Web bengali.cri.cn   
আত্মবিশ্বাসের সঙ্গে লন্ডন যাচ্ছে চীনা অলিম্পিক দল
  2012-07-20 13:08:42  cri

অনুষ্ঠানের প্রথম অংশে রয়েছে লন্ডন অলিম্পিকের জন্য চীনা প্রতিযোগীদের প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে একটি প্রতিবেদন।

সুপ্রিয় শ্রোতা, এ বছরের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ার জন্য চীনের ক্রীড়া প্রতিনিধিদল ১০ জুলাই পেইচিংয়ে গঠিত হয়েছে। প্রতিনিধিদল গঠন সম্মেলনে এবারের অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত পেইচিং অলিম্পিক গেমসে চীনের ক্রীড়াবিদরা ৫১টি স্বর্ণপদক অর্জন করেছিলেন। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথম বারের মতো স্বর্ণপদক টেবিলে প্রথম স্থান দখল করে চীন। গৌরবময় সময়ের পর এবারের লন্ডন অলিম্পিক গেমস থেকে চীনা ক্রীড়াবিদদের প্রত্যাশা কী - তা নিয়ে এ প্রতিবেদন।

প্রতিনিধিদল গঠন সম্মেলনে চীনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিউ ফেং বলেন, এবারের চীনা অলিম্পিক দলে ৬২১জন সদস্য রয়েছেন। এর মধ্যে ৩৯৬জন খেলোয়াড়।

ফুটবল, ঘোড়দৌঁড় ও হ্যান্ডবল ছাড়া ২৩টি বড় ইভেন্টে এবং ২১২টি ছোট ইভেন্টে অংশ নেবেন চীনা প্রতিযোগীরা। প্রতিযোগীদের মধ্যে ১৫২জন আগের অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। বাকী ২৪৪জনের কোনে অলিম্পিক গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। উনত্রিশ জন ক্রীড়াবিদ পেইচিং অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। উল্লেখ্য যে, জিমন্যাস্টিকের ছেং ফেই, সাঁতারের চিয়াং লিন এবং ভারোত্তলনের লিউ ছুন হংসহ চীনের বেশ ক'জন বিখ্যাত খেলোয়াড় লন্ডন অলিম্পিকে অংশ নেবেন না।

খেলোয়াড় দলের সিংহভাগের কোনো অলিম্পিক গেমসের অভিজ্ঞতা না থাকলেও চীন ভাল ফলের ব্যাপারে আস্থাবান।

চীনের ব্যাডমিন্টন দলের লি সুই রুই লন্ডন অলিম্পিক গেমসে অংশ নেবেন। কোনো অলিম্পিক গেমসে তার অভিজ্ঞতা নেই। তার প্রধান প্রশিক্ষক লি ইয়ুং পো বলেন, অন্য দেশের প্রতিযোগীদের চেয়ে লি'র জয়ের হার ভাল।

"সম্প্রতি আমাদের প্রধান প্রতিযোগীদের দক্ষতা, কৌশল ও প্রতিযোগিতার ফল বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ওয়াং ই হান বিশ্বের প্রথম স্থানে রয়েছেন। তারপর রয়েছেন লি সুই রুই। তার ফল ৩৩টি জয় ৪টি পরাজয়।"

চীনের প্রতিযোগী দলের অন্যতম প্রধান অবলম্বন আত্মবিশ্বাস। পেইচিং অলিম্পিক গেমসের পুরুষ তিন-মিটার স্প্রিং-বোর্ড ইভেন্টের চ্যাম্পিয়ন হে ছোং বলেন,

"বর্তমানে আমার অবস্থা ভাল। কৌশলগত ও মনস্তত্ত্বিক ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। লন্ডন অলিম্পিক গেমসে সাফল্যের ব্যাপারে আমার আস্থা আছে।"

অনেকবার অলিম্পিক গেমসে অংশগ্রহণকারীদের মনোভাব আরো স্থির। দু'বারের অলিম্পিক গেমসের মহিলা শুটিং চ্যাম্পিয়ন তু লি পেইচিং অলিম্পিকে স্বর্ণপদক অর্জনে ব্যর্থ হন। মানুষ মনে করে যে, অধিক মানসিক চাপের কারণে স্বর্ণপদক হারান তু লি। তবে লন্ডন অলিম্পিকের জন্য তার মনোভাব আরো পরিণত হয়েছে। তিনি ইতোমধ্যে মা হয়েছেন।

তিনি বলেন,

"প্রতিবারের প্রতিযোগিতার আগে আমি খুব স্নায়ুবিক চাপের মধ্যে থাকতাম। কখনো কখনো আমার মনে হতো যে, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে বর্তমানে আমি একেবারে মানসিক চাপমুক্ত। হয়তো পরে আর অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবো না। তাই এখন থেকে প্রতি সুযোগকে কাজে লাগাতে চাই আমি।"

প্রতিযোগিতার সাফল্য এবং মানসিক উন্নয়ন - এ দ্বৈত ফসল সব সময় চীনের ক্রীড়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবার চীনের ক্রীড়াবিদরা এ লক্ষ্য নিয়ে লন্ডনে রওনা হবে।

এবারে লন্ডন অলিম্পিক থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রত্যাশা নিয়ে একটি প্রতিবেদন। এটির শিরোনাম 'অতুলনীয় গ্রীষ্মকাল প্রত্যাশা করে অলিম্পিক আয়োজক কমিটি'।

সুপ্রিয় শ্রোতা, লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্তিন কো লন্ডন অলিম্পিক গেমস শুরুর দু'সপ্তাহ আগে ১৩ জুলাই বলেছেন, যদিও কোনো কোনো প্রস্তুতির কাজ এখনো শেষ হয়নি, তবে একটি চমত্কার অলিম্পিক এবং একটি অতুলনীয় গ্রীষ্মকাল দেখাবে লন্ডন। এ বিষয়ে রয়েছে ব্রিটেনে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা ধু ইয়ুন-এর পাঠানো একটি বিস্তারিত প্রতিবেদন।

লন্ডন অলিম্পিক শুরুর আগে সেখানে বিদেশি সংবাদদাতাদের এক সম্মেলনে কো বলেন, প্রত্যেক অতিথির জন্য লন্ডন পর্যাপ্ত প্রস্তুত নিয়েছে। প্রস্তুতি কাজের জন্য সব কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন,

"বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তুতি কাজ শেষ হয়েছে। প্রত্যেক অতিথির জন্য লন্ডনকে প্রস্তুত করেছি আমরা। এজন্য সব কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমি। পরবর্তী দু'সপ্তাহে আমাদের আরো অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা লন্ডন অলিম্পিক গেমস শুরুর দিন পর্যন্ত প্রস্তুতি কাজে অবিচল থাকবো। একটি অতুলনীয় গ্রীষ্মকাল প্রত্যাশা করি আমরা।"

যদিও প্রস্তুতি কাজ ভালভাবে চলছে এবং সেজন্য বিভিন্ন পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কো, তবে কয়েকটি সমস্যা হয়তো এড়িয়ে যাওয়া যাবে না।

বৃষ্টিবহুল আবহাওয়ার কারণে লন্ডন অলিম্পিক গেমস হয়তো ইতিহাসের 'সবচেয়ে শীত ও ভিজা' একটি গ্রীষ্মকালীন অলিম্পিক হবে। প্রতিযোগিতার ওপর আবহাওয়ার প্রভাব দূর করা কো'র একটি প্রধান কর্তব্য।

তিনি বলেন,

"বিধাতার সাথে আমার কোনো ফোন-যোগাযোগ নেই। যদিও গত কয়েক মাসে আমি ভেবেছি তাঁকে একটি ফোন করি ভাল আবহাওয়া চেয়ে, তবে দৃশ্যত তিনি আমার কথা শোনেন নি। খোলাখুলি বলি, ব্রিটেন ইউরোপের উত্তরাঞ্চলে অবস্থিত। আমার অভিজ্ঞতা আছে বৃষ্টিতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তবে আমার আগ্রহের ওপর তার কোনো প্রভাব পড়েনি। আমি জানি যে সব ক্রীড়াবিদ এ সমস্যা কাটিয়ে উঠবে।"

সবশেষে কো জানান যে, লন্ডন অলিম্পিক গেমসের সাফল্যের ব্যাপারে তার আস্থা আছে।

"যখন এ প্রজন্মের সবচেয়ে ভাল ক্রীড়াবিদরা এ বিশ্বের সবচেয়ে মহান শহরে একটি সবচেয়ে চমত্কার অলিম্পিক গেমসে অংশ নেবেন, তখন বিশ্বের মানুষের জন্য তা গভীর স্মৃতি হবে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশ করি, আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040