Web bengali.cri.cn   
ট্যাবলেট পিসির ভবিষ্যত
  2012-07-19 19:28:19  cri
যদি এমন একটি ট্যাবলেট পিসি থাকে, যার স্ক্রিন কাগজের মতো পাতলা এবং যেটি ভাঁজ করে পর পকেটে রাখা যায়, তাহলে কেমন হয়? তারপর এ পিসির যদি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য থাকে, তাহলে নিশ্চয়ই আরো ভাল হয়? অদূর ভবিষ্যতে এমন ট্যাবলেট পিসি আর স্বপ্ন থাকবে না। এটি আমাদের বাস্তব জীবনে আসছে।

অ্যাপলের আইপ্যাড বাজারে ছাড়ার দু'বছর পর স্যামসাং, সনি ও গুগলসহ বিভিন্ন কোম্পানি ট্যাবলেট পিসি তৈরি করেছে। বর্তমানে সে সব কোম্পানি আরও হালকা, পাতলা ও দ্রুতগতিসম্পন্ন পিসি তৈরির প্রতিদ্বন্দ্বিতা করছে। এ প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই দীর্ঘকাল ধরে থাকবে। বাজারের প্রতিদ্বন্দ্বিতার কারণে হার্ডওয়্যার ডিজাইনার ও সফটওয়্যার ডিজাইনাররাও আগের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় কয়েক বছরের মধ্যে মোবাইল সরঞ্জামের চেহারা ও বৈশিষ্ট বদলে যাবে।

'আমাদের উচিত স্পর্শ সরঞ্জামের সীমানা অতিক্রম করা। মার্কিন রাইস বিশ্ববিদ্যালয়ের মোবাইল সিস্টেম বিষয়ক অধ্যাপক লিন চুং বলেন, 'কেন হাত দিয়ে ট্যাবলেট পিসি ধরতে হয়। কেন এতো বেশি স্ক্রিন। আমাদের উচিত মানুষের শরীরে লাগানো যায় এমন কম্পিউটার তৈরি করা।'

বেশ কয়েকজন গবেষক এমন পড়ার সরঞ্জাম তৈরি করছেন। গুগল ক্লাস তাদের মধ্যে অন্যতম। গুগল ক্লাস গ্লাসে ডাক টিকিটের মতো ইলেক্ট্রনিক স্ক্রিন স্থাপন করেছে। এ স্ক্রিন দিয়ে ভিডিও, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার করা যায়। এছাড়া মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ত্রিমাত্রিক ক্যামেরা তৈরি করছে। ফোনে কথা বলার সময় ত্রিমাত্রিক চিত্র দেখা যাবে বলে অধ্যাপক লিন চুং আশা করেন। স্যামসাং কোম্পানিও ওয়েবসাইটে দর্শকদের এক ভিডিও দেখিয়েছে। এ ভিডিওতে বাঁকা হওয়া ত্রিমাত্রিক সরঞ্জাম দেখানো হয়েছে। এ সরঞ্জাম হলো স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির সংমিশ্রণ। এ ছাড়া এটা ব্যবহারকারীদের অনুবাদের কাজে সহায়তা করবে।

উদ্যোক্তা ও গবেষকরা টাচ স্ক্রিনের ওপর গুরুত্ব দিচ্ছে। ওএলইডি টাস স্ক্রিনের মধ্যে অন্যতম। এ ধরনের স্ক্রিন আরও হালকা, পাতলা ও আরো মজবুত। বর্তমানে এ স্ক্রিন স্যামসাংয়ের গ্যালাক্সি নোটসহ বিভিন্ন স্মার্ট মোবাইলে ব্যবহৃত হচ্ছে।

ওইএলইডি প্রযুক্তির কারণে ট্যাবলেট পিসিকে কাগজের মত বাকা করা যায়। কিন্তু এর জন্য অনেক সমস্যার সমাধান করতে হয়। যেমন, মোবাইলের মধ্যে যন্ত্রাংশ উন্নয়ন করতে হয়, যাতে সেগুলো আরও নমনীয় হয় ও স্থায়িত্ব পায়।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040