Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক গেমসের ৩১ জুলাইয়ের ফলাফল
  2012-08-01 14:49:55  cri

আগস্ট ১: বুধবার লন্ডন অলিম্পিক গেমস চতুর্থ দিনে প্রবেশ করেছে। এ দিনের প্রতিযোগিতা থেকে ১৫টি স্বর্ণপদক অর্জিত হয়েছে।

চীনের ১৬ বছর বয়সী নারী সাঁতারু ইয়ে শি ওয়েন নারী ২০০ মিটার মিশ্র সাঁতার প্রতিযোগিতায় লন্ডনে তাঁর দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করেন।

পুরুষের ব্যক্তিগত ফয়েল ফাইনালে চীনের খেলোয়াড় লেই শেং ১৫:১৩ স্কোরে মিশরের খেলোয়াড় আবুল কাশেম আলেদিনকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। তিনি এ ইভেন্টে একটানা ১১৬ বছর ধরে চলা ইউরোপীয় খেলোয়াড়দের একাধিপত্য ভেঙ্গেছেন।

চীনের ডাইভার চেন রো লিন ও ওয়াং হাও নামে দু'জন নারী প্রত্যেকে দশ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং প্রতিযোগিতায় চীনের ডাইভিং দলের জন্য লন্ডন অলিম্পিকের তৃতীয় স্বর্ণপদক লাভ করেন।

লিন ছিং ফাং পুরুষের ৬৯ কেজি ভারোত্তোলন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন।

এদিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রাও ভালো নৈপুণ্য দেখিয়েছেন। বিখ্যাত সাঁতারু ফেলিপস মাইকেল সহযোগীর সঙ্গে পুরুষের ৪×২০০ মিটার ফ্রী-স্টাইল সাঁতার রিলে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন। মার্কিন নারী জিমন্যাস্টিকস দল নারী দলগত ফাইনালে কোনো পয়েন্ট না হারিয়ে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে শিরোপা অর্জন করে।

বুধবার পর্যন্ত ২০টি প্রতিনিধি দল স্বর্ণপদক অর্জন করেছে। ৪৩টি প্রতিনিধি দল পদক অর্জন করেছে। চীন ১৩টি স্বর্ণপদক পেয়ে স্বর্ণপদকের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এর পর আছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও কাজাখস্তান। (ইয়ু/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040