Web bengali.cri.cn   
চীনের ইয়ে শি ওন তার দ্বিতীয় স্বর্ণপদক দিয়ে সব সংশয়কে খন্ডন করেছেন
  2012-08-03 10:08:21  cri

স্থানীয় সময় ৩১ জুলাই সন্ধ্যায় চীনের সাঁতারু ইয়ে শি ওন মেয়েদের ৪০০ মিটার ব্যাক্তিগত মিশ্র সাঁতারে বিশ্ব রেকর্ড ভংগ করে স্বর্ণপদক লাভ করার পর ২০০ মিটার ব্যাক্তিগত মিশ্র সাঁতারে আবারো অলিম্পক গেমসের রেকর্ড ভংগ করে তার দ্বিতীয় স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন। এভাবে অলিম্পিক গেমসে অংশগ্রহণের ইতিহাসে তিনি হলেন প্রথম ব্যাক্তি, যিনি একাই দুটো স্বর্ণপদক অর্জন করেন। কিন্তু ইয়ে শি ওনের দ্বিতীয় স্বর্ণপদক লাভের পরও তার সম্বন্ধে উত্তেজক পদার্থ সেবনের সংশয় এখনো দূর হয় নি। এ বিভাগের প্রতিযোগিতার পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন প্রায় একটি বিচার সভায় পরিণত হয়েছে। এবার শুনুন লন্ডন থেকে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা ওয়াং ছির পাঠানো একটি প্রতিবেদন।

সত্যিই আমার ওপর অবিচার হয়েছে। অন্য দেশের একজন খেলোয়াড় বহু স্বর্ণপদক লাভ করার পর কেউই সন্দেহ প্রকাশ করে নি। কেন আমি একাধারে দুটো স্বর্ণ অর্জন করাতে অনেকে সন্দেহ প্রকাশ করেছে?

অলিম্পিক গেমসের ইতিহাসে এর আগে কেবল দুজন সাঁতারু একই সময় ২০০ মিটার ও ৪০০ মিটার ব্যাক্তিগত মিশ্র সাঁতারে শিরোপা অর্জন করেন। সুতরাং একেবারে পরিচিত ইয়ে শি ওন সত্যিই সারা বিশ্বকে বিস্মিত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রবীণ সাঁতারু প্রশিক্ষক জন লাউননাড্ এ বিস্ময়কে উদ্বেগজনক বলে বর্ণনা করেন। ৪০০ মিটার মিশ্র সাঁতারে ১৬ বয়স্ক ইয়ে শি ওনের সাফল্য এ বিভাগের বিশ্ব রেকর্ডের চেয়ে এক সেকেন্ড সময় অতিক্রম করেছে, এটি লাউননাডের কাছে বোধগম্য নয়। তার নেপথ্যের বক্তব্য হচ্ছে এই যে, ইয়ে শি ওন উত্তেজক পদার্থ সেবন করেছেন।

অথচ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইয়ে শি ওনের সম্ভাব্য উত্তেজন পদার্থ সেবনের বক্তব্যকে আমলে নেয় নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চিকিত্সা কমিটির চেয়ারম্যান আর্ন লুন্ডকুইস্ট বলেন, তার সাফল্য সম্পর্কে সন্দেহের কোনো যুক্তি নেই । তিনি বলেন,

গত দুদিনের সাঁতার প্রতিযোগিতা সম্পর্কে কোনো সংশয় আছে কি, আমার উত্তর হচ্ছে না। আমার পক্ষে এসব কৃতিত্ব দেখে বাহবা বাহবা প্রকাশ করা ছাড়া, অন্য কোনো ভাবনা নেই।

২০০ মিটার ব্যাক্তিগত মিশ্র সাঁতারে ব্রোঞ্জপদক অর্জনকারী মার্কিন সাঁতারু কাইটলিন লেভেরেন্জও বলেন, প্রমাণ না থাকলে যথেচ্ছাভাবে কথা বলা ঠিক নয়। তিনি বলেন,

আমার মনে হয়, আমার কর্তব্য হচ্ছে ভিত্তিহীন কল্পনা করা নয় , বরং ভালোভাবে তার সংগে প্রতিদ্বন্দ্বিতা করা। তার কোনো ভুল হয়েছে বলে আমি একটুও মনে করি নি। এ সম্পর্কে আমা বলার কিছু নেই । উত্তেজক পদার্থ বিরোধী সংস্থার কাজ সুষ্ঠুভাবে চলেছে। আমার জন্য মনোযোগ দিয়ে সাঁতার কাটানো যথেষ্ট। আমি ইয়ে শি ওনকে অভিনন্দন জানাচ্ছি। কেন না, তিনি দুটো অলিম্পিক স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন।

সাংবাদিকদের নাছোড়বান্দা দেখে লেভেরেন্জ আবেগের সংগে বলেন, অকাট্য তর্কের চেয়ে বাস্তবতা অনেক সত্য। তিনি বলেন,

তিনি প্রমাণ করেছেন, তিনি অন্য সাঁতারুর চেয়ে দ্রুতভাবে সাঁতার কাটাতে পারেন। আমার মনে হয়, যথেচ্ছভাবে বক্তব্য রাখা একেবারে সহজ। বিস্ময় সৃষ্টিকারী খেলোয়াড়দের সম্পর্কে যখন তখন মন্তব্য রাখা উচিত নয়। শেষের এক শ' মিটারে তিনি চমত্কারভাবে তার নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি কঠোর পরিশ্রমের পর এ সাফল্য অর্জন করেছেন বলে আমার বিশ্বাস।

বৃটেনের সংবাদপত্রের খবরে প্রকাশ, বৃটিশ অলিম্পিক কমিটির চেয়ারম্যান রড মনিহান প্রকাশ্যে ইয়ে শি ওনের পক্ষে মত প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক উত্তেজক পদার্থ সংস্থার কর্তৃত্বকে ভালো করে বুঝি। ইয়ে শি ওন সে সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুতরাং সংশয়ের অবসান হওয়ার উচিত ।

তবে এ বিস্ময় কেমন করে সৃষ্টি হয়েছে? এ সম্পর্কে ইয়ে শি ওন ঠাণ্ডা মাথায় দুটি ব্যাখ্যা দিয়েছেন। একটি হচ্ছে কঠোর প্রশিক্ষণ। অন্যটি হচ্ছে বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেয়া। তিনি বলেন, সাধারণ সময় সকালে আড়াই ঘন্টা, বিকেলে আড়াই ঘন্টা আমার প্রশিক্ষণ নিতে হয়। বিদেশে অন্য দেশের খেলোয়াড়দের কাছ থেকে তিনি অনেককিছু শিখেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040