Web bengali.cri.cn   
ফুজিটসুর শেয়ার মূল্য ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে হ্রাস
  2012-08-02 19:27:58  cri

ফুজিটসুর শেয়ার মূল্য ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে হ্রাস

চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে বিক্রির পরিমাণ পূর্বপরিকল্পনার তুলনায় ব্যাপক হ্রাস পাওয়ার কারণে গত ৩০ জুলাই ফুজিটসুর শেয়ারমূল্য ১২ শতাংশ হ্রাস পেয়েছে। যা ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে।

এ প্রসঙ্গে ফুজিটসু জানিয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনীতির অবনতির কারণে দ্বিতীয় কোয়ার্টারে কোম্পানির বিদেশে বিক্রির পরিমাণ হ্রাস পায়। যা কোম্পানির পুরো বিক্রির পরিমাণের ওপর কুপ্রভাব ফেলেছে।

ফুজিটসু আরও জানায়, দ্বিতীয় কোয়ার্টারে তার অধীন সরঞ্জাম বিভাগের বিক্রির পরিমাণ চার কোটি ষাট লাখ মার্কিন ডলার হ্রাস পেয়েছে। এর কারণ হলো টেলিভিশন ও সার্ভারে ব্যবহৃত চিপের চাহিদা কমা।

উল্লেখ্য, গত ৩০ জুন পর্যন্ত ফুজিটসু'র হ্রাসের পরিমাণ ২৩.৮ বিলিয়ান ইয়েন। যা পূর্বপরিকল্পিত ১২.৪ বিলিয়ান ইয়েনের চেয়ে আরও বেশি। চলতি কোয়ার্টারে ফুজিটসু'র বিক্রির পরিমাণও ২.৯ শতাংশ কমেছে।

ফেইসবুক দ্রুতগতিতে উন্নয়নের যুগ শেষ

মার্কেট ওয়াচের বিশেষ লেখক জন সি ডোভরাক গত ৩১ জুলাই এক প্রবন্ধে বলেছেন, ফেইসবুকের দ্রুতগতিতে উন্নয়নের যুগ শেষ হয়েছে। আইপিও তার শেষ হওয়ার প্রতীক। একটি পরিপক্ক শিল্পপ্রতিষ্ঠানের মূল্য উপার্জন অনুপাত অনুযায়ী এ কোম্পানির শেয়ারমূল্য ১০ মার্কিন ডলারের নিচে পড়বে।

প্রবন্ধটিতে লেখা হয়েছে যে, ইতোমধ্যেই গত ১৮ জুলাই এক বিশ্লেষক এমন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ফেইসবুকের দ্রুতগতিতে উন্নয়নের যুগ শেষ হয়েছে। বর্তমানে এ কোম্পানি স্থিতিশীলতা বজায় রাখবে। সেজন্য তার শেয়ারমূল্য মাত্র ৭ মার্কিন ডলার।

যদি আমরা পুরো বাজারকে গবেষণায় অন্তর্ভুক্ত করি এবং সামাজিক মিডিয়া অপারেশন মোড সম্পর্কে ভালোভাবে জেনে নিই, তাহলে আমরা উপরোক্ত সে বিশ্লেষকের কথায় একমত হবো। ফেইসবুক আরও বড় হবে কি, তার কি ভবিষ্যত থাকবে?

বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। ফেইসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিছিন্ন রয়েছে, তাদের মধ্যে আবার যোগাযোগ গড়ে ওঠা সম্ভব হয়। সেজন্য অনেকে ফেইসবুক ব্যবহার করতে পারেন।

সে সব দিক থেকে ফেইসবুক খুব চমত্কার। কিন্তু এ কোম্পানির বৃদ্ধির দিক কোথায়?

অনেক বিশ্লেষক ও বিনিয়োগকারী মনে করেন, ফেইসবুক পুরোপুরিভাবে নিজের সম্ভাবনা দেখায় নি। কিন্তু যদি বর্তমানে কোম্পানিটির সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তাহলে তার মানে বিস্তীর্ণ বৃদ্ধির দিক নেই। কোম্পানির বিদ্যমান ৬০ শতাংশ মূল্য উপার্জন অনুপাতের অনুপযুক্ত। আসলেই একটি পরিপক্ক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে মূল্য উপার্জনের অনুপাত ১০ থেকে ১৫র মধ্যে থাকা উচিত। এর জন্য ফেইসবুকের শেয়ারমূল্য ১০ মার্কিন ডলারের নিচে থাকা উচিত।

ফেইসবুকের জন্য আরেকটি দুঃসংবাদ হচ্ছে: অনেকে মনে করেন যে, মার্ক জুকারবার্গ ভালো সিইও নন। বিভিন্ন সন্দেহের কারণে কোম্পানিটির ওপর কুপ্রভাব পড়বে। এমন কি সিইও নিয়ে আতঙ্ক লাগবে। যদি এক দিন মার্ক জুকারবার্গ অবসর নেওয়ার কথা ঘোষণা করেন, তাহলে আমাদের সত্যি সত্যি ফেইসবুকের শেয়ার বিক্রি করে ফেলা ছাড়া পথ নেই।

যদিও মার্ক জুকারবার্গ জানেন নিজে কি করছেন, জানেন ফেইসবুকের ভবিষ্যত কি রকম। কিন্তু তিনি জেফ বেজসের মতো নন। জেফ বেজোস সঠিকভাবে জানেন, কিভাবে পয়সা আয় করতে হয়।

মার্ক জুকারবার্গ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040