Web bengali.cri.cn   
টুইটার এনবিসি-ইউনিভার্সাল-এর মধ্যেএক সহযোগিতা চুক্তি সই
  2012-07-26 17:45:16  cri

এবারের লন্ডন অলিম্পিক প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটার সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি এনবিসি-ইউনিভার্সাল-এর সঙ্গে এক সহযোগিতা চুক্তিতে সই করেছে। এটি হবে টুইটারের এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার প্রথম সম্পূর্ণ সরাসরি সম্প্রচার। গত ২৩ জুলাই একটি বিদেশি সংবাদমাধ্যমের এক প্রবন্ধে এ তথ্য জানা গেছে।

লন্ডন অলিম্পিক গেমস আগামী শুক্রবার শুরু হবে। যুক্তরাষ্ট্রের বোল্ডার শহরে টুইটারের অলিম্পিক গেমস সম্প্রচার-কেন্দ্র সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

জানা গেছে, টুইটারের কর্মদল অলিম্পিক গেমসের খেলোয়াড়, তাদের পরিবারের সদস্য, ক্রীড়া অনুরাগী এবং এনবিসি-ইউনিভার্সাল-এর কর্মচারীদের সঙ্গে প্রতিদিন ২০ ঘণ্টার টুইটার ওয়েবসাইটে প্রকাশিত মিলিয়ন মিলিয়ন তথ্য ব্যবস্থাপনা করবেন।

এবার এনবিসি'র সঙ্গে সম্পূর্ণভাবে লন্ডন অলিম্পিক গেমস সম্প্রচার হবে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সম্প্রচারে টুইটারের প্রথম অংশগ্রহণ। জানা গেছে, সহযোগিতা চুক্তি অনুযায়ী, এনবিসি'র অলিম্পিক গেমস সম্প্রচারে টুইটারের সম্প্রচার ও সংশ্লিষ্ট লিংক ও ভিডিও থাকবে।

এসবিসি'র সঙ্গে সহযোগিতার মাধ্যমে আরও স্থিতিশীল ও টেকসই উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে টুইটার। বর্তমানে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা মাসিক হিসেবে ১৪ কোটি ছাড়িয়ে গেছে। এ ওয়েবসাইটটি মানুষের তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হয়েছে। কিন্তু বহির্মহলের ব্যক্তিরা টুইটারের মুনাফা ব্যবস্থার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে লন্ডন অলিম্পিক প্রতিযোগিতার সরাসরি সম্প্রচারে ওয়েবসাইটটির ব্যবহারীর সংখ্যা ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন টুইটারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তবে শেষ করার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আমাদের একজন শ্রোতার পাঠানো একটি চিঠি আপনাদেরকে শোনাতে চাই। এটি লিখেছেন ভারতের দক্ষিণ দিনাজপুরের অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স এসোসিয়েসনের বিধান চন্দ্র স্যান্যাল। তিনি লিখেছেন: "১৯ জুলাইয়ের হালশৈলী অনুষ্ঠানটি শুনলাম। খবর, মুখের যত্ন ও ফর্সা করার কিছু টিপস বেশ লাগলো। তথ্য প্রযুক্তির হালচাল ও বেশ লাগল। আমি আমার গিন্নিকে বললাম ৯:৩:১ জল, ভিনেগার ও লবণের মিশ্রণটি ব্যবহার করতে। এবং তাকে জানিয়ে দিয়েছি যে, আমি অবশ্যই তা মাখবো না। কারণ আমি ফর্সা হয়ে গেলে মেয়েরা আমার পিছনে ছুটবে তখন তুমি আবার তা সইতে পারবে না। হাহাহা"। বন্ধু বিধান চন্দ্র সান্যাল, আমাদের অনুষ্ঠান শুনে আপনি এত মজার একটি চিঠি লিখেছেন। এতে আমরা খুব খুশি হয়েছি। আমাদের সকল অনুষ্ঠানের লক্ষ্যই তো শ্রোতাদেরকে কিছু মজা দেওয়া, আনন্দ দেওয়া এবং তথ্য দেওয়া। বন্ধু বিধান আপনার এ অনুপ্রেরণামূলক চিঠির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ ভাই, আমরা আপনার এবং আমাদের অসংখ্য শ্রোতাবন্ধুর কাছ থেকে এ অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য সুচিন্তিত মতামত আশা করছি।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn, দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040