Web bengali.cri.cn   
বাংলাদেশের পরিবেশকর্মীর ম্যাগসেসে পুরস্কার লাভ
  2012-07-26 19:57:38  cri

পরিবেশ আন্দোলনকর্মী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী বাংলাদেশের পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ রক্ষা ও পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তাকে সম্মানজনক এ পরস্কারে ভূষিত করা হয়েছে। তার সঙ্গে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ানের আরো পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ পুরস্কার দেয়া হয়।

এর আগে বাংলাদেশে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অ্যাঞ্জেলা গোমেজ, স্যার ফজলে হাসান আবেদ, তাহেরুন্নেসা আবদুল্লাহ, অধ্যাপক আব্দুলাহ আবু সায়ীদ ও মতিয়ুর রহমান প্রমুখ ফিলিপাইনের সম্মানজনক আন্তর্জাতিক এ পুরস্কার পান।

---মাহমুদ হাশিম, ঢাকা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040