের স্ট্রবেরি সংগীত উত্সব থেকে পরে চীনের বৃহত্তম সংগীত উত্সবের মঞ্চে পৌঁছেছি। এখন আমরা জাপানে যাব। সেখানে এশিয়ার বৃহত্তম সংগীত উত্সব সামার সনিকে আমরা অংশ নেবো।

আমি বিশ্বাস করি, ভবিষ্যতে চীনের রক সংগীত আরও উচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং বিশ্বের প্রথম স্থানে থাকবে । আপনারা অবশ্যই জানতে চান মালটি ইগোর লক্ষ্য কি? রক গানের স্বপ্ন এবং সংগীতের লক্ষ্য সম্পর্কে দল নেতা ইয়ু ছেন উত্তরে বলেন:

রেকর্ড ৬

আমরা প্রমাণ করতে চাই যে বিদেশীদের মতো আমরা চীনের যুবকরাও শ্রেষ্ঠ ব্যান্ড গঠন করতে পারি। চীনের ব্যান্ডও প্রথম মানের গান সৃষ্টি করতে পারে। আমরাও বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে পরিবেশন করতে পারি। আমরা বিশ্বকে চীনের সুর শুনাতে চাই। বিদেশে আমরাও সংগীতানুষ্ঠান তৈরি করতে পারি,বিশেষ করে যুক্তরাষ্ট্রে।

গান৪

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা।যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। তবে মালটি ইগোর গল্প শেষ হয়নি। তাঁরা টোকিও থেকে ফিরে আসার পরে আমরা তাঁদের আরো কাহিনী বলবো, তাঁদের গানগুলো প্রচার করবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040