Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক গেমস: একটি আনন্দময় সংস্কৃতি-ভবন
  2012-08-03 10:05:51  cri

লন্ডন অলিম্পিক গেমসের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে। লন্ডন অলিম্পিক গেমস মানুষের জন্য শুধু গতি বা শক্তির পরীক্ষা নয়, এটি একটি সংস্কৃতি-ভবন যেখানে মানুষ আনন্দে অংশ নেন। এ নিয়ে লন্ডনে সি আর আই'র বিশেষ সংবাদদাতা পু চিং চিং পাঠিয়েছেন একটি বিস্তারিত প্রতিবেদন।

উনত্রিশ জুলাই লন্ডনে বৃষ্টি হয়। তবে তা অলিম্পিক গেমসের ওপর কোনো নেতিবাচক প্রভাবিত ফেলেনি। লন্ডন শহরের কেন্দ্রীয় রাজকীয় অশ্বারোহী প্রহরী দলের প্যারেড স্কয়ারে একটি অস্থায়ী ভেন্যু খুবই আকর্ষণীয়। এ ভেন্যুর কাছেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

সরগরম সঙ্গীত, প্রাণশক্তিপূর্ণ হর্ষধ্বনি, সুদর্শন ছেলে-মেয়ে, সৈকত... ২০১২ লন্ডন অলিম্পিক গেমসের বিচ ভলিবল খুবই আকর্ষণীয়। রাজকীয় অশ্বারোহী প্রহরী দল প্যারেড স্কয়ারে বিচ ভলিবল ভেন্যু। কারণ এর ডিজাইনার আশা করেন যে, এ ভেন্যু অধিক সংখ্যক দর্শককে আকর্ষণ করবে এবং আলোকচিত্রীরা লন্ডনের বৈশিষ্ট্যময় দৃশ্যের ছবি তুলতে পারবেন। এ ডিজাইনারের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। দর্শকরা এ ভেন্যু খুব পছন্দ করেছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রাউলিং বলেন,

"আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। আমি অব্যশই মার্কিন দলকে সমর্থন করি। আজ আমি এখানে দু'টি প্রতিযোগিতা দেখেছি। যখন এ ভেন্যুতে বসি, তখন খুব সুন্দর দৃশ্য দেখতে পাই। আরো ভাল পরিবেশ দর্শকদের আশা।"

বিয়ার খেতে খেতে, সঙ্গীত শুনতে শুনতে ঘটনাস্থলের ডিজে'র নেতৃত্বে সৈকত পরিচ্ছন্ন কর্মকর্তাদের উদ্দেশে আন্তরিক করতালি দিয়েছে দর্শকরা। আসলে আবহাওয়া বৃষ্টিমুখর হলেও অনেক দর্শনার্থী বিচ ভলিবল দেখতে এসেছেন।

চীনের একজন ছাত্র সিয়াং জে বলেন, তার কাছে লন্ডন অলিম্পিক গেমসের বিচ ভলিবল প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ভেন্যুর পরিবেশ।

আজকে আমার টিকেট দিয়ে চারটি প্রতিযোগিতা দেখতে পারি। অন্য সাধারণ ভলিবল প্রতিযোগিতার চেয়ে বিচ ভলিবল প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা প্রবল নয়। তবে ভেন্যুর পরিবেশ খুব ভাল। বিশেষ সঙ্গীত নিয়ে বিশেষ উপস্থাপক দর্শকের সঙ্গে বিচ ভলিবলের একটি চমত্কার পরিবেশ সৃষ্টি করে।

 (জিনিয়া ওয়াং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040