Web bengali.cri.cn   
নিজের বানানো মাস্ক
  2012-07-26 17:44:19  cri

এক: কলা মাস্ক

উপাদান: কলা, দুধ ও পানি

পদ্ধতি: কলা পেস্ট করুন। তারপর দুধের সঙ্গে কলার পেস্ট মিশান। এবার তাতে কিছু পানি দিন। উপাদানগুলো ভালো করে মিশ্রণ করার পর মুখে লাগান। এ মাস্ক ব্যবহার করলে মুখের ত্বক কালো হওয়া থেকে রক্ষা পাবে এবং ফর্সা হবে।

এ মাস্ক বানানোর পদ্ধতি আবার বলে দিচ্ছি। প্রিয় শ্রোতা, দরকার হলে আপনারা লিখে নিতে পারেন।

দুই: দুধ মাস্ক

উপাদান: দুধ

পদ্ধতি: মুখে বাষ্প দিন। তারপর দুধ দিয়ে তুলার প্যাড ভিজিয়ে নিন। ভেজা তুলার প্যাড ১৫ মিনিট মুখমণ্ডলের ওপর রাখুন। এরপর পানি দিয়ে মুখ পরিস্কার করুন। দীর্ঘদিন এ মাস্ক মুখে দিলে ত্বক ফর্সা হবে।

গ্রীষ্মকালে এ মাস্ক ব্যবহার করলে আগে দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর মুখে মাখান। এ ভাবে মাস্ক ব্যবহার করলে তা আরও আরামদায়ক হবে।

এ মাস্ক বানানোর পদ্ধতি আবার বলে দিচ্ছি। প্রিয় শ্রোতা, চাইলে আপনারা টুকে নিতে পারেন।

তিন: ঘৃতকুমারী মাস্ক

উপাদান: তিন আঙ্গুল চওড়া এবং দু আঙ্গুল লম্বা ঘৃতকুমারীর ডগা, তিন সেন্টিমিটার লম্বা শসা, একটি ডিমের সাদা অংশের এক-চতুর্থাংশ, ২ থেকে ৩ গ্রাম মুক্তা গুড়ো, প্রয়োজনীয় পরিমাণ ময়দা।

পদ্ধতি: ঘৃতকুমারীর ডগা থেকে কাটা সরিয়ে শসার সঙ্গে রস বানানো যন্ত্রে রাখুন। এরপর রস বানানোর পর ডিমের সাদা অংশ, মুক্তা গুড়ো এবং ময়দা মিশ্রণ করুন। মুখমণ্ডল পরিস্কার করার পর এ গুড়ো মুখে মাখান। শুকানোর পর মুখ ধুয়ে পরিস্কার করুন। প্রতি সপ্তাহে দু'একবার এ মাস্ক মুখে লাগান, তাহলে মুখের ত্বক ফর্সা হবে।

এ মাস্ক বানানোর পদ্ধতি আবার বলে দিচ্ছি। প্রিয় শ্রোতা, দরকার হলে আপনারা লিখে নিতে পারেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040