|
প্রিয় শ্রোতা, পেইচিং সময় ৬ আগস্ট ভোররাতে লন্ডন অলিম্পিক গেমসের ডাইভিং প্রতিযোগিতার প্রথম একক ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেটি ছিল মহিলা তিন মিটার স্প্রিংবোর্ডের ফাইনাল। চীনের ক্রীড়াবিদ উ মিন সিয়া ও হে জি যথাক্রমে স্বর্ণপদক ও রৌপ্যপদক অর্জন করেন। অলিম্পিক গেমসের এ ইভেন্টে টানা সাত বছর স্বর্ণপদক জেতে চীন। প্রতিযোগিতার পর উ মিন সিয়া আবেগে-আনন্দে কেঁদে ফেলেন।
"আমি...আমি জানি না। আসলে আমি সহজে কেঁদেছি। এবার প্রতিযোগিতার পাঁচটি অ্যক্রোবেটিক ডাইভে এমন অসাধারণ কৃতিত্ব দেখাতে পেরেছি, যা সহজ ছিল না। হ্যাঁ, সহজ ছিল না।"
উ মিন সিয়ার শেষ ডাইভের পর দর্শকদের মধ্যে তুমুল করতালি ও হর্ষধ্বনি শুরু হয়। কোচ ও দলসঙ্গীদের সঙ্গে আলিঙ্গন করেন উ মিন সিয়া। তিনি আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ওঠেন।
"হয়তো আজ আমি একটু আবেগপ্রবণ। অলিম্পিক গেমসের জন্য। এটা অন্য প্রতিযোগিতা থেকে ভিন্ন। আমি জানি না... হয়তো আজকের নৈপুণ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের নৈপুণ্যের চেয়ে ভাল।"
এর আগে চীনের ক্রীড়াবিদ কাও মিন, ফু মিং সিয়া এবং কুও চিং চিং মহিলাদের তিন মিটার স্প্রিং-বোর্ড ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছিলেন। তিন মিটার স্প্রিং-বোর্ড ইভেন্টের চ্যাম্পিয়নদের চীনের 'সেরা ডাইভিং ক্রীড়াবিদ' বলা হয়। সংবাদদাতা উ মিন সিয়াকে প্রশ্ন করেন যে, বর্তমানে তিনি 'সেরা ডাইভিং ক্রীড়াবিদ' হয়েছেন, নতুন খেলোয়াড়দেরকে তিনি সাহায্য করবেন কিনা। তিনি একটু হাসেন...
"আমি কখনো ভাবি নি যে, একদিন আমি নতুন খেলোয়াড়দের সাহায্য করবো। আমি মনে করি যে, আমরা প্রত্যেক ক্রীড়াবিদ প্রচেষ্টা চালাই। আমি তিন বার প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অন্য ক্রীড়াবিদদের চেয়ে আমার বেশি অভিজ্ঞতা আছে। আমি মনে করি যে, হে জির পারফরমেন্স খুব ভাল ছিল। তারা দু'জন যথাক্রমে স্বর্ণপদক ও রৌপ্যপদক অর্জন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা দু'টি চীনের জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। এটা আমাদের গৌরব।"
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উ মিন সিয়া বলেন, "বর্তমানে আমি স্বর্ণপদক অর্জন করার আনন্দ উপভোগ করতে চাই। এখন আমি শুধু ধন্যবাদ বলতে চাই।"
প্রিয় শ্রোতা, চীনের শুটিং দল লন্ডন অলিম্পিক গেমসে দু'টি স্বর্ণপদক, দু'টি রৌপ্যপদক ও তিনটি ব্রোঞ্জপদক পেয়েছে। এ ফল নিয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইতালির পরের অবস্থানে রয়েছে চীন। যদিও এবারের ফলাফল পেইচিং অলিম্পিক গেমসের ফলাফলের চেয়ে ভাল নয়, তবুও বস্তুতপক্ষে একজন ক্রীড়াবিদ যখন অলিম্পিক গেমসে অংশ নেন, তখন তিনি বিজয়ীই হন। বিদেশি শুটিং ক্রীড়াবিদদের চোখে চীনের ক্রীড়াবিদদের পারফরমেন্স কেমন? এ নিয়ে ব্রিটেনে সি আর আই'র সংবাদদাতা ধু ইয়ুন'র পাঠিয়েছেন একটি বিস্তারিত প্রতিবেদন।
চিন জং-ওহ হচ্ছেন এবার অলিম্পিক গেমসের দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়াবিদদের একজন। দশ-মিটার এয়ার-পিস্তল প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে প্রথম স্বর্ণপদকটি তিনি অর্জন করেন। এছাড়া তিনি ৫০-মিটার পিস্তল প্রতিযোগিতার শিরোপাও রক্ষা করেন। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার প্রথম ডবল বিজয়ীতে পরিণত হয়েছেন চিন জং-ওহ। চীনের শুটিং দল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
"দক্ষিণ কোরিয়ায় ও চীনে অনেক অসাধারণ শুটিং ক্রীড়াবিদ আছেন। অনেক আগে থেকে এখন পর্যন্ত আমরা চীনের ক্রীড়াবিদদের কাছ থেকে অনেক শিখেছি।"
তবে এবারের লন্ডন অলিম্পিক গেমসে চীনের অনেক ভাল ক্রীড়াবিদ অপ্রত্যাশিতভাবে ফাইনাল পর্বে খেলার সুযোগ হারিয়েছেন। এ ব্যাপারে পুরুষ ৫০-মিটার রাইফেল প্রোন শুটিং-এর চ্যাম্পিয়ন বেলারুশের ৪৪ বছর বয়স্ক সের্গেই মার্তিনোভ বলেন,
"চীনের ক্রীড়াবিদরা ফাইনাল পর্বে প্রবেশ করতে পারেন নি। আমার কেবল মনে হয় যে, তাদের কপাল খারাপ। চীনা ক্রীড়াবিদরা শুটিং ভালভাবে আয়ত্ত করতে পারেন। চীনেও অনেক ভালো শুটিং ক্রীড়াবিদ আছেন। তবে প্রতিবারই সব পদক অর্জন করা সম্ভব নয়।"
অষ্টমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী স্লোভানিয়ার ৪৯ বছর বয়স্ক রাজমন্দ দেবেভেচ চীনের একজন অনুরাগী। কারণ চীনে অনেক ভাল তরুণ-তরুণী ক্রীড়াবিদ আছেন।
তিনি বলেন,
"আমি একটি ছোট দেশ থেকে এসেছি। চীনের অনেক শীর্ষ পর্যায়ের শুটিং ক্রীড়াবিদ আছেন। তাঁদের মধ্য থেকে আরো ভাল ক্রীড়াবিদ খুঁজে বের করা একটি খুবই কঠিন কাজ। তরুণ-তরুণী ক্রীড়াবিদরা অনেক চাপের মধ্যে থাকেন। সেকারণে চীনে দীর্ঘদিনে সাফল্য বজায় রাখা খুবই কঠিন। তরুণ-তরুণী ক্রীড়াবিদরা দিনে দিনে আরো বেশি ভাল করেছেন। প্রবীণ ক্রীড়াবিদের চেয়ে তারা আরো ভাল। আমার দেশের তরুণ-তরুণী ক্রীড়াবিদরা যদি আমার চেয়ে ভাল হয়, তাহলে আমি খুব খুশি হবো। তবে আমার এ স্বপ্ন বাস্তবায়িত হয়নি।"
তরুণ ক্রীড়াবিদদের জয়ের আকাঙ্খা আছে, তবে অভিজ্ঞতার অভাবে তারা ভাল সুযোগ হারিয়েছে। এ নিয়ে এবার অলিম্পিক গেমসে কিউবার প্রথম স্বর্ণপদক অর্জনকারী লুরিস পুপো বলেন,
"আমি জানি যে চীনের ক্রীড়াবিদরা এ ইভেন্টে খুবই ভাল। আমি সব সময় চীনের দলকে সম্মান করি। ১৯৯৮ সাল থেকে আমি শুটিং শুরু করেছি। তখন আমার বয়স ২৩ বছর। যদিও আমার কোনো বড় প্রতিযোগিতার অভিজ্ঞতা নেই, তবুও আমি সব সময় প্রচেষ্টা চালাই। এখন আমার বয়স ৩৫ বছর। এ ইভেন্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রচেষ্টা।"
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? কোনো 'হট টপিক' সম্বন্ধে আপনারা যদি জানতে বা আলোচনা করতে চান, আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn। চিঠিতে প্রথমে লিখবেন, চলতি প্রসঙ্গ অনুষ্ঠান 'হট টপিক প্রস্তাব'। যদি আপনাদের প্রস্তাব গৃহীত হয়, তাহলে সেই মাসের শেষ দিকে 'চলতি প্রসঙ্গ' ও 'মুক্তার কথা' অনুষ্ঠানে আপনাদের নাম প্রচার করবো। আর অবশ্যই উপহার পাঠাবো। আপনাদের চিঠির অপেক্ষায় আছি।
(জিনিয়া ওয়াং/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |