Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক শুরু
  2012-07-28 19:32:54  cri
জুলাই ২৮: ত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস শনিবার লন্ডনে আড়ম্বরের সঙ্গে শুরু হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রোগ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আসা নেতারা আকর্ষণীয় ও বিশ্বজনীন এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ২০৪টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন। এবারের চীনা ক্রীড়াদল ৩৯৬জন ক্রীড়াবিদকে নিয়ে গঠিত। তারা ২৩টি ইভেন্টে অংশ নেবেন। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার তাই পিং কুও চীন সরকারের প্রতিনিধি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান রোগ তাঁর বক্তৃতায় বলেন, অলিম্পিক গেমস তৃতীয় বার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। একই শহরে তিন বার অলিম্পিক গেমস আয়োজন করা একটি অদ্বিতীয় রেকর্ড। তাঁর বক্তৃতায় তিনি লন্ডনকে ধন্যবাদ জানান। লন্ডন অলিম্পিক গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান কো তাঁর বক্তৃতায় বলেন, এবারের গেমসে অংশ গ্রহণকারী প্রত্যেক ক্রীড়াবিদ যে অভিজ্ঞতা অর্জন করবেন তা অত্যন্ত মূল্যবান হবে। তিনি ব্রিটিশ জনগণের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান। অবশেষে রানী এলিজাবেথ ৩০তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, এবার অলিম্পিক গেমসের বিভিন্ন ইভেন্টে শনিবার শুরু হবে। আগামী ১৬ দিনে দশ হাজারেরও বেশি ক্রীড়াবিদ ২৬টি বড় ইভেন্ট ও ৩০২টি ছোট ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১২ অগাস্ট অলিম্পিক গেমস শেষ হবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040