Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক গেমসের খবর
  2012-08-10 18:54:50  cri
আগস্ট ১০: লন্ডন অলিম্পিক গেমস শেষ হতে আর মাত্র চারদিন বাকি ছিল বৃহস্পতিবারে। এদিন মোট ২২টি স্বর্ণপদক অর্জিত হয়েছে।

নারী এককে ১০ মিটার ডাইভিং ফাইনাল প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ছেন রুওলিন নিরংকুশ প্রাধান্যে চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন। ছেন রুওলিনের স্বর্ণপদক হলো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে চীনের ২শ'তম স্বর্ণপদক।

নারী ৫৭ কেজি পর্যায়ের টাইকোন্ডোর ফাইনালে চীনা খেলোয়াড় হৌ ইয়ুজুও ৪-৬ পয়েন্টে ব্রিটিশ খেলোয়াড় জোন্স জেইডের কাছে পরাজিত হয়ে রৌপ্যপদক পেয়েছেন।

পুরুষের ২শ' মিটার ফাইনালে জামাইকার খেলোয়াড় বোল্ট উসাইন ১৯.৩২ সেকেন্ডে চ্যাম্পিয়ন হয়ে বর্তমানের সেরা খেতাব ধরে রেখেছেন । ফলে তিনি অলিম্পিক গেমসের ইতিহাসে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ১শ' মিটার ও ২শ' মিটারে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড সৃষ্টি করলেন।

৯ আগস্ট পর্যন্ত এবারের অলিম্পিক গেমসে ৪৩টি প্রতিনিধিদল স্বর্ণপদক পেয়েছে এবং ৮০টি প্রতিনিধি দল পদক পেয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র (৩৯টি), চীন(৩৭টি), ব্রিটেন (২৫টি), রাশিয়া (১২টি), দক্ষিণ কোরিয়া (১২টি) ও জার্মানি (১০টি) স্বর্ণপদক পেয়ে যথাক্রমে স্বর্ণপদক তালিকার প্রথম ৬টি স্থানে রয়েছে।

খোং চিয়া চিয়া/শান্তা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040